Facebook Posts - May 2018

1-May-2018 12:06 am


ছোট বেলায় শুনেছিলাম লো ব্লাড প্রেশার বা হাই প্রেশার দুটোই খারাপ।

এর পর শুনলাম লো প্রেশার বলে কোনো রোগ নেই। লো প্রেশার সবই ভালো, খারাপ হলো শুধু হাই প্রেশার।

এর পর নিজের প্রেশার কয়েক দিন মেপে দেখলাম ১০০/৭০। অস্বাভাবিক লো? কিন্তু লো প্রেশার বলে কোন রোগ নেই বলেছিলো, ঠিক... ঠিক?

না, ভুল! ভালো জিনিস নিজের হলে এর পর দেখবেন ঐ ভালোটা আসলে ভালো না। "Why me" syndrom. এখন নেটে পড়ে দেখি লো প্রেশারও নাকি খারাপ।

এর পর ...?

1-May-2018 12:06 am

1-May-2018 12:42 am


200 concurrent users in habibur.com. A record as far as I have watched till date.

সবাই আসছে শবে বরাতের তারিখ তালাশে।

1-May-2018 12:42 am

1-May-2018 10:46 pm



আমাদের ছোট বেলায় শবে বরাতের রাত উদজাপনের জন্য সন্ধ্যা থেকে ঢাকা শহরে পটকা, আতশ বাজি, বোমা ফুটানো আরম্ভ হতো। নন স্টপ চলতো সারা রাত। সুবহে সাদিক পর্যন্ত। আমি যে এগুলোতে শরিক হতাম না, তা না। তবে নিউ ইয়ারে কিছু ছিলো না।

এখন এই আতশবাজি পটকা চলে এসেছে নিউ ইয়ারে। শবে বরাতে এগুলো কিছু নেই।


পটকা বোমা নিয়ে দু পক্ষ ছিলো। তাদের যুক্তি সমুহ :

"এই সব শব্দে মানুষের নামাজের ক্ষতি হয়। এই গুনাহর ভার কে নেবে?"
"এইটা ভালো। শব্দে ঘুমাতে না পেরে মানুষ নামাজ পড়বে"

"যারা পটকা ফুটায় তারা নামাজ না পড়ে পটকা ফুটায় কেন?"
"পটকা না ফুটালে যে এরা নামজ পড়তো, তাতো না"

"সারা বছর নামাজ পড়ে না, শুধু এক রাত..."
"যারা সারা বছর নামাজ পড়ে না, তারা এক রাতও যদি না পড়তো সেটা কি আরো ভালো হতো?"


আগে বাড়া বাড়ি ছিলো।
এখন ছাড়া ছাড়ি।

#HabibTrend

1-May-2018 10:46 pm

2-May-2018 12:06 am


শবে বরাতের দ্বিতীয় আমল ছিলো হালুয়া রুটি :


এটা কমতে কমতে পাচ বছর আগে প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। এখন কিছু বাড়ছে, তবে ঢাকা শহরে আগের মতো আর নেই। এই বাসা থেকে ঐ বাসা কিছু দেয়া হলেও ফকিররা সেই রকম বাসায় বাসায় হালুয়া রুটি চেয়ে বেড়ায় না।


আধুনিক বাড়ির বৌদের হালুয়া রুটি করার সময় নেই। ডিশ দেখতে হবে যে। কিন্তু দোকান থেকে মিষ্টি কিনে দিলে সবাই বুঝবে এটা দোকান থেকে কেনা, ঘরে বানানো না। প্রেষ্টিজের ব্যপার। তাই আজকে এই দিন উপলক্ষে মিষ্টির দোকানগুলো স্পেশাল হালুয়া-মিষ্টি বিক্রি করে যেগুলো অন্য সময় পাওয়া যায়া।

সেগুলো কিনে দিলে কেউ বুঝবে না যে এগুলো দোকান থেকে কেনা। :-)


Truth be told,

সালাফি মতে শবে বরাত বলে কিছু নেই। এই রাতে ইবাদতের এসপেশাল কোনো মূল্য নেই। এই রাত উপলক্ষে ইবাদত করলে বরং গুনাহ হবে।

হানাফি মতে, শবে বরাত একটা বিশেষ রাত এবং এ রাতে ইবাদত করা সোয়াবের, দোয়া কবুলের, বরকতময় এবং ক্ষমার।

দুই পক্ষেরই দলিল আছে কিন্তু এক পক্ষের দলিল অন্য পক্ষের কাছে গ্রহন যোগ্য না।

    Comments:
  • আমি হানাফি মাজহাব অনুসরন করি।
  • দুটার মাঝে পার্থক্য কি?
  • প্রচলিত হানাফি। যদি "প্রকৃত হানাফি" বলতে মূলধারার বাইরের কোনো আইডোলজি বুঝায় এই দাবি সহকারে "ইমাম আবু হানিফা আসলে <এই> <এই> বিশ্বাস করতেন, কিন্তু পরবর্তি লোকেরা সে পথ থেকে বিচ্যুত হয়েছে।" <-- তবে আমি বর্তমানে প্রচলিত যেটা সেটাই অনুসরন করি।
  • well, whatever. there's always a difference in opinion.
  • generic = majority.

2-May-2018 12:06 am

2-May-2018 11:17 am


গতকাল নেটে বহুল প্রচলতি এই পোষ্টটা রি-শেয়ার না করলে ইনজাষ্টিস হবে।

সালাফি মতে "হানাফি ছাড়া দুনিয়ার আর কোনো মাজহাবে শবে বরাত নেই"

এই পোষ্টে ইয়াসির কাজি বলছেন "চার মাজহাবেই শবে বরাত আছে"

প্লাস উনি ইবনে তাইমিয়ার কোটেশন দিয়েছেন শবে বরাতের পক্ষে যাকে সালাফিগন অনুসরন করেন।

Not that none of these really matters, other than for winning arguments.

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

2-May-2018 11:17 am

2-May-2018 3:00 pm


আদি যুগে করাত দিয়ে কাঠ কাটতো। এখন কাঠ কাটার জন্য circular saw. circular saw ব্যবহার একটু অসুবিধাজনক, কারন ভারি, এবং গাইড লাগে টানতে। সমাধান হলো table saw. Circular saw থেকে table saw বানানোর নিয়ম নেটে প্রচুর আছে। কিছু চ্যলেঞ্জ ছিলো যেগুলোর সহজ সমাধান :

১। "ভালো টেবিল পাবো কই?"
যে কোনো বোর্ড নিয়ে কাজ আরম্ভ করেন। এটা টেবেলের সার্ফেস। পা নিয়ে এখনই চিন্তা করবেন না। এটা টেবেলের সাইডে ক্লেম্প দিয়ে ঝুলিয়ে কাজ করতে পারবেন।

২। "স্লট টা কাটবো কি করে?"
সার্কুলার স টা টেবিলের উপর রেখে স্টার্ট দিয়ে দিলে এটা নিজেই ব্লেডের জন্য স্লট কেটে নেবে।

৩। "পার্ফেক্ট ৯০ ডিগ্রি এলাইন করবো কি করে?"
টেবেলের সাথে পার্ফেক্ট এলাইনর দরকার নেই। পাশের কাঠের গাইডের সাথে ব্লেডের দুই প্রান্ত পেরালাল হলেই হলো। এটা করা খুবই সহজ। গাইড বসানোর আগে দুই মাথা থেকে ডিসটেন্স মেপে নিলেই হলো। টেবেল যত আন এলাইন্ড হোক না কেন।

https://www.youtube.com/watch?v=NhORUN6oCUc&t=208s

https://www.youtube.com/watch?v=NhORUN6oCUc&t=208s

2-May-2018 3:00 pm

2-May-2018 3:30 pm


"... কিছু হয় না কাকরাইল মসজিদে বার বার পুলিশ এসে হাজির ..."

বার বার পুলিশ আসছে বলে রক্তা রক্তি হচ্ছে না। নয়তো এতদিনে বহু রক্তা রক্তি খুনা খুনি হয়ে যেতো।

"... জানবাজ ৩০০ জন সাথি দরকার... পারবেন না দ্বিনের জন্য জীবন দিতে?"

দ্বিনের জন্য জীবন দেয়া আর দলের জন্য জীবন দেয়া দুটো ভিন্ন জিনিস। জীবন একবারই দেয়া যাবে তাই দেখতে হবে কার কথায় কার জন্য জীবন দিচ্ছি।

এলাকার ইমাম সাহেব যদি উনার জমি উদ্ধারের জন্য আমাকে চ্যলেঞ্জ ছুড়ে "পারবেন না দ্বিনের জন্য জীবন দিতে?" তবে আমি উনার কথায় জীবন দিবো না।

    Comments:
  • Actually hanafi teaching isn't mostly about Imam Abu Hanifa, rather 60-80% of its rulings came after him.

    To know about these, you need to read the mainstream Hanafi fiqh, masail books. These are Fatwa Shami, Fatwa Hind [also known as Fatwa Alamgiri] and Hidaya. The last two are available in Bangla.

2-May-2018 3:30 pm

2-May-2018 7:35 pm


Circular saw blade sharpening. নতুন কিনতে গেলে ৫০০ টাকা। ধার করে নিলে পুরোনাটাই আবার নতুনের মতো হবে।

এখানে মূল জিনিস বুঝতে হবে যে দাতগুলো ছুরির মত ধারালো না। বরং লোহার পাতের সাইডের মতো সমাতল। দুই সাইডের দুই edge ধারালো তাই কাটে। সে কারনে ধার করার সময় উপরে নিচে সমান করে ঘষে দিলেই হয়।

চ্যলেঞ্জ হলো যে ব্লেড দিয়ে ধার দেয়া হচ্ছে সেটা কোথায় পাওয়া যাবে। Yet to figure out.

https://www.youtube.com/watch?v=RXiauw7Ckyw&t=157s

https://www.youtube.com/watch?v=RXiauw7Ckyw&t=157s

2-May-2018 7:35 pm

2-May-2018 8:56 pm


৬০০ কনকারেন্ট ইউজার habibur.com এ ইফতারির আগে। সবাই এসেছেন আজকে ইফতারির সময় জানতে। আজকে রোজাদার ছিলো প্রচুর।

Alexa ranking এ ourislam24 থেকে habibur.com এখন এগিয়ে আছে। 200K ourislam vs 150K habibur.com.

2-May-2018 8:56 pm

2-May-2018 10:09 pm


একটা কাঠ অন্য কাঠের সাথে লাগানোর জন্য আগে ছিলো তারকাটা পিটানো। কিন্তু এতে হাতুড়ি দিয়ে পিটাতে কষ্ট হতো শব্দ হতো। পরবর্তিতে তারকাটা খুলতে আরো কষ্ট।

এখন স্ক্রু। লাগানো সহজ। পিটাতে হয় না। খুলতেও সহজ। কর্ডলেস রিচার্জেবেল ইলেক্ট্রিক স্ক্রুড্রাইভার লাগবে। নয়তো স্ক্রু ঘুরিয়ে কাজ করতে পারবেন না।

একটা কাঠ অন্য কাঠের উপর লাগাতে উপরের কাঠটা ড্রিল করে গর্ত করে নিতে হবে। যদিও মনে হতে পারে আগে ড্রিল না করলে জয়েন্ট শক্ত হবে, কিন্তু বাস্তবে উল্টো। উপরেরটা ড্রিল করে নিলে আরো শক্ত করে লাগাতে পারবেন। নয়তো দুই কাঠের মাঝে ফাকা রয়ে যাবে, একসাথে লাগবে না। এবং লাগাতেও অপ্রয়োজনীয় কষ্ট হবে।

#HabibWorkShop

2-May-2018 10:09 pm

3-May-2018 12:32 am


মাদ্রাসা আর তবলিগের অনুসারিদের মাঝে এখন বিশাল ফাটল :


কিছু দিন ধরে ফেসবুকে কিছু কমেন্ট চোখে পড়ছিলো "আমার সন্তানকে কওমি মাদ্রাসা থেকে সরিয়ে আনছি" "নিয়ত করেছিলাম সন্তানকে মাদ্রাসায় দেবো, কিন্তু না" "কওমি মাদ্রাসায় না দিলে কোথায় দেয় যায়?"

এখন জানি এগুলো মূলতঃ তবলিগের সাথিদের প্রশ্ন ছিলো।


কিছু দিন আগেও রিয়েল লাইফে মানুষ এসে আমাকে বলতো "কই দ্বন্ধ? এগুলো শুধু ফেসবুকে।" Until যখন আর ফেসবুকে না। রিয়েল লাইফের দ্বন্ধ এখন ফেসবুকের থেকে বেশি।

ভেতরে পচন ধরছে জানতাম। কিন্তু কোন সময়ে এটা আমার ধারনাকে ছাড়িয়ে গিয়েছে সেটা বুঝতে পারি নি।


দুই পক্ষেরই দোষের ফিরিস্তি দিতে পারি। কিন্তু এর দরকার আছে কি?

তবে আমি কার সাপোর্টার?
উত্তর জানা নেই।

3-May-2018 12:32 am

3-May-2018 2:23 pm


Quote :

Company is willing to relax its requirements for educational attainment but not for age; a college degree isn’t strictly necessary, but if you’re older than 30, don’t bother applying. "Working in tech is like being a professional athlete," says Robin Chan, an entrepreneur and angel investor in companies such as Xiaomi and Twitter Inc. "You work extremely hard from 20 to 40 years old and hope you hit it big. After that, it’s time to move on to something else and let someone younger try their hand."

https://www.bloomberg.com/news/features/2018-05-02/china-s-tech-industry-wants-youth-not-experience

https://www.bloomberg.com/news/features/2018-05-02/china-s-tech-industry-wants-youth-not-experience

3-May-2018 2:23 pm

4-May-2018 12:29 am


ঠিক আছে। উম্মাহ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে।
পাকিস্তান পন্থি বনাম হিন্দুস্তান পন্থি।
আপনি কোন পন্থি?

"আমি ভাই কোনো পন্থি না। বাংলা পন্থি।"
আপনার কথা আলোচনা করা হচ্ছে না। সাইডে চাপেন।

4-May-2018 12:29 am

4-May-2018 6:37 am


লাইক কমেন্ট দিয়ে একটিব থাকলাম। :-) যাই হোক ডান-বাম বহু কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু Think Positive এর দাবি রয়ে যায়। তাই ধারনা করতে হবে "fake it till you make it" প্রবাদের ভাবধারায় উনারা চলছেন। এটা পজিটিভ, think positive.

দ্বিতীয়তঃ রাসুলুল্লাহ সা: আর উসামা ইসলাম এর মাঝে মাত্র আটজন রাবি দিয়ে একটা হাদিস উনার জানা আছে বলছেন -- এর রহস্য এখনো ক্লিয়ার না। ধারনা করতে পারি : অনেকে জ্বিনদের থেকে হাদিস শুনে। তখন রাবি কমে যেতে পারে। কারন জ্বিনেরা বাচে হাজার বছর। বা এই ধরনের অন্য কিছু যেমন খিজির আ:। কে জানে?

আবারো, think positive.

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

4-May-2018 6:37 am

4-May-2018 6:03 pm


A picture is worth a thousand words -- A video? A thousand pictures.

আগে বহু টাকা খরচ করে যে সকল ট্রেইনিং এক্সপার্টদের থেকে শিখতে হতো সেগুলো এখন সব ইউটুবে। তাই যে কোনো কিছু শেখার জন্য ট্রেনিং সেন্টারে ভর্তি হবার আগে দেখে নিন ইউটুবে সেটার হাজার হাজার ট্রেনিং ভিডিও অলরেডি আছে কিনা।

আপনার পার্সোনাল ট্রেইনার ইউটুবের থেকে ভালো বা বেশি কিছু জানেন না। কারন ইউটুবে টপ ট্রেইনারদের ট্রেইনিং মেটেরিয়াল টপে লিষ্টে থাকে। আপানার শহরের লোকাল হিরুর এখানে কোনো পাত্তা নেই।

যেমন, কাঠের কাজ, লোহার কাজ, ওয়েল্ডিং, কুংফু, বক্সিং, সম্মোহন, যাদু বিদ্যা, রান্না-বান্না, চাষা বাদ -- কি নেই?

4-May-2018 6:03 pm

4-May-2018 9:33 pm


Deeep. যাই হোক আজকে জানলাম "...দাউরা কমপ্লিট করতে পারেন নি।"

রেফারেন্স হিসাবে এটা সেইভ করে রাখলাম। পক্ষে-বিপক্ষের লোকেরা এর জন্য আমার পেছনে পড়লে ফেসবুকিয় ভাষায় আমি "...কাইন্দা দিমু"।

পোষ্টার এই পোষ্টটা পরবর্তিতে রিমুভ করে দিলে, বা আমাকে ব্লক করলে পোষ্টটা আমার ফিড থেকে আপনা আপনি চলে যাবে।

by the way, আমার পোষ্টে কেউ নিরপেক্ষতা খুজবেন না প্লিজ। আমি নিরপেক্ষ না, বা নিরেপক্ষতার ভং ধরি না। আগে একটা বিতর্কিত পোষ্ট শেয়ার করায় আমার নিরপক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিলো তাই এখন আগেই বলে দিচ্ছি। :-)

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

4-May-2018 9:33 pm

6-May-2018 7:24 am


অধিকাংশ ক্ষেত্রে ইসলামি ব্যপারে মূলধারার বিপরিত কারো বিশ্বাস বা আমলে আমার আপত্তি নেই। যতক্ষন পর্যন্ত না সে তার বৈপিরত্যকে এতটাই সঠিক মনে করা আরম্ভ করে যে বাকি সবাইকে "কাফের" "বাতেল" "ভ্রান্ত" "গোমরাহ" বলা আরম্ভ করে।

তখন ব্যপারটা দ্বন্ধ, ফিতনার দিকে চলে যায়।

উল্লেখ্য এই ধরনের বৈপরিত্য-বিভাজন আসার পরে দল বা গোষ্ঠি তৈরি হয়। "মূলধারারটা ঠিক আছে কিন্তু আমরা এই রকম করি" -- এই কথায় কিন্তু কোনো দল তৈরি হবে না। তবে যদি বলে "মূলধারা ভুল, আমাদেরটাই ঠিক" -- দল তৈরি হয়ে যাবে, এবং তাদের একটা নামও দেয়া হবে যেন তাদের রেফার করার সময় সহজে মানুষ বুঝাতে পারে কোন বিশ্বাস পন্থিদের কথা বলা হচ্ছে।

এই নাম দেয়াটায় অনেকের আপত্তি আছে। তারা এটাকে বলে "ট্যগ দেয়া" এবং খারাপ কিছু। সবাই পছন্দ করে নিজেদের "শুধু মুসলিম" হিসাবে পরিচয় দিতে।

কিন্তু সে যুক্তিতে ঐ লোকদেরও উচিৎ না শিয়াদের "শিয়া" ডাকা, বরং শিয়াদের কথা উল্লেখ করার সময় তাদের বিশ্বাসগুলো উল্লেখ করে তাদের রেফার করা উচিৎ। নিজেদের যুক্তিই যদি নিজেরা অনুসরন করে। যেমন বলবে, "...যে সকল লোকেরা বারো ইমামের অনুসরন করেন যাদের একজন ইমাম জাফর সাদিক এবং যাদের বড় অংশের অবস্থান ইরানে..."। প্রতিবার শিয়া বলার বদলে এই লম্বা কথাগুলো বলতে হবে। আলোচনা কষ্টকর হবে কিন্তু এটা তাদের দাবি -- তারা নিজেদের জন্য এটা পছন্দ করেন না যেহেতু, অন্যেরাও একই দাবি করতে পারে।

ব্যক্তিগত ভাবে আমি দল-নামে আপত্তি দেখি না। এতে আলোচনার সুবিধা হয় এবং কাকে রেফার করা হচ্ছে বুঝানো যায়।

একটা এক্সট্রিম উদাহরন :

"আপনি ছেলে নাকি মেয়ে?"

