অনেকদিন ধরে ছুন্নি ভাইদের ফলো করে যা জানলাম :
১
প্রথমতঃ উনাদের মাঝে দল আছে। দলগুলোকে বলা হয় "দরবার"। যেমন সালাফি ভাইদের জন্য "মানহাজ"। দরবারে দরবারে দ্বিমত দ্বন্ধ আছে।
কিন্তু উনাদের বন্ডিং শিক্ষা হলো "রাসুলুল্লাহ ﷺ নূরের তৈরি"।
উপরের শিক্ষাটা যদি কেউ অস্বিকার করে তবে সে ছুন্নিয়াতের বাইরে। নিজেদের মাঝে যত দ্বন্ধ থাকুক না কেন এই একটা ব্যপারে সবাই একমত। তাই এটাকে সুন্নিয়াতের ডেফিনিশন বলা যায়। যেমন সালাফিদের ডেফিনিশন হলো "আল্লাহ তায়ালা শুধু মাত্র আরশের উপর।"
এর উল্টো ব্লাসফেমাস কথা হলো "রাসুুলুল্লাহ ﷺ আমাদের মতো মানুষ ছিলেন" এই কথাটা। যেরকম সালাফি ভাইদের ক্ষেত্রে "আল্লাহ তায়ালা সর্বত্র আছেন" এই কথাটা ব্লাসফেমাস।
২
ছুন্নিরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ন characteristic ধরে "আদব"-কে। সালাফিরা যেরকম "আকিদা"-কে।
তবে আদবের ক্ষেত্রে তাদের কিছু ডিফাইন্ড পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোতে নির্দিষ্ট ভাবে আদব দেখাতে হবে। এটা না জেনে সর্বত্র আদব দেখাতে গেলে বিপদে পড়তে হবে।
এরকম বেশ অনেকগুলো চেইন পেয়েছি যেখানে ভুল জায়গায় আদব দেখাতে গিয়ে কেউ বিপদে পড়ে গিয়েছে। এগুলোর উপর পরে লিখার ইচ্ছে আছে। কিন্তু কাউকে offend না করে কি করে বলা যায় সেটা ভাবছি।
#hTasauf
- Comments:
- ক্রেশের ব্যপারে এখনো কোনো খবর আসে নি। কেন হলো।
- Lets wait for the crash report. Or at least some hint on why.
- কোনো পীরের নাম জানা নেই। আমি শুধু বই পড়ি।
- এহইয়ায়ে উলুমুদ্দিন, কিমিয়ায়ে সাদাত, ফাজায়েলে জিকির, কোরআন, দুরুদ, সাদাকাত। এর বাইরে আর তেমন কিছু পড়ি নি।