Post# 1551768290

5-Mar-2019 12:44 pm


দ্বিনি বিষয় তর্ক :

- এটা খারাপ কাজ।

  • যদি কাউকে একা কোনো জায়গায় নিয়ে উপদেশ দিলে সে শুনবে মনে হয় তবে দেয়া যায়। নয়তো উপদেশ না দিয়ে চুপ থাকা ভালো যদিও সে ভুলে।
  • হাদিস : দ্বিনি বিষয়ে কোনো জাতি তর্কে লিপ্ত হলে তারা পথভ্রষ্ট হয়।
  • লোকমান হাকিমের উপদেশ তার ছেলেকে : দ্বিনি বিষয়ে আলেমদের সাথে তর্ক করো না। তবে আলেমরা তোমাকে শত্রু হিসাবে দেখবে।

    - এমন কি কারো কথা ভুল আর মিথ্যা হলেও প্রতিবাদ না করে চুপ থাকা একটা বড় সবর।

  • এই ক্ষেত্রে জিহাদে কাফেরদের আক্রমনে সবরের সোয়াব পাওয়া যায়।

    দাউদ তায়ী একা একি থাকা আরম্ভ করলেন। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন তুমি একা থাকো কেন?

    বললেন : নফসকে দমন করতে আর দ্বিনি বিষয় তর্ক থেকে দূরে থাকতে।
    আবু হানিফা বললেন : তুমি ঐ সব তর্কের মজমায় যাও কিন্তু চুপ চাপ শুধু শুনবে, কোনো কথা না বলে।

    দাউদ তায়ি বললেন : আমি এটাই করি। কিন্তু এটা আরো কষ্টকর। এর থেকে বড় সবর আর নেই।

    - কোনো এলাকায় দ্বিনি তর্ক আরম্ভ হলো। ঐ এলাকার নেতারা যদি এখানে একটা পজিশন নেবার আশায় বলে "দ্বিনি বিষয়ে তর্ক করা সোয়াবের কাজ" তবে বুঝতে হবে সে এলাকায় বড় কোনো আযাব আসছে।

  • মানুষের অহংকার আর এগ্রাসিভনেস তাকে দ্বিনি বিষয়ে তর্কে নিয়ে যায়।
  • কিন্তু সাধারন মানুষ মনে করে দ্বিন নিয়ে তর্ক করছে? অনেক সোয়াবের কাজ।
  • এ থেকে আস্তে আস্তে তারা তর্ক ঝগড়ার নেশায় পড়ে যায় যেটা থেকে আর চুপ থাকতে পারে না। তর্কে আনন্দ পায়।

    - আনাস রা: এর কথা : দ্বিন নিয়ে তর্ক করা কোনো দ্বিনি কাজ না।

  • আগের বুজু্র্গরা এজন্য দ্বিন নিয়ে তর্ক করতে নিষেধ করেছেন।

    এজন্য কেউ বিদায়াত করলে বা কোরআন হাদিসের বিরোধি কিছু করলেও তার সাথে তর্ক না করে তাকে বুঝাতে চেষ্টা করতেন। সে যদি না শুনে তবে তার পেছনে আর না লেগে তারা চলে আসতেন।

    [ গাজ্জালির কিমিয়ায়ে সাদাত থেকে ] পৃষ্ঠাগুলোর ছবি কমেন্টে।

      Comments:
    • -

    5-Mar-2019 12:44 pm

  • Published
    5-Mar-2019