"ছেলে-মেয়ে এগুলো আবার কি ট্যগ? মানুষ বলতে পারেন না? আমরা মানুষ! মানুষকে দলে দলে ভাগ করা এটা কই পাইছেন?"

"ও আচ্ছা!" :-)

6-May-2018 7:24 am

7-May-2018 6:01 am



যে দলের বিপক্ষে আমি থাকি, সে দলের পক্ষের যুক্তিগুলো পোষ্ট করি। কারন এখানে আমার শেখার আছে। ব্যলেন্সের সুযোগ আছে।

পক্ষের পোষ্ট দেখে কেউ ভুল বুঝতে পারে আমি হয়তো কোনো আইডোলজি প্রমোট করছি ফেসবুকের আরো লাখো আইডি যেমন করে। তাই বিরোধিপক্ষ এসে তর্ক জুড়ে দেয়। এদেরকে আমি ব্লক করে দেই।


যুক্তির যে পক্ষকে ঠিক জানি তার বিপরিত কোনো পয়েন্ট অফ ভিউ পেলে সেটা শেয়ার করি। কারন "এভাবে তো ভেবে দেকি নি" সারপ্রাইজ এখানে আছে।

এখানেও অন্যদের ভুল বুঝার সুযোগ আছে।


যেটা সাধারনতঃ করি না তা হলো যেটাকে ঠিক জানি সেটাকেই প্রমোট করে তার পক্ষে যুক্তি দেখানো আর বিপক্ষের "মুখোশ উন্মোচন" করা। যদিও ফেসবুকের norm এটাই।

অধিকাংশ সময়ে।

7-May-2018 6:01 am

7-May-2018 7:39 am


জাকাতের ব্যপারে আবারো :


কোনো ফান্ডে যদি জাকাত দেই এবং ৬ মাস পরে যদি মাদ্রাসার ফান্ড থেকে টাকা চুরি হয়ে যায়, এবং ঐ সময়ের মাঝে যদি কর্তৃপক্ষ আমার টাকা গরিবদের জন্য খরচ না করে থাকে, তবে জাকাত আদায় হয়েছে নাকি হয় নি এই প্রশ্ন রয়ে যায়।

আমার দরজার কাছে কোনো গরিবকে যদি জাকাত দেই। এবং সে বাসায় যাবার আগেই যদি তার টাকা তার থেকে ছিনতাই হয়ে যায়, তবুও আমার জাকাত আদায় হয়ে গিয়েছে।

তাই জাকাতের টাকা গরিবদের সরাসরি দেন। কোনো প্রতিষ্ঠানকে না, কর্তৃপক্ষকে না, ফান্ডে না।


"ফান্ড জিনিসটা আরো সুন্দরভাবে মেনেজ করতে পারবে" -- বিশ্বাসটা ভুল। এটা ঐ বিশ্বাস থেকে আসে যে বড় প্রতিষ্ঠান বেশি কাজ একসাথে মেনেজ করে বলে তারা more efficient. বাস্তবতা উল্টো। সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো রাষ্ট্র এবং এটা সবচেয়ে বেশি inefficient.

আপনার নিজের দেয়ায় ভুল ভ্রান্তি থাকবে কিন্তু এর পরও ফান্ডের দেয়া হবে এর থেকেও অগোছালো উল্টোপাল্টা। আপনার চোখের বাইরে হচ্ছে দেখে আপনি স্বস্তি পাচ্ছেন।


"তাকে এত টাকা জাকাত দাও যেন ব্যবসা করে খাইতে পারে"
"আমরা সরাসরি গরিবকে টাকা দেই না। দিলে তারা খেয়ে নষ্ট করে ফেলবে। বরং একটা ব্যবসা চালু করে তাদের ধরিয়ে দেই"
"জাকাতের টাকা দিয়ে এলাকায় একটা নলকুপ করে দিয়েছি। এখন উপকার সবাই পাবে। একজনকে দিলে সে খেয়ে ফেলতো"

^ উপরের সবগুলো এপ্রোচ ভুল।

প্রথমতঃ জাকাতের টাকা দিয়ে সমাজসেবা করা যায় না। এটা ব্যক্তি মালিকানায় দিতে হয় কোনো শর্ত ছাড়া। তাই "জনগনের জন্য" নলকুপ করলে হবে না।

দ্বিতীয়তঃ ব্যবসা করা, বা "কিছু করে খেতে পারা" কে যত সহজ মনে করছেন তত সহজ না। গরিবকে ২ লক্ষ টাকা মাসে মাসে ভাগ করে ১০ হাজার টাকা করে দিন সে ২ বছর ধরে খেতে পারবে। তাকে ২ লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দিন, সে ২ মাস খেতে পারবে। এর পর টাকাটা ব্যবসার নামে লস দিয়ে বসবে।

যে ব্যবসা করতে জানে, সে বেশি দিন গরিব থাকে না।
এবং এই যুগে ব্যবসার জন্য পুজি লাগে না।

    Comments:
  • ^ এগুলো আসলে সলভড কোশচেন। অলরেডি ফতোয়া দেয়া আছে এগুলোর উপর যেটা যুগ যুগ ধরে চলছে।"জানি না" লিখেছি মানুষকে কনসার্নড করার জন্য। সবাই যেনো জেনে নেয়।
  • ^ প্রশ্নটা হওয়া উচিৎ "মুনাফা" কিভাবে আসবে? পুজি না।

7-May-2018 7:39 am

8-May-2018 6:12 am


এই এক সপ্তাহে বজ্রপাতে দেশে ৮০ জন নিহত।

আগের বছরও দুই দিনে নিহত হয়েছিলো ৮০ জন।
https://www.facebook.com/habib.dhaka/posts/10153897478013176

বজ্রপাতে মৃত্যু সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকবে।
https://www.facebook.com/habib.dhaka/posts/10153915058428176

8-May-2018 6:12 am

8-May-2018 5:58 pm


৮ রাকাত তারাবি --> যার উত্থান আর পতনের মাঝে সময় ছিলো ২০ বছর।

তাই এর পর প্রশ্ন জাগে : এ রকম আর কি কি আছে যেগুলো "প্রচলিত রিতি সহি হাদিসের বিপরতি" এটা দলিল প্রমান দিয়ে অকাট্য ভাবে প্রমান করার ২০ বছর পরে আবার সেই "প্রচলিতটাই ঠিক ছিলো" তে ফিরে আসতে পারে?

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

8-May-2018 5:58 pm

8-May-2018 6:11 pm


ইনশাল্লাহ, আগামি বুধবার রাতে [১৬ই মে] রমজানের চাদ দেখার জন্য প্রথম চেষ্টা হবে। এবং সেই রাতেই দেখা যাবে। তাই বুধবার রাতে তারাবি পড়ে সেহরি খেয়ে বৃহস্পতিবার দিন [১৭ই মে] থেকে প্রথম রোজা।

8-May-2018 6:11 pm

8-May-2018 6:21 pm


চীনের আলি বাবা কিনে নিয়েছে "দারাজ" কম্পানিকে। আমার খুশি হওয়ার কথা। কিন্তু উন্নয়নের পথে সরকার এরপর কিভাবে কি করে বাধা দিয়ে রাখবে সেটা দেখার অপেক্ষায়।
    Comments:
  • //এটা কেমন কথা হলো যে, চাঁদ দেখার প্রথম চেষ্টা হবে এবং ঐ দিনই দেখা যাবে?//

    ^ অনেকে এই ধরনের কথা পছন্দ করেন না। এই ধরনের কথা বলা গুনাহ মনে করেন। তাদেকে এই পোষ্ট স্কিপ করে যেতে অনুরোধ করছি। এই পোষ্টটা শুধু তাদের জন্য যারা আমার এই ধরনের পোষ্টের অপেক্ষায় থাকেন।

  • http://www.prothomalo.com/technology/article/1484756/%E0%A6%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87
  • ^ দারাজের সার্ভিস কোয়ালিটি খারাপ ছিলো না। কিন্তু প্রথমতঃ আলিবাবার মত সব প্রডাক্ট পাওয়া যেতো না। দ্বিতীয়তঃ দাম ছিলো আলি বাবার দ্বিগুন।
  • করার উপায় নেই। কারন হিউজ সেল আর তারা মেনুফেকচারার না। শুধু অর্ডারটা ফরওয়ার্ড করে দেয় ডিলারদের। যে যে প্রডাক্টের ডিলাররা নিজের খরচে শিপ করে এবং সব কাজ করে।
  • রাইট। পুরানো দালাল। অনলাইনের যে কোনো দালাল থেকে তারা পুরানো।
  • ^ যে সমস্ত জিনিস আলিবাবা থেকে অর্ডার দিয়ে আনতে হতো সেগুলো এখান থেকে কিনা যাবে তাই।
  • বড় মেশিনে খরচ একই থাকবে। কিন্তু আলি বাবা থেকে কেউ বড় মেশিন কিনে না -- আমার ধারনা।

8-May-2018 6:21 pm

8-May-2018 7:55 pm



মনে করেন আমি রিসার্চ করতে ভালোবাসি। মাঝে মাঝে বাইবেল, বেদ পড়ে দেখি এতে কি আছে। রেগুলারলি পড়ি। সেগুলোর ভুল পেয়ে সেটা মার্ক করার চেষ্টা করি। বইগুলো কে লিখেছিল, কবে, কি কারনে সেটা বুঝার চেষ্টা করি। এনালাইসিস করি। জানার জন্য।

তাই বলা যায় : "আমি নিয়মিত বেদ-বাইবেল পড়ি।"


Off topic : "স্যার নিয়মিত কোরআন পড়েন।"

    Comments:
  • ^ Just noticed. Fixing.
  • ali baba owns ali-express.

8-May-2018 7:55 pm

8-May-2018 9:56 pm


Truth be told,


আকিদা জানার ব্যপারে আমার ব্যক্তিগত আগ্রহ নেই। ভালো মতো আকিদা না শিখলে আমি আখিরাতে ধরা খাবো এই আশংকা করি না।

কিন্তু আকিদার ব্যপারে কে কি কারনে কুফরি ফতোয়া দিয়ে রেখেছে সেটাকে অনেক গুরুত্ব দেই। আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। কারন কুফরি ফতোয়া খেলে সেটা দুনিয়ায় পেরশানির কারন।


আমি,
দাজ্জালের ফিতনায় পড়ে যাবার আশংকা করি।
ঈমান হারিয়ে মৃত্যুর আশংকা করি।
আখিরাতে আল্লাহর শত্রু হিসাবে দাড়ানোর আশংকা করি।
চিরকাল আগুনে পুড়ার আশংকা করি।


এই আশংকাগুলো আকিদার জন্য না।
আমলের জন্য।

8-May-2018 9:56 pm

9-May-2018 7:59 pm



Technically speaking, মুশফিক স্যারের সময়ের দ্বন্ধে এক পক্ষ ছিলো ব্যক্তিগত ভাবে মুশফিক স্যারের ভক্ত। তাই স্যার ছাড়া দ্বন্ধটা চলার মত ছিলো না। "ব্যক্তির মৃত্যু হয় কিন্তু তার আইডলোজির মৃত্যু হয় না" এই রকম high thought এর কথা আনলে ভিন্ন বিষয়। তাই generally speaking, এক দিকে ছিলো "মুশফিক স্যারকে আমরা ছাড়তে রাজি না" অন্য দিকে ছিলো "স্যার বাকি সবার সাথে চলতে রাজি না।"


Technically speaking, আমি এই মুহুর্তে দেখছি এক পক্ষ ব্যক্তিগত ভাবে সাদ সাহেবের ভক্ত। <উপরের মুশফিক স্যারের ব্যপারে কথাগুলো হুবহু রিপিট হবে। তবে স্যারের জায়গায় সাদ সাহেব বসিয়ে>


ফিতনা আল্লাহ তায়ালা দেন। যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন, যতদিন প্রয়োজন। আবর্জনা পরিষ্কার করার জন্য।

কি বা কোন পক্ষ আবর্জনা, সেটা নিয়ে দ্বিমত আছে যদিও।
তাই এব্যপারে যে, যা, যে কারনে বিশ্বাস করে।

9-May-2018 7:59 pm

9-May-2018 9:57 pm


ইরান ডিল থেকে বেরিয়ে আসছে আমেরিকা। গত কয়েকদিন ধরে নেটে সবচেয়ে বড় খবর।

এর পর কি হবে সেটা দেখার বিষয়।

পুরোটাই ইজরাইলের ইচ্ছা। ইজরাইল মধ্যপ্রাচ্যের মাঝে ইরানকে সবচেয়ে বড় শত্রু মনে করে। ইজরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া আর কোনো দেশের আছে বলে ইজরাইল মনে করে না। ট্রাম্প ইজরাইলের কথা মত চলে। আর আমাদের বিন সালমান ট্রাম্পের কথা মত চলে। সেই ভাবে বিন সালমানের উপায় নেই, ইজরাইলের পক্ষে না এসে।

এর পর ইরানের কি চাল হবে?

এক্সট্রিম : মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকা/ইজরাইল যুদ্ধ লাগতে পারে। এখনই আনলাইকলি। কারন সন্য মুভমেন্ট করতে হবে।

মোষ্ট পসিবল : দু-পক্ষই এর পর চাল দিতে থাকবে।

ঘুরে ফিরে সেই দেখার অপেক্ষায়। aka, keep watching.

9-May-2018 9:57 pm

9-May-2018 10:05 pm


The most talked about video in recent days. Google's AI talking with a real person over phone and making appointment bookings on behalf of his master.

Just like how personal assistants used to do these, in the pre-computer days.

https://www.youtube.com/watch?v=lXUQ-DdSDoE

https://www.youtube.com/watch?v=lXUQ-DdSDoE

9-May-2018 10:05 pm

10-May-2018 5:51 am



কাঠ দিয়ে ঘর বানানো যায়। কিন্তু খরচ পড়বে ইট সিমেন্টের দ্বিগুন।

ইট সিমেন্ট দিয়ে বাড়ি বানালে খরচ কম কিন্তু এটা সুন্নাহর বিপরিত। রাসুলুল্লাহ ﷺ অপছন্দ করতেন।


সুন্নাহ হলো মাটির বর্তনিতে খাওয়া। এটা প্রচলিত ধারনা, কোরআন হাদিস দ্বারা প্রমানিত কিনা জানি না। এজন্য অনেকে চিনামাটির বর্তনিতে খান। কারন এটাকে মাটি বলা যায়। যদিও মেলামাইনের প্লেটের দাম এর থেকে অনেক কম।


রাসুলুল্লাহ ﷺ দুনিয়াতে সাধারন ভাবে চলতে পছন্দ করতেন।

একটা হলো law অন্যটা spirit of the law.

কোনটা অনুসরন করবো? জানা নেই।

    Comments:
  • কারো কাজের সমালোচনা করা এই পোষ্টের উদ্যেশ্য না। sprit of the question ছিলো "অন্যরা এরকম করে। আমি কি করবো?" এই প্রশ্নের উত্তর খোজা।

    Rhetorical question.

10-May-2018 5:51 am

10-May-2018 6:42 am


Mahathir president at 92.

Wondering if things will go towards, "You either die a hero, or live long enough to see yourself become the villain."

10-May-2018 6:42 am

10-May-2018 7:09 am



যে কোনো দাওয়াতে আমি হয়তো গিফট পাঠাই নয়তো নিজে গিয়ে খেয়ে আসি। দুটো একসাথে করি না। গিফট দিলে খাই না।


কেউ বিয়ের দাওয়াত দিলে ছোটকালে মনে করতাম "ফ্রি ভালো ভালো খাওয়া"। এখন জানি গিফট বাবদ দাওয়াতে খাওয়ার খরচ, ঢাকা শহরের যে কোনো দামি রেষ্টুরেন্টে খাওয়ার থেকেও বেশি।


কেউ হাসি মুখে দাওয়াত দিলে আমি মনে মনে চিন্তা করি "গেলো আমার আরো ৮-১০ হাজার টাকা"। তাই কোনো মাসে কেউ যদি কোনো দাওয়াত না দেয়, তবে খুশি হই।

Honest confession.

10-May-2018 7:09 am

10-May-2018 7:35 am


খবর :
এ দেশে আগে কখনো বজ্রপাতের জন্য এত আতঙ্ক দেখা দেয়নি। এখন আকাশ কালো হয়ে উঠতে শুরু করলেই মাঠ-ঘাট-ক্ষেত থেকে ঊর্ধ্বশ্বাসে আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করে মানুষ। গত ১০ দিনে সারা দেশে মারা গেছে ১০৬ জনের বেশি। গতকাল বুধবার এক দিনেই মারা গেছে ২৭ জন। অবস্থা এমন হয়েছে, হাওরে এখন অবশিষ্ট ফসল কাটার জন্য শ্রমিক মিলছে না। বেশি অর্থের বিনিময়েও বৃষ্টির মধ্যে কাজ করতে রাজি হচ্ছে না তারা।

10-May-2018 7:35 am

10-May-2018 1:19 pm


Another automated mass order processing system. This one seems more efficient than the Amazon one to me.
This post had an attachment, which is now missing

10-May-2018 1:19 pm

10-May-2018 8:25 pm


"পটকা" অর্থ জানি, ছোট বোমা। ছোট বেলায় ফুটাতাম।

"পতাকা" অর্থও জানা আছে। নিশান। ৮০র দিকের একটা জনপ্রীয় ফিলমের নাম ছিলো "নিশান" যেটা রিকশার পেছনে আর্ট হিসাবে বহু বছর ধরে চলেছিলো। সে সুত্রে জানি।

"পোকাটা"? -- The insect. এই নামে কোনো বাংলা ফিল্ম তৈরি হলে ঘোষনা হতো, "আসিতেছে পোকাটা - দা ইনসেক্ট"।

এই ধারায় এর পরের শব্দটার অর্থ জানা নেই, যদিও। :-)

10-May-2018 8:25 pm

11-May-2018 2:37 pm


মহাথিরের পক্ষে :


মহাথিরের বিরুদ্ধে সবচেয়ে বড় এলিগেশন ছিলো আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে তার একশন। ঐ সময়ে আমার কাছেও এই ঘটনাগুলো evil deed মনে হতো। বিরোধিদের নিকৃষ্টভাবে দমনের উপায়।

কিন্তু এইভাবে চিন্তা করতে হবে যে পলিটিক্যল টপ লেভেলে যারা আছে তারা অনেকে নিজেদের invulnerable মনে করে। এদের অনেকে অপরাধ করার সময় ভিকটিমকে বলে "তুমি আমার কিছুই করতে পারবে না। অভিযোগ করলে আমি দাবি করবো আমার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্র।"

এবং এভাবে জালেমের ভিকটিম সাজার প্রবনতার কাছে বহু সরকার নত হয়ে যায়, "এখানে আগুন, হাত দেবার দরকার কি?"


