দ্বিনি বিষয় তর্ক :
- এটা খারাপ কাজ।
- এমন কি কারো কথা ভুল আর মিথ্যা হলেও প্রতিবাদ না করে চুপ থাকা একটা বড় সবর।
দাউদ তায়ী একা একি থাকা আরম্ভ করলেন। ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন তুমি একা থাকো কেন?
বললেন : নফসকে দমন করতে আর দ্বিনি বিষয় তর্ক থেকে দূরে থাকতে।
আবু হানিফা বললেন : তুমি ঐ সব তর্কের মজমায় যাও কিন্তু চুপ চাপ শুধু শুনবে, কোনো কথা না বলে।
দাউদ তায়ি বললেন : আমি এটাই করি। কিন্তু এটা আরো কষ্টকর। এর থেকে বড় সবর আর নেই।
- কোনো এলাকায় দ্বিনি তর্ক আরম্ভ হলো। ঐ এলাকার নেতারা যদি এখানে একটা পজিশন নেবার আশায় বলে "দ্বিনি বিষয়ে তর্ক করা সোয়াবের কাজ" তবে বুঝতে হবে সে এলাকায় বড় কোনো আযাব আসছে।
- আনাস রা: এর কথা : দ্বিন নিয়ে তর্ক করা কোনো দ্বিনি কাজ না।
এজন্য কেউ বিদায়াত করলে বা কোরআন হাদিসের বিরোধি কিছু করলেও তার সাথে তর্ক না করে তাকে বুঝাতে চেষ্টা করতেন। সে যদি না শুনে তবে তার পেছনে আর না লেগে তারা চলে আসতেন।
[ গাজ্জালির কিমিয়ায়ে সাদাত থেকে ] পৃষ্ঠাগুলোর ছবি কমেন্টে।
- Comments:
-
-