Post# 1553565184

26-Mar-2019 7:53 am


"বিছানার পাশে যদি কম দামে ছোট একটা পোরটেবেল এয়ার কন্ডিশনারও বসাতে পারতাম। ঠান্ডা বাতাস খাওয়া যেতো।"


বুঝতে হবে যে এয়ার কন্ডিশনারগুলো হলো "heat pump". তাপটা এক দিক থেকে নিয়ে অন্য দিকে ফেলে দেয়। তাই এক দিক দিয়ে ঠান্ডা বাতাস বের হবে অন্য দিক থেকে গরম বাতাস। গরম বাতাস ঠিক ঐ পরিমানে গরম হবে যতটুকু অন্য দিকের বাতাস ঠান্ডা করা হয়েছে। প্লাস কারেন্টের তাপ।

গরম বাতাস বের না করে কেবল মাত্র ঠান্ডা বাতাস এক দিক থেকে বের করতে পারবে না। Physics এর law এর বাইরে।


রুমের ভেতরের এসি যদি গরম বাতাস রুমের ভেতরই ছেড়ে দেয় তবে আপনার রুম ঠান্ডা হবে না। যদিও এই ধরনের "এসি"-ও আছে। এগুলোকে বলে dehumidifier. ঠান্ডা করে বাতাসের আদ্রতাকে সরিয়ে গরম বাতাসটা রুমের ভেতরই ছেড়ে দেয়। আগেকার দিনে কম্পিউটার সেন্টারগুলোতে দেখতাম এগুলো।

কিন্তু এগুলো অন্য চিজ। আমাদের জন্য না। এসি আর ডিহিউমিডিফায়ারের মাঝে পার্থক্য হলো এসি গরম বাতাসটা বাইরে ছেড়ে দেয়। অন্যটা ঘরের ভেতর ছাড়ে। আর কোনো পার্থক্য নেই।

26-Mar-2019 7:53 am

Published
26-Mar-2019