তবে একুজিশনগুলো কি রকম? আমাদের বাংগালদের ট্রাইবুনালের মত? উইকিতে পড়ে দেখলাম। পড়ে সলিড মনে হলো। ভিকটিম কোরআন ধরে শপথ করেছে। ডিএনএ ম্যচ পাওয়া গিয়েছে।

এর উপর কিছুই কংক্লুসিভলি বলা যায়া না। কিন্তু সন্দেহ করার মত অবভিয়াস কিছু নেই।


মালেশিয়ার যে প্লেনটা সমূদ্রে হারিয়ে গিয়েছিলো তার পাইলট ছিলো আনোয়ার ইব্রাহিমের ভক্ত। তার পক্ষের শ্লোগান লিখা টি শার্ট পড়ে মিছিল স্লোগান সহকারে সকালে আদালতের রায়ের দিন হাজির থাকে। এর পর রায় যখন উনার বিপরিতে যায় তখন ঐ দিন রাতে যাত্রিবাহি প্লেন নিয়ে আকাশে উড়ে। -- এতটুকু মেইন স্ট্রিম মিডিয়ায় এসেছে।

অলটারনেট মিডিয়া বলে : এর পর সে আনোয়ার ইব্রাহিমের মুক্তি চেয়ে টাওয়ারে কথা বলে। নচেৎ প্লেন ফেলে দেবো। বহু ঘন্টা নেগোশিয়েশন হয়। মালয়শিয়ার সরকার দাবি মানে না। সে প্লেন ক্রাশ করে। সরকার জানতো কোথায় ক্রাশ করেছে কিন্তু এই সব ঘটনা ফাস হবে বলে চেপে গিয়েছে।

এটা দিয়ে বুঝা যায়, "এখানে আগুন হাত দেবার দরকার কি" টাইপের চিন্তা কেউ করলে সেটা অতিরঞ্জিত না।


ওয়েল। তাহলে মহাথির? ভালো মানুষ?

খারাপ, এমন প্রমান বেশি নেই। আল্লাহ জানেন।

Keep watching.

11-May-2018 2:37 pm

11-May-2018 7:58 pm


উস্তাদ : পৃথিবীর সবচেয়ে দূরের শহর কোনটা?
ছাত্র : জেরুজালেম।
: কি করে?
: আরবরা ৬০ বছরের ধরে বলছে, হে কুদস! আমরা আসছি। এর পরও কেউ এখনো পৌছতে পারে নি।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • ^ which proves the point that the Salafi teaching is a very recent and new school of thought which still has a lot of way to go before being stabilized.

    And when it does stabilize, it will turn into new a Madhab. Which the later generation will discard and start a new from raw hadith and Quran.

    Rinse, Repeat.

11-May-2018 7:58 pm

11-May-2018 10:39 pm


most of them seems to be voting on 3 in the original post. but that might be skewed with selection bias with the kind of people that will generally hang around facebook.
This post had an attachment, which is now missing

11-May-2018 10:39 pm

11-May-2018 11:11 pm


যা বুঝলাম,

কারো সাথে মুসাহাফা করার আগে অন্য জনের মাজহাব-মানহাজ আগে আমাকে জেনে নিয়ে দুই হাত বা এক হাতে মুসাহাফা করতে হবে। নয়তো কোনটা ঠিক সেটার উপর সে আমাকে বিশাল লেকচার শুনানো আরম্ভ করতে পারে। আমাকে ১৫ মিনিট মাথা নাড়িয়ে হুম-হাম করে যেতে হবে তর্ক এড়ানোর জন্য।

দ্বিতীয়তঃ সবুজ টুপি? নাকি কালো টুপি? নাকি সাদা টুপি? নাকি পাচ কল্লি টুপি?

টুপি ছাড়া হয় না?

video:/img/photos_and_videos/videos/167147518_738837293491871_3600089801326158011_n_10155497468798176.mp4

11-May-2018 11:11 pm

12-May-2018 2:05 am



সিরামিকের কিছু ভেঙ্গে গেলে সেটা জোড়া দেয়ার জন্য গ্লু [আঠা] হলো two part epoxy solution, অন্য নাম AB epoxy glue. দুটো টিউবে আঠা থাকে, এর দুটো মিশিয়ে জোড়া লাগালে ওয়েল্ডিংয়ের মত শক্ত।


কিন্তু সমস্যা হলো এটা অনলাইনের কোনো শপেই নেই। সম্ভবতঃ দেশে চলে না। "এত সব মিশিতে হবে কেন? আমাদের সুপার গ্লু আছে না?"

কিন্তু বাইরের যে কোনো সাইটে আছে ভুড়ি ভুড়ি। "AB epoxy" দিয়ে সার্চ দিলেই হলো। এ কারনেই আলি এক্সপ্রেসে থেকে জিনিস কিনতে হয়।


"....মাটির বাসন ভাইঙ্গা গেলে আর কি জোড়া লয়?....."

লয়। কিন্তু সস্তা এই আঠার প্রচলন এই দেশে নাই। এটা প্রথম সমস্যা।

    Comments:
  • জাজাকাল্লাহ। Shall check today, inshaAllah.

12-May-2018 2:05 am

12-May-2018 8:58 am


SpaceX এর Block-5 rocket এর প্রথম উৎক্ষেপন সফল হলো আজকে। এর 1st stage rocket হলো reusable. ৮-১০ বার ব্যবহারের আগে চেক করা বা maintain করারও দরকার নেই। 1st stage এর landing ও successful. যার ভিডিও এখানে। এটা Falcon 9 এর ফাইনাল ভার্শন। Falcon 9 এর ডিজাইনে আর কোনো পরিবর্তন হবে না।

https://www.youtube.com/watch?v=WUdeWzvuY_U

এর পর এ দেশের দেশ-ধর্ম বা কোনো ব্যক্তিত্বের ব্যপারে কি বলতে গিয়ে কি বললে র‍্যাব পুলিশ এসে ধরে কিনা -- একারনে বাকি সব ব্যপারে উহ্য থাকলাম।

Stay safe.

https://www.youtube.com/watch?v=WUdeWzvuY_U

12-May-2018 8:58 am

12-May-2018 5:51 pm


Kudos!

Colleague receiving doctoral degree in CS.

12-May-2018 5:51 pm

12-May-2018 6:32 pm


= 999 999 999 999 + 2 = 1 000 000 000 001 (answer)

Show all calculation?
(x2 - 4)/(x-2)
= (x+2)(x-2)/(x-2)
= x + 2
= the rest shown above.

This post had an attachment, which is now missing

12-May-2018 6:32 pm

12-May-2018 10:33 pm


DIY [ do it yourself ] ভিডিওগুলো থেকে তিন ধরনের কাজ শিখতে পারবেন। লোহার, দালানের, আর কাঠের। কোনটা শিখবো?


নির্ভর করে কোন সময়ে কোনটার চাহিদা বেশি, তার উপর।

যুদ্ধের সময়ে : লোহার কাজ।
Nation rebuild : ইট দালান।
শান্তিতে : কাঠের কাজ।

তাই যে যেই যুগে আছেন সেই স্কিল শিখেন।


FAQ : "ভাই সাতার পারেন?"
উত্তর : মানে... :-)

    Comments:
  • ^ কাঠ মিস্ত্রির হেলপারের অলটারনেট বর্তমানে হলো সারা দিন বসে বসে ইউটুব দেখা। দেশের সবচেয়ে ভালো কাঠ মিস্ত্রির থেকেও ভালো কাজ শিখতে পারবেন।
  • ইউটিউবে যার ভিডিও দেখছেন, আপনি তার কাছে আছেন। কারন কাছে বসে থাকলেও ভিডিওর মতই দেখবেন, একটু হাই রেজুলেশনে। এই পার্থক্য।

12-May-2018 10:33 pm

13-May-2018 10:31 pm


যেমন জাতি, তেমন শাসক, তেমন মানুষ, তেমন আমল।

তাই জুলুম অত্যাচারের ভিডিও দেখে লাভ নেই। সব জুলুম অত্যাচার বন্ধ করতে হলে দেশের ৯৫% মানুষকে শায়েস্তা করতে হবে। হয়তো আল্লাহ তায়ালা তাই করছেন, এই জাতির এক দলকে অন্য দলের পেছনে লেলিয়ে দিয়ে। যেমন এক হাদিস আছে -- যদি <এই> করো তবে বহিশত্রুদের তোমাদের উপর প্রবল করে দেবো।

মাদ্রাসার আলেম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, ইমাম বাই ডিফল্ট বা বাই পোষ্ট বা বাই শিক্ষা কেউ সাধু না। দেখা।

Note to self: নিজের রাস্তা মাপো। তোমার আখিরাতের জবাব তোমাকে দিতে হবে। ফেসবুকের ফতোয়া প্রদানকারীদের ঐ সময়ে তুমি তোমার পাশে কোথাও পাবে না।

উচু গলার দৌড় দুনিয়া পর্যন্ত।

13-May-2018 10:31 pm

14-May-2018 6:39 am


আরেক ভাই ঐ একই কংক্লুশনে পৌছেছেন। জাকাতের টাকা কোনো ফাউন্ডেশন, ফান্ড, প্রতিষ্ঠানকে দিবেন না। বরং গরিবদের সরাসরি নিজে হাতে হাতে দান করুন।

ফান্ড, প্রতিষ্ঠান বা মাদ্রাসায় অন্য টাকা দিন, জাকাত ছাড়া।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

14-May-2018 6:39 am

14-May-2018 7:11 am


শায়েখ বলছেন, "...আকিদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো সালাহ..."

Time changes. ঈমান শব্দটাকে এখন রিপ্লেইস করছে আকিদা।

ইসলামের পাচ স্তম্ভ কি? ছোটবেলায় শিখেছিলাম "কালিমা, নামাজ..."
এর পর শিখেছি, "শাহাদাহ, নামাজ..."
এখন "আকিদা, নামাজ..."

Literally না। But as in practical use cases.

#HabibTrend

    Comments:
  • ^ যায়। দক্ষ ফিনিশিং দিতে পারলে হয়তো যেতে না। But, who cares?
  • ^ প্রত্যেকের আত্মিয় পরিচিতদের মাঝে অনেককে আছে যারা জাকাত নেবার মত না, কিন্তু চাকরি নেই, ঋন করে চলছে অনেক বছর ধরে, বাসা ভাড়া দিতে পারছে না -- এধরনের। তাদেরকে দেন। গরিব শ্রেনিতে লোক খুজার দরকার নেই। আর ফকির আমরা যাদের বলি, তাদের অনেকের নিজেরই জাকাত দেবার মত টাকা আছে।

    ঋনি যে কাউকে দেয়া যাবে। ব্যংকে টাকা রেখে সুদে সংসার চালায় তাদের দেয়া যাবে না।

14-May-2018 7:11 am

14-May-2018 12:43 pm


"ভাঙ্গা বাসনে খাইতে নাই। আপনি গ্লু দিয়া কিয়ের বাসন জোড়া লাইতেছেন?"

উত্তর :
প্রথমতঃ শহরের যে কোনো পরিবারের মহিলারা চিনামাটি আর দামি বাসন পত্র "ডিনার সেট" "কাটলারি সেট" এই ধরনের নাম দিয়ে, সব সময় শোকেইসে সাজিয়ে রাখে। নিজেরা খায় মেলামাইনের সস্তা বাসনে। দামি বাসনে খেলে ওগুলো নষ্ট হয়ে যাবে যে!

দ্বিতীয়তঃ শোকেইসের দামি বাসন ভেঙ্গে গেলে তাদের অন্তরে এমন লাগে যেটা কিনা প্রতিদিনের নিত্য ব্যবহার্য বাসন ভাঙ্গলেও লাগতো না। রিপেয়ার করলে ঐটাই করবে। ব্যবহারের মেলামইনের বাসন প্রথমতঃ ভাঙ্গে না, দ্বিতীয়তঃ ভাঙ্গলে ফেলে দিয়ে নতুন বাসন কিনে নেয়।

তাই এই যুগে আসল প্রশ্ন "ভাঙ্গা বাসনে খেলে দারিদ্রতা বাড়ে" কিনা সেটা না।
বরং আসল প্রশ্ন : ভাঙ্গা বাসন শোকেইসে সাজিয়ে রাখলে দারিদ্রতা বাড়ে কিনা।

কারো জানা থাকলে জানাবেন।

    Comments:
  • FAQ : এই সমস্ত কু-সংস্কার বিশ্বাস করলে ....।
    উত্তর : অকে।

14-May-2018 12:43 pm

14-May-2018 2:55 pm


মেদ ভুড়ি কি করি?

আমেরিকার সেনাবাহিনীতে ফিটনেস টেষ্ট বলে একটা জিনিস আছে।

টেষ্টে দেখে :

[ সবগুলো টেষ্ট পর পর করতে হবে তা না ]

পুশ আপ : আমরা যাকে বলি বুক ডন। দুই হাত ফ্লোরে চাপ দিয়ে পুরো শরির উপরে তোলা। দুই মিনিটে ৮০ বার করতে হবে।

সিট আপ : উঠা বসা। দুই মিনিটে ৮০ বার।

পুল আপ : একটা রিং-কার্নিশ বা বার ধরে কাধ রিং বরা বর টেনে তুলতে হবে। ১২ বার।

দুই মাইল দৌড় : ১৩ মিনিটের কমে।

বাংলাদেশ সেনাবাহিনীতে টেষ্টে দৌড়াতে হয় ৩ কিলো। ১২ মিনিট সময়। আমেরিকার সমানই প্রায়।

এগুলোর কোনো একটা করে দেখেন। মেদ ভুড়ির সমস্যা সমাধান করার পরে। দেখেন কতটুকু ফিট।

Stay fit.

14-May-2018 2:55 pm

14-May-2018 9:27 pm


আজকে,
দেশে ইফতার নিতে গিয়ে ৯ জনের মৃত্যু।
ফিলিস্তিনে ইজরাইলের গুলিতে ৪২ জনের মৃত্যু।

আমি দৌড়ের উপর আছি। তোমরা যারা নিন্দা জানাতে চাও তারা জানাতে পারো। আমার নিন্দা জানানোর কিছু নেই।

14-May-2018 9:27 pm

15-May-2018 6:02 am


ফিলিস্তিনে ইজরাইলের গুলিতে এক দিনে ৬০ জন মুসলিম নিহত।


এথনিক ক্লিনজিং বলে একটা জিনিস আছে। এটা ফিলিস্তিনিদের উপর হবে না, হবে ইহুদিদের উপর। গাছ পাথর পর্যন্ত মানুষের সাথে কথা বলে বলবে আমার পেছনের ইহুদিকে হত্যা করো।

হিউমেনিটি কোথায়? জিনিসটা খারাপ লাগবে না?


একটা rage জমতে সময় লাগে। But that is a hardship one has to go through. আগুনে না পুড়লে জিনিস কাদা রয়ে যায়। মানুষ হোক বা মাটি।


আজকে বরং বিন সালমানের জন্য খারাপ লাগছে। তার অন্তর ইজরাইলের সাথে লেগে আছে। এটা পরিবর্তিত হবে বলে মনে হয় না। বেচারার এখন দোটানায়, কষ্টে, out of loop, out of community, out of unity টাইপের একটা feeling এ পড়ার কথা।

নেটে কিছু মাস ধরে আরবি পেইজগুলোতে সুরা বনি ইজরাইলের আয়াত কোট করে প্রোপাগান্ডা দেখছি "জেরুজালেম ইজরাইলের, কোরআনেই বলা আছে একথা। ফিলিস্তিনের নাম পর্যন্ত কোরআনে নেই।"

সৌদি প্রোপাগান্ডা? বেনামিতে? কিছু দিনের মাঝেই ইনশাল্লাহ জানা যাবে।


Never condemn.

15-May-2018 6:02 am

15-May-2018 11:51 am


মুসান্নাফ ইবনে আবি শায়বা থেকে তারাবির রাকাত। এই কিতাবে সাহাবি এবং তাবেয়িদের আমল বর্নিত আছে। যেটা অন্য হাদিসের কিতাবগুলোতে বেশি নেই।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

15-May-2018 11:51 am

15-May-2018 1:33 pm


habibur.com এর ট্রাফিক আগে কমপেয়ার করতাম hadithbd এর সাথে। এখন করি ourislam24.com এর সাথে।

এতদিন similarweb এর হিসাব মতে habibur.com এর হিট বেশি ছিলো। যেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হতো না। আজকে alexa র রেটিং দেখলাম।

Alexa rank,
ourislam এর 200K.
habibur.com এর 150k.

Rank যত কম হয় hit তত বেশি। মানে alexa এর মতে habibur.com এর ভিজিটর ourislam নিউজ সাইট থেকে বেশি।

এটা পজিটিভ। নেগেটিভ সাইড হলো শুধু বাংলাদেশি ভিজিটর হিসাব করলে ourislam এর ভিজিটর বেশি। habibur.com এ দেশের বাইরের ভিজিটরদের সংখ্যা বেশি যেহেতু।

    Comments:
  • যে তথ্যগুলো দেয়া আছে যেগুলোর জন্য মানুষ আসে, সেগুলো বাংলাদেশ স্পেসিফিক না, তাই। প্লাস ইংরেজিতে দেয়া আছে।

15-May-2018 1:33 pm

15-May-2018 1:47 pm


Can identify with it. I now mostly spend my free time on youtube watching HowTo and DIYs.

http://nymag.com/selectall/2018/05/i-dont-know-how-to-waste-time-on-the-internet-anymore.html

http://nymag.com/selectall/2018/05/i-dont-know-how-to-waste-time-on-the-internet-anymore.html

15-May-2018 1:47 pm

15-May-2018 7:54 pm


যুক্তি - পাল্টা যুক্তি :

এক জনের কথা :
"হানাফি আলেমরা বলে মহিলারা রাস্তায় যেতে পারবে, মার্কেটে যেতে পারবে সব জায়গায় যেতে পারবে, কিন্তু মসজিদে যেতে পারবে না।"

অন্য জনের কথা :
"আর সালাফি আলেমরা বলে মহিলারা একা বাসা থেকে বেরুতে পারবে না, রাস্তায় যেতে পারবে না, মার্কেটে যেতে পারবে না কোথাও যেতে পারবে না। কিন্তু একা একা মসজিদে যেতে পারবে।"

FAQ:
"কোনটা ঠিক?"
এটা নির্দিষ্ট করার দায়িত্ব আমার না।

"আমি কোনটা করবো?"
আপনি যে মাজহাব-মানহাজ অনুসরন করেন।

"আপনি কোনটা করেন?"
আমি এবং আমার পরিবার সবাই হানাফি।

15-May-2018 7:54 pm

15-May-2018 9:03 pm


স্মৃতি। সামনে রাস্তা দীর্ঘ। কিন্তু আল্লাহ অতীতের কিছু ভুলেন না।

আমাদের আগে বহু জেনারেশন চলে গিয়েছে। সামনে আরো বহু জেনারেশন আসবে।

আল্লাহ আদি। আগের সব যুগে উনিই ছিলেন। সব কিছু দেখেছেন।

অনন্ত ভবিষ্যতে বহু কিছু আসবে বহু কিছু চলে যাবে।

শুধু উনি থাকবেন। সেই আগের মতো।



15-May-2018 9:03 pm

15-May-2018 9:35 pm


রাত ১০ টার দিকে জানা যাবে সৌদি এবং আমিরাতে আজকে চাদ দেখা গিয়েছেন কিনা। আমাদের রাত ১০টায় সৌদিতে সন্ধ্যা যেহেতু।

    Comments:
  • https://www.facebook.com/photo.php?fbid=10155491166093176&set=a.10150673595483176.388190.552028175&type=3&theater
  • জাপানে আমাদের একদিন আগে শাবান আরম্ভ হয়েছিলো কিনা। তারা খালি চোখে দেখে নাকি টেলিস্কোপ সেটেলাইট দিয়ে দেখে -- এই ধরনের অনেক প্রশ্ন রয়ে যায় যদিও।

15-May-2018 9:35 pm

15-May-2018 10:43 pm


এ-এ। বিপদ।

খবর : "Saudi Supreme Court confirmed a negative moon sighting which means Ramadan to commence on Thursday 17th May inshallah"

সমস্যা হলো বাংলাদেশে বুধবার রাতে দেখা যাবে ইনশাল্লাহ। কিন্তু আগের দিন সৌদিতে দেখা না দিলে এই দেশের চাদ দেখা ফাউন্ডেশন হেজিটেড করতে থাকে এবং অধিকাংশ সময় ডিকলেয়ার করে দেয় "দেখা যায় নি।"

এর পর খবর আসে "বরিশাল বা রাজশাহির ঐ মাদ্রাসা থেকে দেখা গিয়েছে।" আগের ইতিহাস থেকে বললাম।

এই বার কি হয় দেখার বিষয়।

Hold on to everything. এই রমজানের আরম্ভতে ইন্টারেস্টিং টুইস্ট আছে ইনশাল্লাহ।

হয় সৌদি-বাংলা এক দিনে রমজান আরম্ভ হবে। ২০% পসিবিলিটি।
নয়তো, চাদ দেখা নিয়ে এই দেশে ক্যচাল হবে। ৮০% পসিবিলিটি।

    Comments:
  • সৌদিদের সাথে এই ম্যপ মিল খায় না। সৌদি অনেকটাই রেন্ডম। বিভিন্ন কারনে।

15-May-2018 10:43 pm

16-May-2018 5:33 am


News : "North Korea has abruptly canceled high-levels talk with South Korea, citing military drills on the Korean Peninsula. It also called into question whether the summit with U.S. President Donald Trump could still take place."

