Post# 1552404852

12-Mar-2019 9:34 pm


কিছু প্রশ্ন আছে মানুষকে দ্বিধায় ফেলে দেয় "কোনটা ঠিক?"

যেমন ধরেন "মা-বাবার আনুগত্য"।

যদি মাকরুহ কিছু করতে বলে?
যদি সুন্নাহ ছেড়ে দিতে বলে?
যদি এমন কিছু করতে বলে যেটা এখন জুলুম না কিন্তু ভবিষ্যতে জুলুম হতেও পারে, নাও হতে পারে?
যদি ফরজে কেফায়া ছেড়ে দিতে বলে?

এগুলোর কিছু না করলে যদি সে অসন্তুষ্ট হয়?

যেমন :
তবলিগে যেতে নিষেধ করলেন।
এই পক্ষে না গিয়ে ঐ পক্ষে যেতে বললেন।
লম্বা কাপড় ছেড়ে শার্ট প্যন্ট পড়তে বললেন।

এই সব জায়গায় পা ফসকানোর আশংকা সবচেয়ে বেশি।
এবং মানুষ সবচেয়ে দ্বিধায় ভুগে কোনটা করলে আল্লাহ তায়ালা খুশি হবেন।

এই সব জায়গায় যে সবচেয়ে বেশি যুক্তি নিয়ে আসে, সে পরবর্তিতে পথভ্রষ্ট প্রমানিত হয়। যে সবচেয়ে উচু গলায় উপদেশ দেয় তার কথার অনুসরন করে পরবর্তিতে আফসোস করতে হতে পারে। যে সবচেয়ে সঠিক হতে চায়, সে গভীর ভাবে ভুল প্রমানিত হয়।

এই সব জায়গায় নেতাদের উপদেশ চলে না।
মানুষ তৃতীয় পক্ষের উপদেশ খুজে।
যার এখানে পক্ষে বা বিপক্ষে কোনো স্বার্থ নেই।

এই সব জায়গায় আত্মপ্রবোধ দিয়ে রাখা যায়।
কিন্তু জানা নেই মৃত্যুর পরে হিসবে কোন পক্ষ ঠিক হবে।

12-Mar-2019 9:34 pm

Published
12-Mar-2019