Felling like : তবলিগের ফিতনা দ্বিতীয় পর্বে প্রবেশ করছে। শেষ হতে আরো অনেক বাকি।
এর পরের গুলো সম্ভবতঃ হবে সশস্র।
- কাকরাইলে ১ বছর আগের "লাল চিঠি"। আমিরকে মেনে নেন নয়তো মুক্তিযোদ্ধার ছেলেরা আপনাদের ফাসি দেবে।
এটা দেখতে হবে যে কোনো গ্রুপের স্বল্প কিছু লোকও যদি বিপক্ষকে কুফরি ফতোয়া দেয়। তবে সংঘর্ষ লেগে গেলে ঐ গ্রুপের মেজরিটি ঐ কুফরি ফতোয়াকে অনুসরন করবে। কারন এ দ্বারা তাদের সংঘর্ষ বৈধতা পায়। "আমরা দ্বিনের জন্য কতল করছি, এবং এটা ওয়াজিব। আমরা এর জন্য সোয়াব পাবো।"
১৯৮০ এর দিকে শ'তে এক জন আলেম পেয়েছিলাম যে বলেছিলো "গনতন্ত্র কুফর"। ধারনা করেছিলাম এটা উনার ব্যক্তিগত এক্সট্রিম মত। যতক্ষন না ২০০০ এর দিকে এসে মতটা এত প্রচার পেলো যে কিছু মানুষ ব্যংক লুট করা আরম্ভ করলো গার্ডদের হত্যা করে। "গনতন্ত্র কুফর" এই ফতোয়ার উপর ভিত্তি করে কাজটাকে জায়েজ করে নিয়ে।
Keep watching.