In case anyone was holding their breath. I am marking my calendar after 3 years, for a possible Korean war to break out. Possibly nuclear.

ফিতনার সময় যেহেতু, তাই শান্তির সব চিহ্নকে ধরি মরিচিকা। কিছু পরে চলে যাবে। সর্বশেষ তবলিগের ফিতনায় "এই ঐক্য, এই শান্তি" মনে হচ্ছিলো। এর পর এখন here we stand.

16-May-2018 5:33 am

16-May-2018 12:54 pm


Night owls are likely to die early which I explain as : they are not hard labour worker. Work the hardest labour in day time and you will fall asleep as soon as you hit bed. What "night owl"?

মেদ ভুড়ি ওয়ালারা take notice.

This post had an attachment, which is now missing
    Comments:
  • আমি চাদ দেখা কমিটির ঘোষনা অনুযায়ি দেশের সবার সাথে রাখবো ইনশাল্লাহ। যেদিন তারা ঘোষনা দেবে সেদিন।
  • Lets see. দিগন্ত থেকে ৮ ডিগ্রি উপরে মানে একেবারে কম না। এর উপর সূর্য যখন দিগন্তের ৩ ডিগ্রী নিচে।

16-May-2018 12:54 pm

16-May-2018 2:04 pm


বিভিন্ন ক্রাইটেরিয়ায় আজকে ঢাকা থেকে চাদ দেখার সম্ভাবনা। সবগুলোর এখানে গ্রাফ করা হয়েছে। আজকে সূর্যাস্তের সময়ে ঢাকার জন্য গ্রাফের হিসাবে deltaAlt = 12.8 degree. deltaAz = 7.3.

সে হিসাবে সব ক্রাইটেরিয়াতেই চাদ দেখতে পাবার কথা। Lets see what happens. যেটাই হোক ইন্টারেস্টিং হবে।

এই গ্রাফে দেখানো হয়েছে deltaAlt & deltaAz দিয়ে যে হিসাবেগুলো আছে সেটা। দ্বিতীয় হিসাবে ARCV নেয়া হয়। যেটা পরে করবো ইনশাল্লাহ।

Sun Set: 2018-05-16 18:33:52 +06:00
Moon Alt: 11.967634269871
Moon Az: 284.16566893438
Sun Alt: -0.8329999967034
Sun Az: 291.41604186238
Delta Alt: 12.800634266574
Delta Az: 7.2503729279986

    Comments:
  • যারা কিছু কোঅর্ডিনেট জানেন তাদের জন্য। Azimuth হলো উত্তর দিক থেকে clockwise. পৃথিবির বুকে কোনো পয়েন্টে দাড়িয়ে। আর Altitude হলো দিগন্ত থেকে কত ডিগ্রি উপর। Delta হলো Azimuth আর Altitude এ সূর্যে আর চাদের পার্থক্য।
  • দক্ষিনে সম্ভাবনা আরো বাড়বে [বরিশাল পটুয়াখালি]। পশ্চিমেও বাড়বে কিন্তু দক্ষিনের থেকে কম রেটে [রাজশাহি]।
  • Corrected. জাজাকাল্লাহ।
  • গ্লোবালিষ্টদের আজকে রোজা থাকার কথা। তারা যদি না রাখে তবে তারা নিজেদের যুক্তি নিজেরা অনুসরন করে না। কারন আমেরিকার কিছু জায়গায় গতকাল রাতে চাদ দেখা গিয়েছে। Ashraful Alam
  • পুরো উম্মাহর ঐক্যর জন্য তারা রাখতেও পারে নাও রাখতে পারে। আর আমরা বাংলাদেশি উম্মাহর ঐক্যের সাথে রাখলে দোষ?

16-May-2018 2:04 pm

16-May-2018 2:50 pm


"চাদ দেখার ব্যপারে আপনি গ্লোবালিষ্ট নাকি লোকালিষ্ট নাকি অন্য কিছু?"

উত্তর : আমি সোশিয়ালিষ্ট। মানে যে দেশে বা সোসাইটিতে যে নিয়ম প্রচলিত এবং সবাই যে দিন রোজা রাখে আমিও সে দিন রাখি।

"সোশিয়ালিষ্ট? কমুনিষ্ট না?"

উত্তর : না।

    Comments:
  • more on it...
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154599982538176

16-May-2018 2:50 pm

16-May-2018 3:35 pm


Trend,
১। তবলিগের দুই পক্ষের মাঝে দন্ধ এখন এগ্রাসিভ মারামারিতে রূপ নিচ্ছে।
২। গন্ডোগোল এখন জেলা মারকাজগুলোতে ছড়াচ্ছে।
৩। তবলিগ আর মাদ্রাসা দুই ভাগ হয়ে যাচ্ছে।

এটা বুঝতে হবে

  • তবলিগ ওয়ালাদের মাঝে ৯৫% সাদ সাহেবের পক্ষে।
  • মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা তবলিগের কাজ চালাতে পারবে না। তবলিগওয়ালাদের মত সময়, ধর্য্য বা আন্তরিকতা তাদের নেই। কিন্তু তারা বাধা দিতে পারবে। যেহেতু আন্দোলন-প্রতিবাদের ডাক উঠলে মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে আসে।
  • হুকুম জারি করে উপরের তবলিগের শুরা-আমিরের পদগুলো মাদ্রাসার আলেমদের দিয়ে দিলে তবলিগওয়ালারা মাদ্রাসার আলেমদের কথায় উঠা বসা আরম্ভ করবে, এটা ভুল ধারনা।

    বস্তুতঃ এখন এই সমস্যার কোনো সমাধান নেই। চলতে থাকবে। দুই পক্ষই বহুদূর চলে গিয়েছে।

    নিচে ভোলার ঘটনার বর্ননা। দুই পক্ষের দিক থেকে।

    আলেম পন্থিদের বর্ননা :
    https://www.facebook.com/aminulislam.amin.9026/posts/1995648650753543

    সাদ পন্থিদের বর্ননা :
    https://www.facebook.com/permalink.php?story_fbid=1053349254815862&id=1000764530074335

      Comments:
    • ^ know it from anecdotal evidence.
    • BS1 কি?
    • ওহ! :-D
    • ^ এটা positive. Lets watch.

    16-May-2018 3:35 pm

  • 16-May-2018 7:32 pm


    রাত ৮ টার নাগাদ ইনশাল্লাহ ঘোষনা আসবে চাদ দেখার ব্যপারে।

    ঘোষনায়,
    দেখার সম্ভাবনা : ২০%
    না দেখার : ৮০%

      Comments:
    • ^ প্রতিবার এই রাত ৮ টার দিকেই হয়। ঢাকা থেকে দেখা গেলে তখন সংগে সংগে হয়।
    • দেখা যায় নি। শুক্রুবার থেকে রোজা।
    • Nops. Not in india. Probably in Pakistan. We shall know shortly inshaAllah.

    16-May-2018 7:32 pm

    16-May-2018 9:37 pm


    ROFL:

    আগামিকাল থেকে গ্লোবাল রমজান। মানে সারা দুনিয়ায় একসাথে*
    (*বাংগালরা বাদে)

    ভারতে চাদ দেখা গিয়েছে। কালকে থেকে রমজান।
    পাকিস্তানে চাদ দেখা গিয়েছে। কালকে থেকে রমজান।
    শ্রীলংকায় চাদ দেখা গিয়েছে। কালকে থেকে রমজান।
    মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় কালকে থেকে।
    সৌদি-মধ্যপ্রাচ্য-আমিরাত-মিশর সব কালকে থেকে।
    আমেরিকা ইউরোপ সারা দুনিয়া কালকে থেকে রমজান।

    সবাই এক সাথে। একেবারে আক্ষরিক গ্লোবাল-রমজান এই বার।

    শুধু আমরা বাদে।

    এখানে কি কোনো নিদর্শন আছে ফ্রান্স?

    16-May-2018 9:37 pm

    16-May-2018 11:36 pm


    বাংলাদেশ ছাড়া বিশ্বের সব দেশে রোজা কালকে থেকে।

    http://www.somoynews.tv/pages/details/113742

    http://www.somoynews.tv/pages/details/113742

      Comments:
    • ^ মন্ত্রি মহোদয় চাপে আছেন। ফোন করে অন্যান্য দফতরের সাহায্য নিচ্ছেন নিজের পক্ষে সাফাই গাইতে। That's my explanation. আগে দফতরগুলো চাদ দেখতো না। জনগন খবর দিতো চাদ দেখা কমিটির দেয়া নম্বরে ফোন করে।
    • Sayed Mohammad Amir অযোগ্যতা। আগে মাওলানা মহিউদ্দিন, খতিব ওবায়দুল হক এরা লিড দিতেন চাদ দেখা কমিটিকে। এখন ইসলামি সব প্রতিষ্ঠান/মিটিং লিড দেয়ার জন্য মুখিয়ে থাকে আওয়ামিলিগের নেতা-মন্ত্রি-এমপিরা। এবার কমিটির প্রধান ছিলেন ধর্ম মন্ত্রি। ধরে নিতে পারি চা খেয়ে খেয়ে তোশামদকারিদের সাথে খোশ গল্প করেছেন।
    • Go digital.
    • The one that looks more professional and doctorly. Because functionality wise the difference is little if any.

      A doctor is identified by his/her stethoscope.

    16-May-2018 11:36 pm

    17-May-2018 10:43 am


    "হুলুল" কথাটা এই ধরনের তর্কে বার বার পড়লেও এর মানে জানতাম না।

    নিচে হাই লেভেলের কথা বার্তা, যেগুলো আমার মত সাধারন মুসলিমদের না বুঝলেও ক্ষতি নেই।

    তবে শেয়ার করলাম কেন? কারন এখানে এন্টি-এটাক আছে। ঐ পক্ষের এটাকের এগেইন্সটে ব্যবহার করার জন্য।

    সংগে কিছু এমুনিশন রাখা ভালো। সেলফ ডিফেন্স।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    17-May-2018 10:43 am

    17-May-2018 11:25 am

    17-May-2018 11:33 am


    বৃটিশ আমলকে আমরা যত দূরে মনে করি তত দূরে না। এখন ৭০ এর উপর বয়স এ দেশে যত মানুষ আছে সবাই বৃটিশ আমল দেখে এসেছে।

    For comparison, পাকিস্তান আমল দেখে আসার জন্য এখন বয়স হতে হবে ৫০।

    Interestingly এখন ১৮ বছরের যত মানুষ আছে, তারা কেউ 9/11 দেখে নি।

      Comments:
    • ^ উস্তাদ এই পোষ্টটা সরিয়ে দিয়েছেন কোনো কারনে। ৬৪ জেলা থেকে দেখা যাবে না, যদি না সবাই ধরে থাকে "গতকাল সৌদিতে দেখা যায় নি, আজকে কি আর দেখা যাবে?" চিন্তা করে নামকাওয়াস্তে দায়িত্ব পূর্ন করে। যেটা এই বার হয়েছে। ইন্ডিয়া পাকিস্তানে দেখা যাবার পর মানুষের এখন হুশ হচ্ছে।

    17-May-2018 11:33 am

    17-May-2018 1:10 pm


    ভাইয়েরা Just to be clear,

    আমি গ্লোবালপন্থি না। লোকাল, যে এলাকার লোকজন যে দিন থেকে রোজা রাখে সেটাকেই ঠিক ধরে রাখি।

    আজকে আমি রোজা রাখি নি। যারা রেখেছে তাদের ভুল মনে করি। কেউ যদি এটা নিয়ে অন্যদের সাথে তর্ক করতে থাকে "রোজা রাখতে হবে কারন চাদ উঠেছে..." তবে সে ফিতনা ছড়াচ্ছে বলে মনে করি।

    এবং আজকে রোজা না রাখাটা "আমাদের ভুল হয়েছে" "সোয়াব থেকে বঞ্চিত হচ্ছি" "রোজা রাখা উচিৎ ছিলো" এই রকম কিছুও বিশ্বাস করি না।

    "কবে আসলে রমজান আরম্ভ" সেই প্রশ্ন আমার নেই। বাংলাদেশে কালকে থেকে আরম্ভ কারন সরকার ঘোষনা দিয়েছে তাই। এটাই আসল, বাকি সব নকল।

    আমার চিন্তা হলো এই নিয়মের আগা মাথা বুঝা যেন এই এক্সপেরিয়েন্স থেকে ভবিষ্যতের জন্য শিখতে পারি। এতটুকুই।

    Therefore don't look at me for support. আমি আপনার দলে নেই।

    জাজাকাল্লাহ।

    17-May-2018 1:10 pm

    17-May-2018 1:36 pm


    এক দেশে একাধিক কমিটি থাকা বিপদজনক। বিভাজন বাড়বে। এই বার সবাই একমত হলো। সামনের বার হয়তো হবে না। তখন কে কোনটা ফলো করবে? আর প্রতিবার সবাই যদি একমত হয় তবে একাধিক কমিটির দরকার কি?

    নিচের কমিটির দায়িত্বে কে-কারা কোন মাজহাব-মানহাজ সেটা জানি না। তবে রাজারবাগীদের আলাদা চাদ দেখা কমিটি আছে সেটা জানি। এটাই সেই কমিটি কিনা নিশ্চিৎ না।

    ব্যক্তিগত ভাবে আমি সরকারী ঘোষনা ফলো করবো ইনশাল্লাহ। যতদিন দেশের অধিকাংশ মানুষ সেটা অনুসরন করে।

    Update : verified. এটা রাজারবাগী পীর সাহেবের সংগঠন। মূলতঃ বেরলভিদের। নিচে ঠিকানায় রাজারবাগ লিখা আছে। আল-ইহসানের [রাজারবাগের মাসিক পত্রিকা] সম্পাদকদের দ্বারা পরিচালিত।

      Comments:
    • ^ সরকারের কতটুকু মানতে হবে বা মানতে হবে না, সেটা ফিকাহর বইয়ে বলে দেয়া আছে। ফেসবুকে অপরিচিত কারো কমেন্ট পড়ে সেটা অন্ধের মত অনুসরন করলে আমি দ্বিন হারাবো।

    17-May-2018 1:36 pm

    17-May-2018 2:15 pm


    ফেসবুকে যে কোনো প্রসংগে কিছু লিখলেই কেউ না কেউ প্রতিবাদ আক্রমন করবে।

    এগুলো পড়লে বা শুনলে বা অনুসরন করলে বা এর দ্বারা প্রভাবিত হলে আপনি পথভ্রষ্ট হবেন। Be yourself. যেটা ঠিক বলে বিশ্বাস করেন সেটাতে স্থির থাকেন। তর্ক করার দরকার নেই। আপনার বিশ্বাস আমার বিশ্বাসের সাথে মিলতে হবে এমন শর্ত নেই। আপনি আপনার বিশ্বাসে স্থির থাকবেন, আমি আমার বিশ্বাসে।

    এর পর কেউ খোচা মারা কথা বললে, বা আপনাকে push করতে থাকলে তার সাথে তর্ক না করে ব্লক করে দিন।

    Your life will be so much easier.

    17-May-2018 2:15 pm

    17-May-2018 7:29 pm


    habibur.com এর সালাতের-ইফতারের সময়ের উপর FAQ

    https://habibur.com/salat/

    "শেষের Calculated Time টা কি? আর অন্য সময়াটা কি?"

    Calculated হলো ফরমুলা দিয়ে একুরেটলি ক্যলকুলেশন করলে যে raw রেজাল্ট পাই সেটা। বড় করে লিখা অন্যটা হলো যে সময় আমরা ব্যবহার করবো সেটা।

    "দুটো সময় দেখালেন কেন?"

    কারন Rounding. সেকেন্ড বাদ দিয়ে সময় দেখানো হয় সব জায়গায়। সেকেন্ড কি তবে round up করা হয়েছে, নাকি round down নাকি round to nearest minute সেটা বুঝে নেবার জন্য। পাঠক যেন এর পর কনফিউশনে পড়ে সাবধানতার জন্য আবার নিজের থেকে এক্সট্রা মিনিট যোগ না করে।

    "কিন্তু ইফতারিতে ৫ মিনিট যোগ করেছেন কেন?"

    শহরের জন্য ৪-৫ মিনিট যোগ করা আছে, যেহেতু এটা বাংলাদেশের জন্য স্টেন্ডার্ড। উল্লেখ এই দেশে "ঢাকার সময়ে" ঢাকা জেলার সবাই ইফতার করবে। শুধু ঢাকা শহর বাসি না। এই বিস্তৃত এলাকার জন্য টলারেন্স রাখতে হয়। প্লাস রেডিও টিভির আজান, এবং পত্রিকা ক্যলেন্ডারে, এবং দেশের সব মসজিদে আজান ৫ মিনিট যোগ করে ছাপায়-দেয়। তাই কনজিসটেন্ট রাখতে হয়েছে।

    "আমি যদি ৫ মিনিট যোগ না করতে চাই?"

