Post# 1552412923

12-Mar-2019 11:48 pm


"আমিরের এতায়েত"

তবলিগের দ্বন্ধে আমার ব্যক্তিগত ভাবে কিছু করার বা না করার নেই। শুধু "সাপোর্ট" করা, দ্বারা যদি কিছু করা বুঝায়।

তবে এই দ্বন্ধে হক না-হক বুঝার অনেক দিক নিদর্শনা আছে। কারন বিভাজনটা এত মাঝখান থেকে ছিড়ে দিচ্ছে। এই ফান্ডামেন্টাল বিষয়ে প্রশ্ন তুলছে।

এই দ্বিধার [বা "সংশয় নিরসনের" আমাদের জিহাদি ভাইরা যেভাবে বলে] একটা পযেন্ট হলো "আমিরের এতায়েত"।

"পিতা মাতার আনুগত্যের" মতো "আমিরের এতায়েত" সংশ্লিষ্ঠ অনেক প্রশ্ন আছে যেগুলো এমন বর্ডারে পড়ে যে না এই দিক না ঐ দিক। একটা হলে অন্যটা ছিন্ন হয়। "কোনটা করবো?" প্রশ্ন রয়ে যায়।

আমার যুক্তি - বোধ - বুদ্ধি দিয়ে যদি এই জায়গায় কিছু করিও তবুও সূর্যাস্তের পরে দেখা যেতে পারে আমি পুরোই ভুল পথে চলেছি। এখন আর সংশোধনের সময় নেই।

সত্যিকারে তবলিগের দ্বন্ধ থেকে এখন কিছু পরিবর্তিত হবে না হয়তো।
কিন্তু শিক্ষাটা ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত যাবে। Apparently.

12-Mar-2019 11:48 pm

Published
12-Mar-2019