Post# 1551613827

3-Mar-2019 5:50 pm


সুফিদের আমল :

এহইয়া উলুমুদ্দিন কিতাব থেকে নেয়া হয়েছে।

আবদাল কুরজ বিন দাররা খিজির আঃ কে দেখে জিজ্ঞাসা করলেন আমাকে একটা আমল বলে দিন যেটা সব সময় করতে পারবো।

বললেন তুমি প্রতিদিন মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত নামাজ পড়তে থাকবে। দুই দুই রাকাত করে, প্রতি রাকাতে তিন বার কুলহু আল্লাহ। মাঝে কারো সাথে কথা বলবে না।

এর পর ইশার পরে বাসায় গিয়ে এই আরো দুই রাকাত নামাজ পড়ে এই দোয়া পড়ে শুয়ে পড়বে। এই আমলটা নিয়মিত করবে।

দোয়াটা এখানে লিখেছিলাম। বস্তুতঃ এটা ইসমে আজমের দোয়া। এই ধরনের দোয়া অনেকগুলো পেয়েছি বিভিন্ন কিতাবে। সবগুলো এক করার চেষ্টা করছি।
https://www.facebook.com/habib.dhaka/posts/10156072384663176

ব্যসিক্যলি আওয়াবিন নামাজের তাগিদ দিয়েছেন।

আওয়াবিন নামাজ অনেককে পড়তে দেখতাম। পরে শুনেছিলাম চাশত আর তাহাজ্জুদ নামাজ আছে। আওয়াবিন বলে কোনো নামাজ নেই। এর পর মালিকি মাজহাবে দেখি আওয়াবিন নামাজের অনেক গুরুত্ব দেয়া আছে। গুরুত্বপূর্ন সুন্নাহ বলা হয়েছে। এর পর এখন এটাকে আমি সোয়াবের মনে করি।

#hTasauf

3-Mar-2019 5:50 pm

Published
3-Mar-2019