    GPS অন করে এই url এ যান। ইফতারিতে ২ মিনিট যোগ করে দেখাবে আপনার মহল্লার জন্য।

    https://habibur.com/salat/

    "সূর্যাস্তে যোগ করলে সূর্যোদয়ে কেন যোগ করেন নি?"

    একই কারনে যে কারনে সেহরি-ফজরে কোনো সময় যোগ করি নি। এখানে দুই সাইডেই সাবধানতা দরকার। সেহরি ৫ মিনিট আগে সময় ছাপিয়ে এটা প্রচার করলে মানুষ ফজর হয়ে গিয়েছে ধারনা করে ৫ মিনিট আগে নামাজ পড়বে। তাই নামাজ-সেহরি দুটোকেই গুরুত্ব দিয়ে এক্সাক্ট সময় দেয়া হয়েছে।

    সেরকম সুর্যোদয়ের সময় ৫ মিনিট আগে দিলে মানুষ ওয়াক্ত থাকলেও ফজরের নামাজ কাজা করবে, সূর্য উঠে গিয়েছে ধারনা করে। তাই সাবধানতার জন্য কোনো সময় সেখানে যোগ করা হয় নি।

    "সেহরির শেষ সময় কখন?"
    যে সময়টা ফজরের জন্য টাইমটেবিলে দেয়া আছে তার ১ মিনিট আগে।

    "সব নামাজের সময়েই এই রকম ৫ মিনিট যোগ করেছেন?"

    না শুধু ইফতারি-মাগরিবের সাথে। বাকি গুলো শুধু সেকেন্ডের ঘর রাউন্ড করা হয়েছে। জোহরে সূর্য হেলার জন্য জাওয়ালের পরে ২-৩ মিনিট বেশি যোগ করা হয়েছে।

    এটা স্পস্ট রাখার জন্য Calculated time দেখানো হয়েছে।।

      Comments:
    • সূর্যের উপরের Arc দিগন্তকে [horizon] স্পর্শ করলেই সূর্যদয় ও সূর্যাস্ত ধরা হয় astronomically, civil and weather হিসাবে world wide. এটা স্ট্যন্ডার্ড।

      বেসিক্যলি সূর্যের কেন্দ্র যখন দিগন্ত থেকে ৫০ মিনিট নিচে থাকে তখন সূর্যাস্ত হিসাব করা হয় সর্বত্র। এটা এংগেলের মিনিট, সময়ের মিনিট না। এবং ইসলামিক্যলিও সূর্যোদয় ও সূর্যাস্তের ডেফিনিশন এই রকম।

    17-May-2018 7:29 pm

    18-May-2018 10:48 am



    শহরে labour cost এখন এই রেটে আমাকে দিতে হচ্ছে :
    যোগালি : ৬০০ টাকা দৈনিক।
    রাজ মিস্ত্রি : ৮০০ টাকা দৈনিক।
    টাইলস মিস্ত্রি : ৯০০ টাকা দৈনিক।
    ইলেকট্রিক মিস্ত্রি : আরো বেশি হবে। কত এখনো জানি না।


    আজকে খবর : দেশে ধান উৎপাদন অনেক কিন্তু কাটার লোক নেই। সবাই অন্য শ্রমশিল্পে ঝুকে পড়ছে। কাদা পানি পাড়িয়ে কেউ ধান কাটতে চায় না। ধানের দাম ৬ থেকে ৭ শ টাকা মন। ১ মণ ধান বিক্রি করে এক শ্রমিকের মজুরি দিতে হয়।


    যারা কম্পুটার শিখে এখন ৮০০০ টাকা বেতনে চাকরি করছে। লিখা পড়া না শিখলে তারা আরো বেশি বেতনে চাকরি পেতো।

      Comments:
    • Rant. কারো প্রতি আক্রমন না। Take it easy.
    • ^ কন্টাকে দিলে খরচ আরো বেশি পড়বে। কন্টাক নিয়ে তারা দ্বিতীয় কাউকে এই রেটে ভাড়া করে কাজে লাগিয়ে দিয়ে নিজেরা মূল প্রফিট বসে বসে খাবে।
    • ^ good job. কিন্তু কিছু দিন আগেও ফেসবুকে কম্পুটার অপারেটরদের চাওয়া হচ্ছিলো ৮০০০ টাকা বেতনে। খাওয়া নিজের। ১২ ঘন্টা ডিউটি।

      এখানে চাকরি দাতার দোষ বলছি না। কারন মার্কেট চলে ডিমান্ড সাপ্লাইয়ে। এই রেটে সে এই পোষ্টে এই কাজের জন্য লোক পাচ্ছে। এর বেশি রেইট অফার করাটা হবে বোকামি। এবং অন্য বিজনেস পার্টনারদের ঠকানো।

    • ১। ৬০০-৯০০ টাকা বেতনের লোকেরা ইয়ং। ২০-৩০ বছরের এর মাঝে। ক্যরিয়ার তাদের পড়ে রয়েছে।

      ২। তারা কিছু দিন পরে নিজেরা কাজ করে না। কাজের কনট্রাক্ট নেয় এর পর অন্য ইয়ংদের ৬০০-৯০০ টাকায় খাটিয়ে নিজেরা বড় অংকের প্রফিট রাখে [লাখের ঘরে]। এটা তাদের প্রমোশন।

      ৩। কাজের অভাব নেই। রমজানে মসজিদে মসজিদে রিপেয়ার কনসট্রাকশন কাজ চলে। লোক এখন পাওয়া যাচ্ছে না। ঈদে কাজের লোকের আরো অভাব। কোনো ইভেন্ট উপলক্ষে কাজ বাড়ে। নরমাল কাজের সময়ও লোক পাওয়া যায় না।

      ৪। ফ্রভিডেন্ট/গ্রেচুইটি সরকারি চাকরিতে আছে। আমি কমপেয়ার করছি বেসরকারি জবের সাথে যেখানে এগুলো নেই।

      ৫। "সামাজিক স্টান্ডার্ডে/ রিস্পেক্ট এর ও একটা ব্যাপার থাকে" <-- Agree.

    • //তর্ক করে লাভ নেই। সমাজের সব পেশা-শ্রেনীর লোকদেরই দরকার আছে// indeed, check my first comment. Knew some one will jump in with his arguments on a serious tone for a not so serious post. Was just having fun. Take it easy :-)

    18-May-2018 10:48 am

    18-May-2018 3:48 pm


    জীবনে কতবছর যে ব্রুরুরুরু তারাবি পড়েছি হিসাব নেই। এখন এই ফতোয়া বলছে এই সব ইমামের পেছনে নামাজ জায়েজ নেই। তবে আমার এত বছরের কষ্টের কি হপে?

    এর পরও আশা আছে। ঐ সময়ে ঢাকার সব মসজিদই ছিলো ব্রুরুরু। এখনকার মত ধীর স্থরি কোনোটাই না।

    দ্বিতীয়তঃ ফতোয়া প্রদানকারী বলছেন "...যদি অর্থের বিকৃতি ঘটে"। ঐ সব ইমামদের অর্থের বিকৃতি ঘটতো কিনা জানি না, কারন কিছুই বুঝা যেতো না ব্রুরুরু ছাড়া। উনি একা বুঝতেন উনি কি পড়ছেন। তাই এই ফতোয়ার আওতায় হয়তো পড়েবে না।

    হয়তো। আল্লাহ জানেন।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    18-May-2018 3:48 pm

    18-May-2018 7:30 pm


    ভাইয়েরা, এই রমজান মাসে তর্ক করার আগ্রহ নেই। তাই যারা argue করতে চাচ্ছেন তাদের নিয়ে কি করা যায় কোনো বুদ্ধি দিলে উপকৃত হবো।

    ব্লক করলে : আমাকে বলা হবে অহংকারি।
    ডিলিট করলে : উনারা আবার কমেন্ট করবেন।
    কিছু না করলে : আক্রমন বেড়ে মুখোশ উন্মোচন থেকে বেড়ে শেষে "এডমিনকে" গালাগালি।

    Wondering what to do.

      Comments:
    • FAQ : "এডমিন" কে?
      স্টেটাস পোষ্টারকে কেউ কেউ বলে "এডমিন"। কেন, সেটা জানি না যদিও :-)

    18-May-2018 7:30 pm

    18-May-2018 10:41 pm


    কিছু আইডি ব্লক করতে হচ্ছে। দুঃখিত। এরা সবাই খুব কাছের লোক। কারো সাথে আমার ব্যক্তিগত বিরোধ বা বিদ্বেষ নেই।

    বুঝতে হবে ফেসবুকের ব্লক বা ফ্রেন্ডশিপ দ্বারা real life এর সম্পর্ক ছিন্ন হয় না। বা তার প্রতি ক্ষোভ প্রকাশ করা হয় না। Real life এর সম্পর্ক ঠিক আছে।

    জাজাকাল্লাহ।

      Comments:
    • ^ লিখতে থাকলেই পড়বে। আমি চুপ বলে তারাও চুপ।

    18-May-2018 10:41 pm

    18-May-2018 11:22 pm



    তবলিগের দ্বন্ধে দুই পক্ষের সব কথা শুনলাম। আমি শুরার পক্ষে। এর পর কি হবে জানি না। তবে কোন দিক সঠিক সেটা বুঝতে পারছি।

    দেখছি।


    এখন ভালোদের পরাজয়ের সময়। হক না-হক গুলিয়ে যাবার সময়। কনফিউশন বাড়ার সময়। ভালো থেকে মন্দদের বাছাইয়ের সময়।

    আল্লাহ তায়ালা যেন আমাকে ভালোদের দলে রাখেন।


    যারা ভিন্ন দলে আছেন তাদের কাউকে দল পরিবর্তন করতে বলছি না। তাই আমার সাথে এটা নিযে তর্ক করে লাভ নেই।

    জাজাকাল্লাহ।

    18-May-2018 11:22 pm

    19-May-2018 5:44 pm


    আজকে কিউবায় একটা Boeing 737 ক্রেশ। টেকঅফের পর পরই। নিহত ১০০।

    দেশে US-Bangla এয়ারের ড্যশ-৮ উড়াল দেবার সময় ইঞ্জিনে বুম বুম শব্দ করতে থাকে।

    http://www.prothomalo.com/bangladesh/article/1492276/%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%9C%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0

    https://www.youtube.com/watch?v=eTIk_It7ieI

      Comments:
    • Boing এবং লোকাল ফ্লাইট। তাই ধরে নিতে পারি ইদানিং তারা আমেরিকার প্লেন চালাচ্ছে। কেষ্ট্রোর পরের পরিবর্তন হয়তো।

    19-May-2018 5:44 pm

    19-May-2018 6:27 pm


    "এলাকার মসজিদের আজান শুনে রোজা ভাঙ্গা কি নিরাপদ?"

    ঢাকা শহরে হলে নিরাপদ। এত বছরে কোনো দিন শুনি নি কোনো মসজিদে আগে আজান দিতে।

    "বিটিভি দেখে?"
    গত বছর এক দিন ৯ মিনিট আগে আজান দিয়ে দিয়েছিলো বিটিভি। পরে ক্ষমা চেয়েছে।

    "এফ এম রেডিও?"
    স্টেশনগুলো সিংক্রোনাইজড না। কোনোটা আগে দেয় কোনোটা পরে। কোন স্টেশন ঠিক মত দেয় কে জানে? প্লাস আজানের আগে হেভি গান বাজনা সহ এড দিতে থাকে ইমোশোনাল এই সময়টায়। আগে রেডিও বাংলাদেশে কোরআন তিলওয়াত খতম করতো আজানের আগে। আজানের পরে ইসলামি গান। সেটাও চলে। ইফতারির আগে গান বাজনা খারাপ লাগে।

    "আপনি কি করেন?"
    কম্পুটারে সেট করে রেখেছি। সময় হিসাবে করে সে মতো আজান দেয়। সেটা শুনে করি কারন ডাইনিং রুম থেকে আশে পাশের মসজিদগুলোর আজান স্পষ্ট ভাবে শুনা যায না।

    19-May-2018 6:27 pm

    19-May-2018 8:06 pm


    বয়সকালে আমি এরকম ইফতার খেতাম। এখন আর সে বয়স নেই। :-)
      Comments:
    • profile-pic এ যেমন।
    • ^ me too was hoping so. but unfortunately... :-)

    19-May-2018 8:06 pm

    19-May-2018 11:12 pm


    আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। এর একটা নির্দিষ্ট সময় আছে।

    وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلاَّ بِإِذْنِ الله كِتَابًا مُّؤَجَّلاً

    সুরা আল-ইমরান - ১৪৫

    19-May-2018 11:12 pm

    20-May-2018 10:31 am


    "বগুড়ার চাঁদ, কলকাতার চাঁদ পার্থক্য কোথায়?" -- নিচের আর্টিক্যলটা পড়ে কোনো পার্থক্য আছে বলে বুঝলাম না।

    মানে পার্থক্য নেই। হুকুমতের পার্থক্যকে শেষের দিকে এখানে হাইলাইট করা হয়েছে যদিও বর্ডারের পার্থক্যকে প্রথমে অস্বিকার করা হয়েছে। যদি ঠিক বুঝে থাকি।

    তেমন কিছু বুঝলাম না। দেখেন আপনি কিছু বুঝেন কিনা।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    20-May-2018 10:31 am

    20-May-2018 12:31 pm



    চাদ দেখার ব্যপারে দুইটা পার্ট আছে।

    ১। হুকুমত কি নিয়মে কি শর্তে কি ভাবে চাদ দেখার ঘোষনা দেবে।
    ২। সাধারন জনগন কি করবে?

    এর মাঝে হুকুমতের কি ভাবে কি করা উচিৎ সেটা নিয়ে তর্ক আছে। কিন্তু আমি তো আর হুকুমত না। আমি সাধারন জনগন। তাই আসি সাধারন জনগনের জন্য কি করনীয় সেই ক্ষেত্রে।

    সব ক্ষেত্রেই সাধারন জনগনের জন্য নির্দশ হলো হুকুমত যে নিয়মই অনুসরন করে ঘোষনা দেক না কেন, জনগন তাদের ঘোষনা অনুসরন করবে।

    হানাফি মাজহাবে এর সাথে নিয়ম আছে যদি কেউ ব্যক্তিগত ভাবে রমজানের চাদ দেখে কিন্তু হুকুমত-কাজি-সরকার চাদ দেখার ঘোষনা না দেয় তবে সে ব্যক্তিগত ভাবে ঐ দিন রোজা রাখবে। এটা শুধু তার উপর প্রযোজ্য। এমন কি তার পরিবারের জন্যও না।


    উপরের লিখায় এই প্রশ্নগুলো কভার করা হয় নি :

    "যে দেশে ইসলামি হুকুমত নেই? আমেরিকা বিদেশ? সেখানে?"
    "আপনার নিয়মে ভারতে কি করবে? সেখানে তো হিন্দু সরকার?"
    "হুকুমতকে আমি কাফের-তাগুত মনে করি এবং মানি না..."
    "আমেরিকায় তিনটা সংগঠন। কি করবো?"
    "আপনি যা বললেন সেগুলো ইসলামি সরকারের জন্য। কিন্তু এই সেকুলার সরকার ..."

    এই চার লাইনের পোষ্টে সব প্রশ্নের জবাব খুজা আমার উদ্যেশ্য না। আর নিয়মগুলো "আমার নিয়ম" না।


    ইয়ামুশশক বলে একটা জিনিস আছে। শাবান মাসের ৩০ তারিখ যে দিন চাদ দেখার চেষ্টা হয়। সেদিন যদি রমজান আরম্ভ না হয় তবে "যদি আরম্ভ হয়ে থাকে?" চিন্তা থেকে নফল নিয়তেও রোজা রাখা নিষেধ। হয় রমজান আরম্ভের ঘোষনা হবে এবং সবাই রোজা রাখবে। সেটা না হলে "যদি লাইগা যায়" ধারনা করে কেউ রাখবে না। এই দিনকে বলে ইয়ামুশ-শক। সন্দেহের দিন।

    এই বার কাউকে কাউকে বলতে দেখেছি ঐ দিন রোজা রাখলে ভালো হতো "সন্দেহ আছে যেহেতু"। তাদের জ্ঞাতার্থে এটা জানালাম।


    এই ব্যপারে ডিটেলস আছে ইসলামি ফিকাহর বইয়ে। ফতোয়ায়ে আলমগিরি দ্রষ্টব্য। কিতাবটার দুটো পাবলিকেশন থেকে বাংলা অনুবাদ আছে। কিনে পড়ে দেখতে পারে। জনগন কি করবে, আর সরকার কি নিয়মে ঘোষনা দেবে -- দুই ব্যপারেই এখানে লিখা আছে।

    সময় বদলায়। পরিবেশ বদলায়। এখন মিডিয়া আছে, যেটা ঐ ফিকাহর কিতাব লিখার সময় ছিলো না। কিন্তু হানাফি মাজহাবে এই সব ক্ষেত্রে "কিয়াস" করে। অর্থাৎ : ঐ সময়ে ঐ ক্ষেত্রে যদি এই হুকুম হয় থাকে, তবে বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে ঐটার সাথে মিল রেখে ঐটার বেসিক যুক্তি নিয়ম পদ্ধতি ঠিক রেখে ঐটার মতই একটা রুলিং টানা। এজন্য পুরানো কিতাব পড়তে হয় আগের রুলিং-নিয়ম জানতে। এগুলো obsolete হয়ে যায় না।

    "পরিস্থিতি এখন পরিবর্তিত, আগের মতো নেই" তাই আগের সব কিতাব ছুড়ে ফেলে দিয়ে এখন নিজের মন মত নতুন ফতোয়া আবিষ্কার করার সুবর্ন সুযোগ -- এই নিয়ম হানাফিতে নেই। যদিও ফেসবুকে ইয়ংদের একটা বিরাট অংশ এই আইডলজিতে বিশ্বাস করে।


    যতটুকু বুঝি।

    20-May-2018 12:31 pm

    20-May-2018 3:32 pm


    Gout -- কি করি?

    এটা কি?
    পায়ের পাতায় প্রচন্ড ব্যথা। বিন্দু মাত্র নাড়ানো যায় না। ব্যথাটা আরম্ভ হয় বৃদ্ধাঙ্গুলির জয়েন্ট বা অন্য কোনো জয়েন্ট থেকে। ২ সপ্তাহ থাকে। এর পর সেরে যায়।

    কেন?
    ইউরিক এসিড বলে একটা লবন আছে। এটা রক্তে বেশি হয়ে গেলে জমে লবন দানার মত হয়ে জয়েন্ট গেড়ে বসে সেই থেকে ব্যথা।

    সারে কিভাবে?
    কিছু না করলেও নিজে নিজে সেরে যাবে। অনেকের আর জীবনে কখনো এটাক করে না। অনেকের কিছু দিন পর পর এটাক করে।

    কি করে বুঝবো আমার গাউট কিনা?
    ল্যবে গিয়ে Uric Acid ট্যস্ট করেন। এটা যদি ৫ এর উপর হয় [mg/dL] তবে ডাক্তারের সাথে রিপোর্ট নিয়ে দেখা করেন। যদিও ছেলেদের জন্য নরমাল ৭ ধরা হয়।

    20-May-2018 3:32 pm

    20-May-2018 11:57 pm


    Joke

    এক ভাই নিজের কাহিনি বর্ননা করছেন :

    স্ত্রী এসে বলে "পাশের বাড়ির ভাবি অমুক জায়গায় খতম তারাবি পড়তে যায়। এখন থেকে আমিও যাবো।"

    বললাম, "দেখো, তুমি যদি বাসায় পড়ো তাহলেই বেশি সোয়াব ..."

