১
তবলিগের দুই পক্ষের কথা থেকে সাইন আউট করছি। অর্থাৎ এগুলো আর ফলো না করার চেষ্টা করবো। "কে ঠিক?" তাতে সত্যিকারে তেমন কিছু আসে যায় না। যেহেতু আমি মাঠে একটিভ না। এর মাঝে যতটুকু আসে-যায় তারা জন্য দেখা হয়েছে। ময়দান ছেড়ে দিতে হয় কর্মিদের জন্য।
ভালো মন্দ সব দলেই আছে। চেষ্টা করি মন্দগুলোকে গুরুত্ব কম দিতে।
২
ময়দানে এখন কওমি-হেফাজত সবচেয়ে শক্তিশালি দল। আলেমগন সবাই কি ভালো? হয়তো না। তবুও "ধানের সাথে চিটা একই দরে বিক্রি হয়।"
কিন্তু শেষ যুগ। চিটা ধান আলাদা করার জন্য "ফিতনা"। আলেমদের মাঝে কি চিটা কি ধানের ধরে বিক্রি হবে?
আমি এই সব ব্যপারে এক ধারনা করি, আল্লাহ তায়ালা ধারনা করেন অন্য। শেষ হিসাবে উনার কাছে।
৩
কওমিদের মাঝেও হয়তো একটা বিভাজন দেখা যাবে। হয় কিনা দেখার বিষয়। এর জন্য সময় সামনের ৫ বছর।
যদি না হয় তবে এটা এত মকবুল জামাত যে এরাই হবে মাহদির সংগি।