আলেম :
ঐ যুগে প্রেস ছিলো না। এক বই দেখে দেখে হাতে লিখে দ্বিতীয় বই তৈরি করতে হতো।
হাজার হাজার হাদিসের বিশাল কিতাব। উস্তাদের থেকে একটা একটা করে হাদিস ছাত্ররা শুনতো। সেটা কিতাবে লিখতো। ভেরিফাই করতো। এর পর সে অন্য কোনো দেশে চলে যেতো সেই কিতাব নিয়ে। শুধু কিতাব নিয়ে আসে নি, মুহাদ্দিসের থেকে হাদিসগুলো শুনেও এসেছে।
এভাবে ইলম আমাদের কাছে পৌছছে। উনাদের কষ্ট পরিশ্রম ঘাম দ্বারা।
নেটে মুসলিম মুসলিমদের এখন গালি দেয় সবচেয়ে বেশি। কারন "তারা এখন আর মুসলিম না, কাফের"।
ঐ যুগে এগুলো ছিলো না? হয়তো ছিলো। বিরোধিতা ছিলো। গালা গালি ছিলো। যুদ্ধ হত্যা ছিলো। কারন ফিতনা দূর করছে। যে য়েটাকে ফিতনা মনে করে।
এর মাঝ থেকে আলেমরা ইলম বহন করে গিয়েছেন। অনেকের গালি খেয়ে। অনেক বিরোধিতার পরেও। যারা শুনে তাদের জন্য। এই ইলম কোনো এক জাতির উপকার না করলেও এদের পরবর্তি বংশধরদের উপকার করবে।
নবুয়তি ইলম। যেটা আসমান থেকে এসেছে। আল্লাহর কাছ থেকে।
এটাই ইলমের সেতু। আলেমরা তার স্পেন।
কলম ছিলো না। কাঠি চেছে কিছুক্ষন পর পর কালিতে চুবিয়ে যারা লিখতেন।
আল্লাহ তায়ালা তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন।
- Comments:
- ^ রান্না ঘরে একটা exhaust fan লাগিয়ে রাখতে হবে। তবে হবে।