    "দেখো! তুমি নিষেধ করতে পারবে না। কারন বলা আছে তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদে যেতে বাধা দিয়ো না। বুঝছো? তাই তোমার অনুমতি চাওয়ারও দরকার নেই।"

    কহিলাম, "অ"

    দু'দিন পর স্ত্রীর উৎসাহ শেষ। জিজ্ঞাসা করলাম "আজকে গেলা না যে?"

    "তুমি আমাকে স্পষ্ট করে নিষেধ করলেই পারো। তাহলে আর যেতে হবে না।"

    শুধু কহিলাম "অ"

    তিন দিন পর। আর যায় না। জিজ্ঞাসা করলাম, "আর যাবে না?"

    "না। তুমি পছন্দ করো না তাই আর যাবো না।"

    কহিলাম "অ।"

    20-May-2018 11:57 pm

    21-May-2018 6:02 pm


    ওয়ার্নিং।

    আমার এই আইডি হ্যক হতে পারে। এর পর আমি চিনি না এমন কোনো হ্যকার, আমার এই ফেসবুক আইডি থেকে আপনার কাছে একটা বিপদের কথা বলে কিছু টাকা চাবে "বিকাশ করে দেন। আমি এখনই ফেরত দিচ্ছি।" আপনি আমাকে টাকা পাঠাবেন। আমার নামে লগইন করে যে একজন হ্যকার টাকা চাচ্ছা সেটা বুঝবেন না। টাকাটা যাবে ঐ হ্যকারের বিকাশ একাউন্টে যেটার নম্বর সে আপনাকে ইনবক্সে জানাবে। টাকা তুলে সে চম্পট দেবে।

    তাই আগে থেকে বলে দিচ্ছি :

    ১। আমি বিপদে পড়ে আপনার কাছে টাকা চাইলে, আমাকে কোনো টাকা দেবেন না।

    ২। আমার আত্মিয়-ফ্রেন্ডরা যদি সমর্থন করে আমি সত্যিই বিপদে পড়েছি এবং টাকা চাইছি -- তবুও আমাকে কোনো টাকা দেবেন না।

    ৩। এমন কি আপনি যদি নিশ্চিৎ হন যে এটা আমিই কোনো হ্যকার না, এবং আমি বিপদে পড়ে আপনার কাছে টাকা চাচ্ছি, অল্প সময়ের জন্য -- তবুও আমাকে কোনো টাকা দেবেন না।

    ৪। যদি দেন তবে ঐ টাকার জন্য আপনি দায়ি। আমি ফিরত দেবো না। কারন টাকাটা আমি চাই নি বা নেই নি। আপনি যাই বিশ্বাস করে থাকেন না কেন।

    সবার জ্ঞাতার্থে এটা জানালাম।

    এরকম প্রচুর খবর নিউজে আসছে। আজকে একজন কাহিনি শেয়ার করলো। লিংক কমেন্টে।

    21-May-2018 6:02 pm

    21-May-2018 11:19 pm


    "সিড়ি ঘরটার রং নষ্ট হয়ে গিয়েছে। নতুন রং করার আগে এটা ঘষে পরিষ্কার করতে হবে। কিন্তু ঘষা খুব কষ্টের কাজ। তাই ৪০০ টাকা দিয়ে একজন লোক ঠিক করছি ঘষে দেবার জন্য। না, এর বেশি দিতে পারছি না। কারন আমার আবার জীমে যেতে হবে। ডাক্তার বলছে রক্তে চর্বি বেশি। ওয়ার্ক আউট করে চর্বি কমাতে হবে। সেখানেও আরো ৪০০ টাকা।"
      Comments:
    • FAQ : "জীমে না গিয়ে সিড়ি ঘর ঘষলেই তো আপনার চর্বিও কাটে, দুই দিকে ৪০০, ৪০০ করে ৮০০ টাকা বাচে।"

      উত্তর : That's the joke.

    21-May-2018 11:19 pm

    22-May-2018 9:48 am


    Joke :

    এক ভাইয়ের কাহিনি :

    স্ত্রী এসে বলে "পাশের বাড়ির ভাবি খতম তারাবি পড়তে যায়। আমিও যাবো। তুমি আমাকে নিষেধ করতে পারবে না। কারন হাদিসে আছে স্ত্রীরা মসজিদে গেলে বাধা দিয়ো না। বুঝছো?"

    কহিলাম, "অ"

    কিছু দিন পর উৎসাহ শেষ।

    "আজকে যাবে না?"

    "তুমি আমাকে স্পষ্ট করে নিষেধ করলেই পারো। তাহলে আমাকে আর যেতে হয় না।"

    কহিলাম "অ"

    আরো কিছু দিন, "আর যাবে না তাহলে?"

    "না। তুমি পছন্দ করো না বলে।"

    এবারো কহিলাম "অ।"

    22-May-2018 9:48 am

    22-May-2018 11:23 am


    Now allegation that Google's big real time talking AI wasn't actually real. Like how Bill gates DOS was faked before getting the order from IBM.

    Signals :
    1. The business operators didn't identify themselves as "hello this is Jack's saloon" or whatever. Which is a custom.

    2. There should have been a lot of background noice in a real phone call. Which was absent in the demo provided.

    Can't accuse anyone. I too faked a lot of products before sales. It's customary in Tech.

    https://gizmodo.com/pretty-much-all-tech-demos-are-fake-as-hell-1826143494

    https://gizmodo.com/pretty-much-all-tech-demos-are-fake-as-hell-1826143494

    22-May-2018 11:23 am

    22-May-2018 11:40 am


    এখন মসিউল্লাহ ভাইয়ের "মুখোশ উন্মোচন" চলছে।

    এই রমজানে আমার জন্য কোন ধরনের পোষ্ট দেয়া ভালো?

    ১। দ্বিনের খিদমতের জন্য ইসলামি কিছু লিখে অন্য মুসলিমদের সাথে খোচা খুচিতে যাওয়া?

    ২। নাকি science - commerce - business - tech নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া?

      Comments:
    • Fun post. Don't take it too seriously.
    • ^ লিখলে খোচা খুচি হবে। এটা implied. almost by definition.

    22-May-2018 11:40 am

    22-May-2018 12:44 pm


    How to install a parallel arm door closer.

    The best way for residential home, as far as I have checked.

    The other two methods are :
    1. Regular [most power efficient]
    2. Top Jab. [medium efficiency]

    This is the least power efficient one. But what does power efficiency mean when door closers aren't powered by anything? Probably you will need a more powerful closer than usual. Not a bit problem for the benefits.

    https://www.youtube.com/watch?v=w8Z8Rk4jQu0

    https://www.youtube.com/watch?v=w8Z8Rk4jQu0

    22-May-2018 12:44 pm

    22-May-2018 6:33 pm


    সময়টা এমন যে "আদব" "সুন্নাহ" "সন্দেহজনক" "অপছন্দ" "নির্থক" কাজ এগুলো নিয়ে মানুষের সাথে খোচা খুচি না করাই ভালো। তবে নিজে এগুলো থেকে পরহেজ করুন। এটা আপনার তাকওয়া।

    হুকুম দিন ফরজের ব্যপারে। নিষেধ করুন হারাম থেকে।

    "আদব" বা "সুন্নাহ" কিছু নিয়ে যদি কেউ ধমকা ধমকি, ঝগড়া, রাগ দেখাতে থাকে, তবে আমি বুঝি সে নিজে না আদব উপরের আছে, না সুন্নাহর উপর। কারন মুসলিম ভাইদের সাথে এগুলো নিয়ে ধমকা-ধমকি করাটা আদব আর সু্ন্নাহর খিলাফ।

    তাই তার কথা ঠিক হলেও আমি তার থেকে দূরে থাকি।

    নিজের সন্তানের সাথে করতে পারেন। তার উপর আপনার অধিকার আছে।
    তবে ফেসবুকের ফ্রেন্ডরা কেউ আপনার সন্তান না।

    22-May-2018 6:33 pm

    22-May-2018 7:31 pm


    ভিডিওতে দেখছিলাম শিয়া আলেম। জিজ্ঞাসা করা হয়েছে রমজান মাসে কোরআন তিলওয়াত করা যাবে কিনা? বললেন "না করাই ভালো"।

    কেন? কারন তাদের ফিকাহ মতে কেউ যদি আল্লাহর নামে মিথ্যা বলে তবে তার রোজা ভেঙ্গে যাবে। মনে করেন সে কোরআন পড়ছে। পড়তে গিয়ে যদি কোথাও ভুল হয়? আল্লাহর নামে মিথ্যা হবে এবং তার রোজা শেষ।

    Deep.

      Comments:
    • ^ কোনো একটার।
    • ^ সেক্ষেত্রে sect identify করে দেয়াও সমাধান না। কারন তখন বলা যাবে "সকল এটাতে বিশ্বাস করে না, আপনি generalized করছেন কেন?"

      যেমন "সকল কাদিয়ানি গোলাম আহমেদকে নবি মনে করে না। আপনি জেনারেইজড করছেন কেন?"

      এর সহজ সমাধান আমার মতে "কিছু শিয়া" "কিছু হানাফি" "কিছু কাদিয়ানি" এই টার্মগুলো ব্যবহার করে বলা।

    22-May-2018 7:31 pm

    22-May-2018 11:49 pm


    Was wondering where possibly might Trump and Kim sit for the upcoming meeting.

    Learnt today it's going to be in Singapore. (Y)

      Comments:
    • no.

    22-May-2018 11:49 pm

    23-May-2018 1:57 pm



    BBC এর রিসেন্ট প্রতিবেদন : কওমি মাদ্রাসায় পড়ছে কারা? একেবারে মুখোশ উন্মোচন। বিস্তারিত প্রমান করে দেখানো হয়েছে যে "পরিবারের ইচ্ছায় বাচ্চারা কওমি মাদ্রাসায় পড়ে।"

    এটা খুবই খারাপ। বাচ্চার ইচ্ছায় পড়া শুনা করবে, পরিবারের চাপে পরিবারের ইচ্ছায় এই যে জোর করে তাদের মাদ্রসায় পড়ানো হচ্ছে এর দায়িত্ব নেবে কে?


    আমার বাচ্চাদের ইচ্ছা লেখা পড়া কিছুই করবে না বরং সারা দিন বাসায় বসে গেইম খেলবে।

    তাই সম্পূর্ন পরিবারের ইচ্ছায় তাদের জোর করে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়।

    এই কথা কাউকে আবার বলেন না। BBC আবার কখন আমার বাসায় এসে হাজির হয়।

    23-May-2018 1:57 pm

    23-May-2018 10:41 pm


    "জমিদারের মত আমি, মজায় আছিলাম।
    মাওলা তুমি জমিদারি করিলা নিলাম।"


    বৃটিশরা এই দেশ দখল করে ট্যক্স তুলতো। বাংলায় বলতো খাজনা। নিজেরা খাজনা তুলার ঝামেলায় যেতে চাইতো না বলে দালাল নিয়োগ আরম্ভ করে। শর্ত "তুমি এই এই এলাকার খাজনা তুলে আমাকে বছরে এত টাকা দিবে, এর বেশি যা তুলবে সেটা তোমার।"

    এই দালালদের ডাকা হয় "জমিদার"।


    কোনো বছর যদি জমিদার বৃটিশদের দাবি মত "বছরে এত টাকা" দিতে না পারতো, তবে জমিদারি নিলামে তোলা হতো। আমরা যাকে বলি eBay তে লিষ্ট করা। এর পর সর্বোচ্চ দাম যে হাকতো তাকে জমিদারি বুঝিয়ে দেয়া হতো। আগের জমিদারের তখন মরন দশা। তার জমিদারি শেষ।

    তাই "জমিদারি নিলামে উঠা" ছিলো একটা বিশাল ঘটনা। মাতুব্বরির শেষ।


    প্রথমের লাইন দুটো স্কুল জীবনে শুনা একটা গানের। এর লিংক বর্ননা দিয়ে রোজা রমজান মাসে মানুষের রোজা নষ্ট করবেন না প্লিজ।

    #HabibNostalgia

    23-May-2018 10:41 pm

    24-May-2018 2:31 pm


    সরকার এক সরকারি কর্মচারিকে নদির পাশে বসিয়ে দেয় ঢেউ গুনার জন্য। এর পরের কাহিনী আমরা সবাই ছোট বেলায় পড়েছি।

    জনগন এগিয়ে গিয়ে চলতে পারে। সরকার রাস্তা ব্লক না করে রাখলেই হলো।

    তবে মাঝে মাঝে ব্লক করে, নয়তো জনগন প্রশ্ন তুলবে "তাদের কাজ কি?"

    উত্তর হবে "ব্লক সরিয়ে দিয়েছি। আমি ব্লক করে রাখলে তো তোমরা পথ চলতা পারতে না!" জনগন এত অকৃতজ্ঞ কেন?

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    24-May-2018 2:31 pm

    24-May-2018 2:53 pm

    হিজরী চতুর্থ শতকে বাগদাদে হাম্বলী মাযহাব বেশ প্রতিপত্তি লাভ করে। শাফেয়ীরা কোণঠাসা হয়ে পড়ে। রাস্তা দিয়ে যখন কোনো শাফেয়ী যেত, তার ওপর হাম্বলীরা দুষ্ট অন্ধদের লেলিয়ে দিতো। তারা তাকে ইচ্ছামতো পেটাতো।

    দিমাশকের এক হানাফী কাযী (বিচারক) বলতেন, আমি যদি শাসক হতে পারতাম, তবে শাফেয়ীদের কাছ থেকে জিযয়া (অমুসলিম কর) উসূল করতাম!

    ষষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে নিশাপুরে হানাফী ও শাফেয়ীদের ভেতরে ব্যাপক কোন্দল শুরু হয়। সে কোন্দলে অগণন লোক নিহত হয়। অসংখ্য মসজিদ ও মাদরাসা পুড়িয়ে দেয়া হয়। শাফেয়ীদের পক্ষে প্রচুর হতাহত হয়। পরবর্তীতে তারা হানাফীদের কাছ থেকে কঠোর প্রতিশোধ নেয়।

    ষষ্ঠ শতাব্দীতে বাগদাদে এক শাফেয়ী খতীব ইন্তেকাল করেন। তাকে হাম্বলীদের কবরস্থানে দাফন করতে গেলে হাম্বলীরা বাধা দেয়। বিশাল সংঘাত সৃষ্টি হয়। শেষ পর্যস্ত খলীফার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

    একই শতাব্দীতে ইস্পাহানে শাফেয়ী ও অন্যান্য মাযহাবের ভেতরে সংঘাত শুরু হয়। দীর্ঘ আটদিন হানাহানি চলে। অসংখ্য মুসলমান মুসলমানের হাতে নিহত হয়!

    অষ্টম শতাব্দীতে বাগদাদ, দিমাশক ও ইস্পাহানে একই ধরনের মাযহাবী লড়াই হয়। ইস্পাহানে প্রচুর মসজিদ ও মাদরাসা পুড়িয়ে দেয়া হয়। শাফেয়ী ও হাম্বলীদের লড়াই বন্ধ করতে শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপ করতে হয়।

    ইয়াকূত হামাভী লেখেন (৭ম শতাব্দী), তাঁর যুগে ইস্পাহানে হানাফী ও শাফেয়ীদের ভেতরে নিরবচ্ছিন্ন লড়াইয়ের কারণে গোটা শহর বিরান হয়ে যাওয়ার উপক্রম হয়। অন্যান্য শহরেও এমন হানাহানি চলে। অনেক সময় মাযহাবী পরিচয় লুকানো ছাড়া প্রাণরক্ষাও কঠিন হয়ে পড়তো।
    ________

    আগের যুগের সেই মাজহাবি দ্বন্ধ এখন চলছে মাজহাবি-লামাজহাবি দ্বন্ধ হিসাবে।

    আমি কিছু বললাম না, শুধু লাইক কমেন্ট দিয়ে একটিব থাকলাম।
    লিংক কমেন্টে

      Comments:
    • https://www.facebook.com/mizan.harun/posts/2152611921634948
    • "লা মাজহাব" একটা নতুন মাজহাব, that denies this identity of theirs.

    24-May-2018 2:53 pm

    24-May-2018 3:23 pm


    চিন্তা করছি এই রমজানে সারকাজাম, হাইপারবোল না লিখে ইনশাল্লাহ সরাসরি লিখবো যা বলার। উপদেশ মূলক কথা।

    আপত্তি-তর্ক যারা করতে পারতো, তাদের মেজরিটি ব্লক করে দেয়া আছে যেহেতু।

    24-May-2018 3:23 pm

    24-May-2018 4:15 pm



    শত শত বছর আগে এক দেশ থেকে অন্য দেশে যেতে ভিসা লাগতো না। কিন্তু অপরিচিত কাউকে অন্য দেশে পাওয়া গেলে তাকে ধরে কৃতদাস বানিয়ে ফেলা হতো। যেমন ইউসুফ আ: কে কুয়ায় পেয়ে ব্যবসায়িরা বলছিলো তাকে বিক্রি করে দেয়া যাবে।


    আমেরিকা-মেক্সিকো সিমান্তে ইদানিং সবচেয়ে বেশি ধরা পড়ছে বাংগালি। মেক্সিকো হয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টার সময়। লিবিয়া হয়ে ইতালিতে ভেলা দিয়ে সমূদ্রপথে যাবার রুটেও একসময় বড় পার্সেন্ট ছিলো বাংগালি। কক্সবাজার থেকে লঞ্চে মালয়শিয়া? রোহিঙ্গা কয়েকজন রাখা হতো যেন চ্যলেঞ্জ করলে বলা যায় এরা রোহিঙ্গা। বাকি সবাই ছিলো বাংগালি। লঞ্চের খরচ দেবার মত টাকা রোহিঙ্গাদের ছিলো না, বাঙ্গালিদের ছিলো যেহেতু।


    এই রুটগুলো সবগুলো বিপদজনক। কাগজ নেই। আগের যুগে হলে এই বাঙ্গালিদের ধরে কৃতদাস বানিয়ে দেয়া হতো। এখনো তাই হয়। তবে কৃতদাসদের দিয়ে খাটানোর মত কাজ এই যুগে নেই। সব কাজ যেহেতু মেশিন করে। অল্টারনেট হিসাবে তাদের থেকে মুক্তিপন আদায় করা হয়। মুক্তিপনটা দিতে হয় তাদের বাড়ির আত্মিয় স্বজনকে।


    খবর : সৌদি থেকে শত শত বাংগালি কাজের মেয়ে ফিরে আসছে। সবাই নির্যাতিত। বিস্তারিত খবরে। যদিও এদের পাঠানোর সময় বার বার বলা হচ্ছিলো এরা কিন্তু নির্যাতিত হবে।

    সেই কৃতদাস।
    বাংগালিদের একটা ট্রেন্ড আছে কৃতদাস হবার। স্বেচ্ছায়।
    এটা খারাপ -- এই কথা বলছি না।

    24-May-2018 4:15 pm

    24-May-2018 7:56 pm


    মাজহাব গত বিভেদে আমার অবস্থান কি?

