মুসলিমদের কোনো গ্রুপের বা ব্যক্তির প্রতি অতিরিক্ত ঘৃনা প্রকাশ ক্ষতিকর। এক প্রসংগে বলা আছে ঐ দোষটা আমার মাঝে না আসা পর্যন্ত মৃত্যু হবে না।
আরেকটা উদাহরন দেখাচ্ছি। "ওহাবিরা নবিজীর উপর দুরুদ পড়ে না" ছুন্নিদের এই কথা ছোট কাল থেকেই শুনে আসছি।
এবং গত কয়েক মাসে ছুন্নিদের প্রচুর ওয়াজ শুনছি। এবং দেখলাম ওয়াজে তারা কেউ রাসুলুল্লাহ ﷺ এর প্রসংগে আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম বলে না। যদিও তারা সর্বক্ষন রাসুলুল্লাহ ﷺ কে নিয়েই ওয়াজ করছেন।
বরং "পেয়ারা হাবিব" "নবিজি" শব্দগুলো ব্যবহার করে এর পর টেনে যায়। হয়তো ধারনা সরাসরি নাম না নিলে দুরুদ পড়তে হবে না। বা হয়তো ওয়াজের প্রথম আর শেষে যে স্বশব্দে মিলাদ পড়ে এটাকেই তারা মাঝে যতক্ষেত্রে দুরুদ পড়ার প্রয়োজন ছিলো সেগুলোর সাবসটিটিউট মনে করে।
এখন প্রশ্ন হলো প্রতিবার কি "সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম" পড়তে হবে? কে জানে আলেমরা বলতে পারবেন।
কিন্তু আমি আমার দিক থেকে দেখছি অতিরিক্ত ঘৃনার কারনে আল্লাহ তায়ালা তাদের থেকে হয়তো এই নিয়ামতটা কেড়ে নিয়েছেন। তারা ঐ দোষে পড়ে যাচ্ছে যে দোষের ব্যপারে তারা অন্যদেরকে দায়ি করছে।
আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।