"কোনো মহিলার শিশু যদি জন্মের আগে গর্ভপাত হয়ে মারা যায়?"
তবে কিয়ামতের দিন ঐ শিশু তার নাড়ি দিয়ে মাকে টেনে জান্নাতে প্রবেশ করাবে।
"ভুমিষ্ঠ হবার পরে মারা গেলে?"
ঐ শিশু আগুনকে বাধা দিয়ে মায়ের থেকে দূরে রাখবে।
"কিছু বড় হবার পরে বাচ্চা অবস্থায় মারা গেলে?"
জান্নাতে সে পিতা মাতার সংগি হবে।
"কিন্তু ঐ শিশু যদি জন্মের পর জাহাঙ্গির নগর ভারসিটির ট্রাংকে মারা যায়?"
এখানে আখিরাত না। এখানে চেতনা। সব জায়গায় ধর্ম আনবেন না।
এখানে পুরষ্কার : শিশু হত্যার জন্য ঐ মায়ের কোনো বিচার হবে না।
জয় স্বাধিনতা।