আমি দেখছি একটা ঘুর্নিতে পড়ে যাচ্ছে এতাতিরা। দিনে দিনে আলেমদের প্রতি তাদের বিদ্বেষ আর ঘৃনা বাড়ছে।
আলেমগন অতীতে কখনো দোষমুক্ত ছিলেন না। কিন্তু দোষ স্বত্বেও তাদেরকেই আল্লাহ তায়ালা দ্বিনের ধারক বাহক বানিয়েছেন। তারা নবী ﷺ এর আনা ইলমকে বহন করে পরবর্তি জেনারেশনের হাতে দিয়ে যাচ্ছেন, যারা দিচ্ছেন তাদের পরবর্তি জেনারেশনকে।
সব দলের মাঝেই দোষ আছে। কিন্তু অন্য দলগুলোর থেকে আলেমদের মাঝে দোষ সবচেয়ে কম।
শেষ যুগে আলেমরা হবে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট? কিন্তু তখন অন্য কোনো দলের কাছেও দ্বিন থাকবে না। কারন ইসলামের নাম ছাড়া তখন আর কিছু বাকি থাকবে না - একই হাদিসের কথা।