জাহাঙ্গির স্যারের কথা - ৩
উনি প্রায়ই বলতেন : যারা বলে দ্বিন ইসলাম শেষ হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকাংশ কাফের বা গোমরাহ হয়ে গিয়েছে। তাদের কথা ভুল। দ্বিন ইসলাম শেষ হয়ে যাচ্ছে না। এত সহজে দ্বিন শেষ হবে না।
উনি বলতেন : তাদের জিজ্ঞাসা করেন রাসুলুল্লাহ ﷺ ব্যর্থ নবি ছিলেন কিনা? এত কষ্ট করে এমন দ্বিন কি উনি রেখে গিয়েছেন যার অনুসারিদের অধিকাংশ লোকেই গোমরাহ? বা কাফের?
বলতেন : সমস্যা এই কথা যারা বলে তাদের মাঝে। মান কালা হালাকান নাস, ফাহুয়া আহলাকাহুম। হাদিস, যে বললো মানুষ ধ্বংশ হয়ে গিয়েছে, সে নিজে তাদের মাঝে সবচেয়ে বেশি ধ্বংশ প্রাপ্ত।
- Comments:
- FAQ : উল্টো যুক্তি "আপনি কি তাহলে বলতে চান, যে নবিদের ..."
বাকিটা আর লিখলাম না। তবে কেউ না কেউ এই সব হাবিজাবি প্রশ্ন নিয়ে আসবে। "খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছি" ধারনা করে।