    - যে কোনো একটা মাজহাব অনুসরন করে চলা।

    - অন্যগুলোকে আক্রমন না করা। তাদের ঘৃনা-অপছন্দ না করা।

    - নিজের মাজহাবের শিক্ষার মাঝে যে সকল শিক্ষা অপর মাজহাবগুলোকে বাতেল-ক্ষতিকর বলে সে শিক্ষাগুলো অনুসরন না করা।

    - ভিন্ন মাজহাব অনুসারিদের একটিভলি নিজের মাজহাবের উপর আনার চেষ্টা না করা।

    - ভিন্ন মাজহাবের অনুসারিদের আক্রমনের মুখে ডিফেন্স খুজা।

    24-May-2018 7:56 pm

    24-May-2018 10:23 pm


    সালাফি শায়েখ ইমাম হোসেইনের কথা -- শিয়ারা সবাই কাফের না, বরং আহলে বিদআহ -- এবং এটা আহলে সুন্নাহর এবং ইমাম তাইমিয়ার অবস্থান।

    https://youtu.be/Yj3iyK6oWmo?t=7m20s

    https://youtu.be/Yj3iyK6oWmo?t=7m20s

      Comments:
    • ^ এটা সালাফিদের অধিকাংশের মত না। সালাফিদের অধিকাংশের মত হলো "তারা সবাই কাফের এবং তাদের মাঝে আমরা ভাগ করি না"। শায়েখ ইমাম হোসাইনের কথার সাথে বরং হানাফি আলেমদের কথা মিলে। এটা শেয়ার করলাম কারন সালাফি সাইড থেকে এটা আমার জন্য নতুন তথ্য।
    • ^ whatever.

    24-May-2018 10:23 pm

    25-May-2018 4:46 pm


    Apparently তবলিগের সব পক্ষই এখন বিরোধি পক্ষের একেকজনের ছবি দিয়ে তার "মুখোশ উন্মোচনে" ব্যস্ত। ভালো।

    FAQ:
    "আপনার মুখোশ কবে উন্মোচিত হবে?"
    বহু আগেই হয়েছে। আপনি এখনো খবর পান নি?

    Anyway. Signing off. সব পক্ষকে ব্লক করে আমি এখন শান্তির খোজে। যদি নির্জনতার মাঝেও এটা পাই, তবেও বা মন্দ কি?

    25-May-2018 4:46 pm

    25-May-2018 7:32 pm


    হটাৎ করে মাজহাবি লা-মাজহাবি এত গরম হয়ে উঠলো কেন বুঝতে পারছিলাম না।

    কেউ কেউ কমেন্টে করলো সিলেটে নাকি কি হয়েছে।

    কিন্তু প্রতিদিনই কত জেলায় কত মাহফিলে কত কিছু হয়। সিলেটের ঘটনার স্পেশালিটি কি?

    নিচে খবর।

    বস্তুতঃ এখন পক্ষ অনেক দাড়িয়ে গিয়েছে। মাজারি। লা-মাজহাবি। হেফাজত। নিজামুদ্দিন। পাকিস্তান। চরমোনাই ...

    http://www.mzamin.com/article.php?mzamin=118753

    http://www.mzamin.com/article.php?mzamin=118753

      Comments:
    • FAQ : "ইসলামের নামে সব দল মত পরিত্যগ করে আসেন আমাদের দলে যোগ দিন। কারন আমাদের একটাই দল।"
      উত্তর : আইচ্ছা।

    25-May-2018 7:32 pm

    25-May-2018 8:08 pm


    "আপনি বলেছিলেন তাসাউফ নিয়ে লিখবেন। এর পর আর কিছুই নেই।
    পরে বললেন উপদেশ মূলক লিখবেন, তাও শূন্য... ব্যপার কি?"

    একটা ফেইক আইডি থেকে যত সহজে ভালো ভালো জিনিস লিখা যায়, একটা রিয়েল আইডি থেকে লিখা তত কঠিন। এটা আমার রিয়াল আইডি যেহেতু। হয় নিজের শো অফ হবে। নয়তো মানুষ শোঅফ করছি বলে একুইজ করবে। এটা একটা সমস্যা।

    সমস্যাটার একটা সমাধান বের করার চেষ্টা করছি। আশা করছি কিছু একটা শিগ্রই বের করতে পারবো ইনশাল্লাহ।

    25-May-2018 8:08 pm

    25-May-2018 11:33 pm


    তাসাউফের মূল লক্ষ্য হলো :
    ১। অন্তর পরিষ্কার করা।
    ২। এর পর আল্লাহর ইবাদতে লেগে যাওয়া।
    ৩। দুনিয়া বিমুখিতা।

    দুনিয়া বিমুখিতা হলো, প্রয়োজনীয় পরিমান দুনিয়ার সামগ্রি হয়ে গেলে এর পর অতিরিক্তের জন্য চেষ্টা না করা।

    ইবাদতে লেগে গেলে মানুষের অন্তরে রিয়া, অহংকার, আত্মতুষ্টি অনেক দোষ আসতে থাকে। এগুলো আসার পথ আগেই বন্ধ করা। এটা হলো অন্তর সাফ করা। নচেৎ ইবাদতের আগ্রহ হারিয়ে ফেলবে এবং এর উপকার বা সোয়াব পাওয়া যাবে না। এই অন্তর সাফ থেকে নাম তাসাউফ।

    এবং তাসাউফ পন্থিদের ইবাদতের মূল হলো রাতে তাহাজ্জুদ।

    "আমি তাসাউফের রাস্তায় এগুতে চাই। কি করতে হবে?"
    প্রথম কথা হলো আপনি ছাত্র হলে নিচের কোনোটাই আপনার উপর প্রযোজ্য না। এই পুরো স্টেটাস স্কিপ করে যান। এখানে আপনার জন্য কিছু নেই। কেন নেই সেটাও ব্যখ্যা করছি না।

    এর পর যারা আছেন তাদের জন্য শুধু :

    প্রথমে অন্তর পরিষ্কার করতে হবে।
    দ্বিতীয়তঃ ইবাদতে লাগতে হবে। তাহাজ্জুদ দিয়ে আরম্ভ করেন।
    তৃতীয়তঃ দুনিয়ার প্রতি আকর্ষন থেকে মুখ ফিরাতে হবে।

    প্রতিটার লিমিট আছে। যেমন "এতটুকু হলে ভালো" "এর বেশি করবেন না" "এর নিচে যেন না নামে" এরকম। যেগুলো এখানে উল্লেখ করলাম না।

    "এর উপর কোনো বই আছে?"

    আছে। গাজ্জালির বইগুলো দ্রষ্টব্য। এটাই সবচেয়ে পুরানো বই যেটা আমার চোখে পড়েছে। পরবর্তি যুগে আরো অনেক বই লিখা হয়েছে যদিও।

    25-May-2018 11:33 pm

    25-May-2018 11:55 pm


    তাসাউফ পন্থিদের ইবাদতের প্রথম হলো তাহাজ্জুদ। দ্বিতীয় হলো জিকির।

    জিকিরের সময় হলো সূর্য ডুবার আগে এবং সূর্য উদয়ের আগে। অর্থাৎ সকাল-সন্ধা। অর্থাৎ ফজরের পরে এবং আসরের পরে।

    "কিসের জিকির করবো?"
    সুবহানাল্লাহ ১০০ বার।
    আলহামদুলিল্লাহ ১০০ বার।
    আল্লাহু আকবার ১০০ বার।
    লা-ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার।
    আস্তাগফিরুল্লাহ ১০০ বার।
    আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন নাবিউল উম্মি ১০০ বার।

    এর মাঝে বাড়ানো কমানো যায়। অন্য কিছু এড করা যায়। হাদিসের কিতাব, দোয়ার কিতাব, গাজ্জালির বই এই সবে আরো অনেক রেফারেন্স পাবেন। কি পড়বেন, এবং সেগুলো পড়ার সোয়াব কি।

    এর পরে দ্বিতীয় ধাপে হলো সর্বক্ষন জিকির। এর জন্য পেট যত খালি থাকবে তত ভালো। তবে এটা কত ঘনঘন করবেন, এবং কত এর বেশি করবেন না সেটা আপনাকে বুঝতে হবে। খুব বেশি করলে একসময় আগ্রহ হারিয়ে সব ছেড়ে দেবেন। আবার খুব কম করলেও একসময় ভুলে গিয়ে সব ছেড়ে দেবেন।

    ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য হয়। প্রথমে খুব অল্প দিয়ে আরম্ভ করে দেখেন।

    25-May-2018 11:55 pm

    26-May-2018 12:13 am


    তাহাজ্জুদের ব্যপারেও আপার লোয়ার লিমিট আছে।

    প্রতিদিন শেষ রাতে উঠে ওজু করে দুই রাকাত নামাজ পড়ে শুয়ে পড়লেন। এটা আপনার তাহাজ্জুদ।

    এর পর এটাকে বাড়ানো যায়। এতটুকু পর্যন্ত বাড়াতে পারবেন যতটুকু হলে আপনি এটা রেগুলার করতে পারবেন। যেমন এর পর
    ৪ রাকাত।
    বা, ৮ রাকাত প্রতি রাকাত সুরা কাফিরুন আর ইখলাস দিয়ে।
    বা, ১০ রাকাত। প্রতি রাকাতে দুই পৃষ্ঠা করে ১ পারা।

    এর সাথে সংশ্লিষ্ঠ হলো নামাজে তিলওয়াত। কিন্ত তাহাজ্জুদে তিলওয়াত করতে চাইলে আপনার কোরআন শরিফ কমপক্ষে এক পারা মুখস্ত থাকলে ভালো হয়। এটা রাতা রাতি হবে না। তবে চেষ্টা করতে থাকলে ১ বছরেই করে ফেলতে পারবেন ইনশাল্লাহ।

    মুখস্ত করতে চাইলে, প্রথমে মোটা মুটি তিলওয়াত শুদ্ধ করে নিন। এর পর মুখস্ত করতে করতে বাকিটা শুদ্ধ করে নিন। একজন আলেমের সাহায্য লাগবে। আপনার বাচ্চাকে যে আলেম পড়ান উনার সাহায্য নিতে পারেন। মহিলাদের জন্য মহিলা ক্বারি। এখন WhatsApp, Skype এ খুজলেও সাহায্যকারী পাবেন।

    ৩০ তম পারা দিয়ে মুখস্ত করা আরম্ভ করেন। এর পর ২৯ পারা, ২৮ পারা করে ২৫ পারা পর্যন্ত। এর পর ১ম, ২য়, ৩য় পারা এই রকম। এটা একটা নিয়ম।

    26-May-2018 12:13 am

    26-May-2018 12:26 am


    "সকাল-সন্ধার জিকির এবং তাহাজ্জুদের তিলওয়াত কতটুকু জোরে করবো?"

    আস্তে। কিন্তু একেবারে মনে মনে না। বরং অনুচ্চস্বরে। যেন আপনি একা শুনতে পান। রাতে যদি একা রুমে থাকেন তবে তাহাজ্জুদে স্বর করে তিলওয়াত করতে পারেন যেমন মসজিদের ইমামরা করে। তবে আপনার রুম ছেড়ে পাশের ঘরে যেন শব্দ না যায়। অর্থাৎ মানুষের কষ্ট যেন না হয়।

    এর সাথে আসে নিজের অন্তর পরিষ্কার করার কথা। নচেৎ, আপনার মনে হতে থাকবে যারা এই রকম নামাজ পড়ে না তারা গাফেল, বিপথগামি।

    এর উপর গাজ্জালির বইয়ে অনেক সাহায্য পাবেন। বা নিজে আমল করতে থাকলেও আল্লাহ তায়ালা পথ খুলে দেবে। তবে অন্তরের কোন কোন ভাবনা খারাপ, কোনগুলো ভালো এর উপর তাসাউফের কিতাব থেকে সাহায্য নিলে ভালো হয়। পথ নিদর্শন পাবেন।

    এই পথ নিদর্শনের জন্য আগে মানুষ পিরের কাছে যেতো। তারা বলে দিতো তোমার অন্তরের এই চিন্তা ভালো, ঐ চিন্তা খারাপ। কিন্তু পির এখন আনুগত্যর শপথ চাওয়ার মাঝে সিমিত হয়ে গিয়েছে। তাই ঐ দিক থেকে উপকার পাওয়ার আশা ক্ষিন।

      Comments:
    • ^ এহইয়া উলুমুদ্দিন। অনেক প্রকাশনির বাংলা অনুবাদ আছে।
    • ফজরের নামাজের পরে। But trying to pin point it would be like splitting hair. Give a large flexibility to it.
    • ^ ফ্রেন্ড লিষ্টে আছে ১৩০ জন। এর মাঝে অর্ধেক ধরি ইনএকটিভ। ৬০ জনের মাঝে গ্রুপ করলে হয়তো ৬ জন পড়বে একেক গ্রুপে।

    26-May-2018 12:26 am

    26-May-2018 12:06 pm



    স্বপ্ন শরিয়তের কোনো দলিল না। কিন্তু তাসাউফের দলিল। কোনো আমল-দোয়া যদি স্বপ্ন দ্বারা সমর্থিত হয় তবে সেটার গুরুত্ব বাড়ে। আর সব কিছুর মত এখানেও লিমিট-রেঞ্জ আছে। ব্লেংক সবকিছু এক্সেপটেবেল না। আবার ব্লেংক সবকিছু রিজেকটেবেল না।

    কতটুকু এক্সেপটেবেল এটা নিজে নিজে বুঝে নিতে পারবেন।


    দোয়া রাসুলুল্লাহ সা: থেকে যা বর্নিত আছে তার বাইরেও অনেক দোয়া পড়া হয় যেগুলো হাদিস থেকে প্রমানিত না। এতে আমি সমস্যা দেখি না। কারন বাংলায় দোয়া আমরা অহরহ করি। হাদিস থেকে প্রমানিত না এমন দোয়াকে হাদিস থেকে প্রমানিত এবং সুন্নাহ ধারনা করে না করলেই হলো।


    কিচ্ছা-কাহিনির কিছু আছে গাজ্জালির বা আগের যুগের কোনো বুজুর্গের কিতাবে উল্লেখ আছে। সেগুলো থেকে শিক্ষা নিতে আমি সমস্যা দেখি না। কিছু আছে পুরানো কিতাবে নেই কিন্তু লোক মুখে প্রচলিত -- এগুলোর ব্যপারে আপত্তি আছে। বাদ দিয়ে যেতে হবে।


    প্রশ্ন হলো : "উপরে যা বর্নিত হলো এগুলোর দরকার আছে কিনা?"
    উত্তর : কোনোটাই দরকারী না। সবই অপশনাল। তাসাউফ লাইনের সব কাজই অপশনাল। কারন জান্নাতের জন্য ইসলামের ভিত্তি পাচটার ফরজগুলো পূর্ন করলেই হলো।

    এর পর নফল যা আছে সবই অপশনাল। যার ভালো লাগে, এবং যে করতে চায় তার জন্য শুধু।

    26-May-2018 12:06 pm

    26-May-2018 1:02 pm


    Thrust reverser : প্লেনের ইঞ্জিনের বাতাসের ধাক্কা পেছন দিয়ে না দিয়ে সামনের দিকে দেয়া হয়। উল্টে। যেন ল্যন্ডিংয়ের পরে প্লেন খুব তাড়াতাড়ি থেমে যেতে পারে।

    পাইলট ভুল সময়ে ভুল জায়গায় একটা পাখার thrust reverser চালু করে দিয়েছে -- ফলাফল প্লেনটা ধ্বংশ। কয়েক মিলিয়ন ডলার শেষ।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    26-May-2018 1:02 pm

    26-May-2018 4:35 pm


    এর পর আসি তাসাউফের বিরুদ্ধে অন্য ধারার লোকদের কিছু অভিযোগ এবং তার জবাব :

    "তাসাউফে লাইনে মানুষ ব্যস্ত হয়ে গেলে জিহাদের লাইনে ঢিল দেয়।"

    সত্যিকারের জিহাদ যখন আরম্ভ হয় তখন তাসাউফ পন্থিরাই এলাইট ফোর্স হিসাবে মুজাহিদদের সাংগে যোগ দেয়। এর বাইরে মুসলিমদের মাঝে যখন অন্তর্দন্ধ চলতে থাকে তখন তারা খানকায় থাকে। এতে আমি আপত্তির কিছু দেখছি না।

    "এগুলো শিরিক বিদআতে ভর্তি।"

    Agree. বাছাই করে চলতে হয়।

    "রাসুলুল্লাহ সা: আমাদের এই সব শিক্ষা দিতে আসেন নি।"

    Arguable. রাসুলুল্লাহ সা: যতটুকু ইবাদত করতেন, আমাদের বর্তমান যুগের কোনো তাসাউফ পন্থি এত ইবাদত করেন না।

    26-May-2018 4:35 pm

    26-May-2018 7:28 pm


    এক জেলার কারগুজারি। জেলা মারকাজ চিল্লা তিন চিল্লার জামাত এখন নিজেরাই জেলার ভেতর রোখ দিয়ে পাঠায়। কাকরাইলে বা ঢাকায় পাঠায় না।

    এলাকার সাথি। বললো তিন দিনের জামাতে এসেছে। কোথায়? নিজের মসজিদে থেকে পাশের মসজিদে। দূরত্ব হবে ১০০ গজ।

    আমাদের মসজিদে তিন দিনের জামাত এসে গাস্ত করছে। এলাকার সাথিরা অন্য জায়গায় তালিম করছে।

    Maybe I am over thinking everything. "একটাই নিয়ম এবং এর মাঝে ব্যতিক্রম করা যাবে না" এটাই বা আমি ভাবছি কেন।

    On the other hand, সব কিছু সবসময় smoothly চলবে এটা দুনিয়ার নিয়ম না।

    মিলিটারি ট্রেইনিং দেখেছেন? মাঠের উপর কাটা বিছায়, টায়ারে আগুন জ্বালায়, পানি কাদা ছিটায় এর ভেতর দিয়ে দৌড়। কেন ভাই smooth রাস্তা দিয়ে চলতে পারে না?

    সব কিছুর একটা কারন আছে। ভালোর মন্দর, কষ্টের আনন্দের।

    Smooth রাস্তা, দুনিয়ার বৈশিষ্ঠ না।

    #HabibFeels

    26-May-2018 7:28 pm

    26-May-2018 10:31 pm


    বহু বছর আগে মসজিদে যখন ব্রু..উ..উ তারাবি হতো তখন ফরজ আরম্ভ থেকে বেতের শেষ পর্যন্ত সময় লাগতো ১ ঘন্টা। এখন এমন তারাবি হয় যেটা বুঝা যায়। সময় লাগে দেড় ঘন্টা।

    26-May-2018 10:31 pm

    26-May-2018 11:39 pm


    উক্তি : "সুফিদের দুনিয়া বিমুখিতা শিক্ষার কারনে মুসলিমরা আজকে পিছিয়ে পড়েছে।"

    উত্তর : Unlikely. "তখন তোমাদের সংখ্যা হবে অনেক কিন্তু তোমাদের অন্তরে ওয়াহান তৈরি হবে।" "ওয়াহান কি?" "দুনিয়ার প্রতি আকর্ষন আর মৃত্যুর ভয়।"

    আপনার ব্যখ্যার বিপরিত শিক্ষা আমি এ হাদিসে দেখতে পাই।

      Comments:
    • এর আগে হয়েছিলো। এখন না।
    • ক্ষতি এর তুলনায় কম হয়েছে। ঠিক।

    26-May-2018 11:39 pm

    27-May-2018 3:40 pm


    3rd grade math question. Internet has come up with...

    a) <15
    b) "Some"
    c) (15-x)

      Comments:
    • you don't.

