কিছু জিনিস আছে না জানাই ভালো।
কিছু জিনিস না পড়াই ভালো।
কিছু না দেখাই ভালো।
যদিও মানুষ বলবে এগুলো পড়েন, এটা দেখেন, এটা জানেন।
পৃথিবীর সকল দুঃখ কষ্ট জুলুম যদি সারা দিন আমার চোখের সামনে ভাসতে থাকতো তবে কোনো ইবাদত করার মত মন আমার থাকতো না।
যে যা বলে সব ইলম অর্জনের পেছনে যদি আমি ছুটতে থাকি তবে বেসিক ইলম যা শিখেছিলাম তার উপর আমলের সুযোগও পাবো না।
"কিন্তু সারা দিন যে মানুষ বলে এটা জানেন, এটা পড়েন, এটা দেখেন?"
পড়বো না, দেখবো না, জানবো না বলতে পারাটা শিখতে হবে। নির্লজ্জ ভাবে।
যদিও এর পর সে বলবে "অপনি অজ্ঞ" "পলাচ্ছেন" "যার লজ্জা নেই সে যা ইচ্ছে করতে পারে"।
আবারো,
হাশরের দিন বিচারে আমার সমালোচনা কারিদের আমার পাশে পাবো না।
আমার জবাব আমাকে দিতে হবে।
আমার ভালো মন্দের দায় সে নিবে না।
- Comments:
- FAQ : "দেখেন আপনার মুখোশ উন্মোচন করে একটা পোষ্ট লিখেছি। এইখানে লিংক। পড়ে দেখেন। এখন আপনি কি জবাব দেবেন? আমরা আছি আপনার জবাবের অপেক্ষায়। আর তামাশা দেখার জন্য।"
উত্তর : দোয়া করবেন হুজুর। আর ভুল বেয়াদবি মাফ কইরা দিয়েন।