১
এক সময় বলা হতো "বাচতে হলে জানতে হবে"
শহরের দোতালা বাসগুলোতে বড় বড় এড দিয়ে এই সব প্রচার করা হচ্ছিলো।
জানলে দোষ কি? আপনাকে বাচানোর জন্যই তো!
টিভিতে এড। তাতে একজন টুপি মাথায় হুজুরও আছেন।
বাংগালি এই সব জানে নাই। এর পরও বেচে আছে।
মরেছে অমুসলিম দেশের লোকেরা। জানার দরকার ছিলো তাদের।
২
"জনসংখ্যা, সুখি পরিবার, পরিবেশ, ভারসাম্য?"
দুনিয়া আর কত মানুষের ভার সহ্য করতে পারবে?
এর পর নিউজিল্যন্ডের কিলারের মেনিফেসটো পড়ে দেখেন।
তাদের বুকে কত দুঃখ।
কেন?
কারন মুসলিমদের লাইফস্টাইল পশ্চিমারা অনুসরন করে না, তাই।
তাই পশ্চিমারা শেষ হয়ে যাচ্ছ।
মুসলিমদের উপর ক্ষোভ।
৩
"কিন্তু পশ্চিমারা জানে বেশি। আমরা তাদের সুন্নাহ অনুসরন করি।"
তবে দেখতে থাকেন।