৯০ পর্যন্ত ছিলো "তকলিদ করা হারাম।"
২০০০ এর দিকে "হারাম না কিন্তু সবচেয়ে সহিটা পেলে সেটাই অনুসরন করতে হবে। অন্যটা করলে হবে না।"
আজকে দেখলাম :
শায়েখ ইমাম হোসেন : "আমাদের উদ্যেশ্য চার মাজহাবকে একত্রিত করা"
শায়েখ মতিউর রহমান মাদানি : "চার মাজহাবই আহলে সুন্নাহর ভেতর। মদিনা ভার্সিটিতে চার মাজহাবই পড়ায়।"
তাই পরিবর্তন হচ্ছে। পরিবর্তন চলছে।
আমরা যারা এর আগে "মাজহাবীয় গোড়ামি" নিয়ে অনেক তর্ক করে ফেলেছি তাদের আফসোস করার সময়।
যে আলেমের কথায় আপনি বাকি আলেমদের বিররুদ্ধে জিহাদে নেমে যাচ্ছেন তিনি নিজের কথা কিছু দিন পরে বদলাতে পারেন। বা তিনি মারা যাবার পরে পরের জন এসে বলতে পারেন, "আগের জন বরং ভুল করেছিলেন। উনার কথা যে ঠিক না সেটা আপনার বুঝা উচিৎ ছিলো। এটা না বুঝার কি আছে?"
- Comments:
- Context :
https://www.facebook.com/IamXyZainab/videos/2036422056650717/