    27-May-2018 3:40 pm

    27-May-2018 8:13 pm


    আমি ১০০ জনকে বললাম ভাই প্রত্যেকে ১০ টাকা করে আমাকে দেন। আপনাদের সব টাকা আমি রেখে দিবো কিন্তু স্বান্তনার জন্য আপনাদের মাঝে শুধু একজনকে লটারি করে ২০ টাকা ফিরত দেবো।

    -- কেউ রাজি হবে না।

    আজকে খবর : বাফুফের লটারি হয়েছে, ১০ কোটি টাকার টিকেট বিক্রি করে ৪০ লক্ষ টাকা মোট পুরস্কার বিতরন করা হবে। হুবহু একই জিনিস যেটা আমি উপরে বললাম।

    -- এর পরও ১ কোটি টিকিট কিনতে মানুষ রাজি হয়েছে।

    27-May-2018 8:13 pm

    27-May-2018 10:28 pm


    "প্রত্যাবর্তন" বইটা কিনলাম। যদিও আগের বই ... সাজিদ এখনো শেষ হয় নি। কিনার আগে মনে করি এক নিমিষে শেষ করবো, ছোট বেলায় গল্পের বইয়ের মত। কেনার পর প্রথম পৃষ্ঠা শেষ হয় না। বই হয় শেলফ সাজানি।

    27-May-2018 10:28 pm

    28-May-2018 11:19 am


    "পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এরা আমাদের সবকটি ভিডিও সংগ্রহ করে শুধু ভুল খুজছে। আমরাও তাদের নেতাদের ভিডিও সংগ্রহ করছি। এজন্য আলাদা সেল করব কি না চিন্তা করছি। এইবার আর কোন সমঝোতা টমঝোতা হবেনা ভাইজান, ব্যাপারটা আগেই কইয়া রাখলাম।"
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    28-May-2018 11:19 am

    28-May-2018 1:56 pm


    প্রচলিত ওজিফার কিতাবে অনেক দোয়া আছে। যেমন দোয়ায় গঞ্জে আরশ, দুরুতে তাজ, দুরুদে হাজারি, লাখি। সাধারন ভাবে বর্তমানে বলা হয় এগুলো কুফরি, বিদাআতি কথায় ভরা, এবং পরিত্যগ করার জন্য।

    কিছু দিন আগে নিয়ে বসলাম এর থেকে গ্রহন যোগ্য কিছু বের করা যায় কিনা দেখতে। একটাই পেয়েছি : দুরুদে লাখি। যে দুরুদটা পড়লে এক লক্ষ বার দুরুদ পড়ার সোয়াবের কথা আছে। এর বাইরে আর কিছু সেই বইয়ে আমি গ্রহনযোগ্য পাই নি -- এটা আমার মত।

    এখন এন্টি যুক্তি গুলোতে আসি :

    "এক লক্ষ বার দুরুদ পড়ার সোয়াব হবে এটা হাদিস দ্বারা প্রমানিত না"

    Agree. স্বপ্ন দ্বারা প্রমানিত। তবে স্বপ্ন শরিয়তের কোনো দলিল না।

    "দুরুদে ইব্রাহীমকে শ্রেষ্ঠ দুরুদ বলা হয়েছে। এটাই আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিৎ।"

    Indeed. তবে হাদিসে দোয়া দুরুদ এগুলোতে কোনো কোনো সাহাবী বাড়িয়ে পড়েছেন এবং রাসুলুল্লাহ ﷺ এর প্রসংশা করেছেন। যেমন এক সাহাবি পড়েছিলেন ... হামদান কাথিরান মুবারাকান ফিহ। রাসুলুল্লাহ সা: বলেছেন এর সোয়াবের জন্য ফিরিস্তারা ছুটে আসছে। এখানে লিংক

    https://sunnah.com/search/?q=angels+rushing

    এখান থেকে আমি শিক্ষা নেই দোয়া দুরুদ বাড়িয়ে পড়লে ক্ষতি নেই। তবে অর্থের দিকে লক্ষ্য রাখতে হবে যেন এতে খারাপ কিছু না চলে আসে।

    "কিন্তু দুরুদে ইব্রাহীম আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিৎ -- এই ব্যপারে কি বলবেন?"

    সত্য। এর পর যদি কেউ এক্সপ্লোর করতে চায় তবে তার জন্য এই স্টেটাস। সবার জন্য না।

    28-May-2018 1:56 pm

    28-May-2018 2:14 pm


    দুরুদে লাখি : অর্থের দিকে খারাপ কিছু আছে কিনা?

    প্রথমে ওজিফার বইগুলোর দোয়ার বিরুদ্ধে ইউটুবে সালাফি আলেমদের সাবধানতাগুলো শুনলাম। ঠিক এটার বিরুদ্ধে স্পেসিফিক কিছু চোখে পড়লো না। অন্যগুলো ব্যপারে আছে।

    দ্বিতীয়তঃ এর হিস্ট্রি পড়ে plausible মনে হলে। যদিও এর দলিল নেই।

    তৃতীয়তঃ অর্থ দেখলাম। অন্যান্য অতিরিক্ত সোয়াবের দোয়াগুলোর যে বৈশিষ্ঠ, এই দুরুদও একই স্টাইলে লিখা হয়েছে। বৈশিষ্ঠটা হলো : কিছু একটা পড়ে বলা "... এত সংখ্যক যে ... " এর পর বিশাল কোনো সংখ্যার কিছু উল্লেখ করা। এখানে লিখেছিলাম এই ব্যপারে

    https://www.facebook.com/habib.dhaka/posts/10153478124853176

    এই দুরুদটাও এই গঠনের।

    চতুর্থতঃ নিজে পড়ে দেখলাম এতে আপত্তিকর কিছু পাই কিনা। কিছু পেলাম না। শুধু একটা লাইন অপরিচিত লাগলো "আলা কায়িদিল গুররি আল মুহাজজিলিন"। কনফিউশনে পড়ে গেলাম। অনেক দিন পর কংক্লুশনে আসলাম এতে আপত্তিকর কিছু নেই।

    এর উপর পরের স্টেটাস ইনশাল্লাহ।

    28-May-2018 2:14 pm

    28-May-2018 2:41 pm


    "আল-কায়িদিল গুররি আল মুহাজজিলিন"

    অর্থ বের করতে নেটে সার্চ লাগালাম। উইকির লিংক বলছে এটা আলী রা: এর উপাধি। অর্থ মুসলিমদের নেতা বা এই রকম।

    কিন্তু দুরুদে লাখিতে এটা ব্যবহার করা হয়েছে রাসুলুল্লাহ সা: এর উপাধি হিসাবে। কনফিউশন বাড়লো। এর সাথে কি শিয়াদের কোনো লিংক আছে? বা দুরুদটার ইতিহাসে? কথাটার আরবী শব্দগুলো বেশ কঠিন। মানে আমি যে শব্দগুলোর সাথে পরিচিত সেগুলো না।

    এর শাব্দিক অর্থ বুঝার চেষ্টা করলাম। কিন্তু কংক্লুসিভ কিছুতে পৌছতে পারলাম না।

    এর পর একদিন ইউটুবে মদিনা শরিফের জুমাহর খুতবা লাইভ দেখছিলাম। সৌদি বক্তা রাসুলুল্লাহ সা: এর উপর রওজা দেখিয়ে সালাম পড়ার সময় "...আল-কায়িদিল গুররি আল-মুহাজজিলিন" বললেন রাসুলুল্লাহ সা: এর প্রসংশা করার সময়।

    কংক্লুশনে পৌছলাম এই উপাধি রাসুলুল্লাহ সা: এরও উপাধি। এবং উনার উপর পড়লে ক্ষতি নেই। যেহেতু এই সব ব্যপারে সবচেয়ে সাবধান যারা তারা পড়ছে। এবং এটা প্রতি সপ্তাহেই পড়ে-বলে।

    28-May-2018 2:41 pm

    28-May-2018 10:46 pm


    The other video that's making the rounds in the Arab world. Some Tunisians protesting for the right to --- well, NOT fast.

    Video not safe for fasters. But fasting time is now over in BD. Visitors from other countries be warned. :-)

    This post had an attachment, which is now missing

    28-May-2018 10:46 pm

    28-May-2018 11:00 pm


    What happened to all those new cities in KSA that we heard of long since?

    Well only one of the six has launched off. But not attracting investors. And yes women need not wear hijab in there. Actually women need not wear hijab in mainland KSA too. The sharia police is still there, but their authority is limited to only giving advice, not arresting anyone. It's now optional in the whole KSA whether a woman wears hijab or not.

    By the way, me thinks Saudi government would have gotten a better result had they gone for a IT city instead of manufacturing. Who cares about manufacturing now a days?

    https://www.ft.com/content/ae48574c-58e6-11e8-bdb7-f6677d2e1ce8

    https://www.ft.com/content/ae48574c-58e6-11e8-bdb7-f6677d2e1ce8

      Comments:
    • ^ not illegal now, as had been before. But can't be widely seen in the community as women voluntarily wear the hijab.

    28-May-2018 11:00 pm

    29-May-2018 4:38 am


    The table is turning around. Till date the argument was presented like : the lack of evidence on any side means that the main stream majority is wrong.
    This post had an attachment, which is now missing

    29-May-2018 4:38 am

    29-May-2018 5:00 am


    তাসাউফের ব্যপারগুলো শুধু মাত্র তার জন্য যার মাঝে দ্বিনের ব্যপারে অগ্রহ আছে। পাচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। হারাম-হালালের ব্যপারে খুবই মনোযোগি। এবং দৈন্দিনের মাসলা-মাসাইল সম্পর্কে পূর্ন জ্ঞান আছে। এর পর সে আরো কিছু করতে চায়।

    ক্লিন সেইভড, নামাজ "পড়ার চেষ্টা করে" এমন কেউ যদি এসে বলে "ভাই আমি তাসাউফের পক্ষে, আমাকে আরো কিছু বলেন" তবে ধরে নেই সে হয়তো "শরিয়ত" থেকে মুক্তি খুজছে "তরিকতের" রাস্তায়। যেহেতু শরিয়তের রাস্তায় সে সুবিধা করতে পারছে না।

    সে নিজেও ডুববে, এবং তার সাথে ideological sync এ আসলে আমিও ডুববো। এখানে আমার শেখার বা শিখানোর কিছু নেই।

    তাহাজ্জুদের নামাজ শুধু তার জন্য যে বাকি পাচওয়াক্ত নামাজ ঠিক মত পড়ে। এবং স্বেচ্ছায় নামাজ কাজা করে না।

    29-May-2018 5:00 am

    29-May-2018 12:26 pm


    মনে করেন গ্রামের পৌরসভার সরকারী লোকেরা অযোগ্য, অকর্ম, অসৎ দলিয় পার্টির কর্মিদের দিয়ে ভরা।

    নিজেদের অযোগ্যতা ঢাকার জন্য এরা মাঝে মাঝে এলাকায় এসে কিছু টিউবওয়েলে লাল রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঘোষনা দেয় এখানে আর্সেনিক। কিন্তু অর্সেনিক মাপার মেশিন পর্যন্ত তাদের ঠিক নেই। এবং মেশিন কি করে চালাতে হয় সেটাও কেউ জানে না। কিন্তু এভাবে রেন্ডম মার্ক করে তারা তাদের কর্তৃত্ব প্রকাশ করে।

    এখন পৌরসভার কথা "ঠিক হইতে পারে", "যদি লাইগা যায়" ধারনা করে টিউবওয়েলের পানি খাওয়া বন্ধ করে কষ্টে থাকা যায়। নচেৎ কোথা থেকে পানির ব্যবস্থা করবে?

    অথবা পৌরসভা অযোগ্য জেনে তাদের কথা ইগনোর করা যায়।

    অথবা তৃতীয় মত খুজা যায়।

    বেসিক্যলি : অযোগ্য পৌরসভার কর্মিরা ক্রস দিয়েছে বলেই টিউবওয়েলের পানি আর্সেনিক যুক্ত হয়ে যাবে, তা না।

    // এন্টি যুক্তি দেখালাম, যারা যুক্তি খুজছেন তাদের জন্য।

    29-May-2018 12:26 pm

    29-May-2018 2:58 pm


    "দামী খাবার, বিদেশে বেড়ানো, দামী গাড়ি, কাপড় সবই এক পর্যায়ে এসে ডালভাত হয়ে যায়। কিন্তু এসব অর্জন করতে যা অপরাধ করেছিলাম, যত আল্লাহর নফরমানি করেছিলাম, মানুষের হক নষ্ট করেছিলাম, সুদের উপর ঋণ নিয়েছিলাম তা রয়ে যায়।"

    - Zahid Eshaq

    // এই বেচারা কিছুদিন পর পর নিজের স্টেটাস সরিয়ে ফেলে তাই কপি পেষ্ট করলাম।

    Full quote _______

    এই হাদিসটি আমরা অনেকেই পড়েছি, শুনেছি কিন্তু এর বাস্তবতা সত্যিকারভাবে উপলদ্ধি করা কঠিন, অন্তত জীবনের একটি সময় দুনিয়ার পেছনে ঘুরে হয়রান না হলে।

    রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা'আলা বলেন, "হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি কর ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব। আর যদি তা না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না।"
    . --[ইবনে মাজাহ ৪১০৭, আহমাদ ৮৬৮১, সহীহ তারগীব ৩১৬৬]

    একসময় নানারকম ব্যাবসার সাথে জড়িত ছিলাম, ইনকাম মানে ব্যাবসায় টাকার ইনফ্লো প্রচুর ছিল, কিন্তু অভাব যেতনা।
    মানসিক শান্তি বলে কিছু ছিলনা বরং সবসময়ই কিছু না কিছু সমস্যা লেগে থাকতো, বা ব্যাবসা টিকিয়ে রাখতে নানা রকম ফন্দিফিকিরে থাকতে হত। মেশিন পুরানো হয়ে যাচ্ছে, নতুন টেকনোলজি চলে আসছে, প্রতিযোগীরা অমুক সারটিফিকেশান নিয়েছে, প্রডাকশান না বাড়ালে কস্টিং মেলেনা, প্রডাকশান বাড়ানোর পর যথেষ্ট অর্ডার নেই, শ্রমিক সমস্যা, নেতাদের সীমাহীন ডিমান্ড মানে সেই এক হুলুস্থুল কারবার। ইসলাম পালন বলতে ছিল ওয়াক্তের শেষ প্রান্তে এসে কোনরকমে ফরজ আদায় করা। অন্যান্য আমল বলতে কিছু ছিলনা। ইচ্ছে করত কিন্তু পারতামনা। যেমন অনেক সময় দেখা যেত নফল রোজা রেখেছি, কিন্তু অফিসে যেয়ে একের পর এক ঝামেলা মিটাতে মিটাতে মন মেজাজ বিগড়ে যেত, মাথা কাজ করতনা, চা বা কফি খেয়ে ফেলতাম।

    আমার এক বন্ধু, বড় ব্যাবসায়ি, সে বলে ইন্ডাস্ট্রি চালানো হলে বাঘের পিঠে সওয়ারি হওয়া। যতদিন যুদ্ধ করে পিঠে বসে থাকতে পারবে ততদিন টিকে থাকতে পারবে। পড়ে গেলেই বাঘ খেয়ে ফেলবে। বাইরের মানুষ মনে করে কতনা সাহসের কাজ, কতনা মজা, কিন্তু যে বাঘের পিঠে আছে সে জানে তার সত্যিকারের অবস্থা। সে যে কি বিপদে আছে জান নিয়ে তা বাইরের মানুষ বুঝেনা।

    তাফসির ইবনে কাসিরে পড়েছিলাম সম্ভবত, বা অন্য কোথাও হতে পারে। দুনিয়া হল গরুর মত। সবাই এর পিঠে উঠতে চায়। অধিকাংশ সফল হতে পারেনা, গরুর লাথি ঘুতা খেতে থাকে। যারা সফল হয়,তাদের পিঠ থেকে ফেলে দেবার জন্য গরু অনবরত লাফাতে থাকে। সফল ব্যাক্তি কোনরকমে গরুর পিঠ আঁকড়ে বসে থাকে যতদিন পারে। একসময় হাল ছেড়ে দেয়। বুদ্ধিমান হল সে যে গরু থেকে কেবল উপকারটুকু নিয়ে চলে যায়।

    ছাত্রজীবনে চাকরি বা সফল ব্যাবসায়িদের দেখতাম আর ভাবতাম ওদের মত হব ইনশাআল্লাহ। একটু বড় হবার পর দেখলাম অধিকাংশ সফল ব্যাবসায়িরাই ডায়াবেটিস আর হার্টের অসুখ। ঘরে অশান্তি। ছেলে মেয়ের সীমাহীন চাহিদা। স্ত্রীর স্ট্যাটাস টিকিয়ে রাখার অনবরত প্রেশার। বন্ধুমহলে ইজ্জত ধরে রাখার জন্য ক্লাবে টাকা দেয়া লাগে, আরও কত কি।

    বড় প্রমশান পাওয়া চাকরিজীবী বন্ধুদের গল্প শুনি। কি পরিমাণ পলিটিক্স আর কাজের প্রেশার। জীবনের জন্য চাকরি আর থাকেনা জীবনটাই হয়ে যায় চাকরিকে খুশী রাখা।

    তবে সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় অতৃপ্তি। যেমন ধরুন আপনার দামী ফার্নিচারের শখ। কয়েক লক্ষ টাকা খরচ করে খাট বানালেন। সবচেয়ে দামী কাঠের, ভিক্টোরিয়ান ডিজাইনের। কিনে ফেলার পর কিন্তু শখ শেষ। ২ মাস পরে আম কাঠের চৌকির উপর ঘুমাচ্ছেন না দুনিয়ার সবচেয়ে দামী খাটে এ কথা আর মাথায় থাকেনা। দামী খাবার, বিদেশে বেড়ানো, দামী গাড়ি, কাপড় সবই এক পর্যায়ে এসে ডালভাত হয়ে যায়। কিন্তু এসব অর্জন করতে যা অপরাধ করেছিলাম, যত আল্লাহর নফরমানি করেছিলাম, মানুষের হক নষ্ট করেছিলাম, সুদের উপর ঋণ নিয়েছিলাম তা রয়ে যায়। এ যে কি এক অশান্তির জীবন তা বলে বোঝানো সম্ভব না।

    আমি একসময় ভাবতাম কেন বড়লোকরা এত নিষ্ঠুর বা কৃপণ। কেন তারা তাদের এত থাকার পরও আরেকজনেরটা মেরে দিতে চায়। এখন বুজি তাদের সীমাহীন অভাব আর অতৃপ্তি যা এই দুনিয়ার সমস্ত কিছু পেয়ে গেলেও মিটবেনা।

    29-May-2018 2:58 pm

    29-May-2018 7:37 pm


    আমাদের লুৎফুর ফারাজি ভাই সিলেটের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করেছেন।


    হযরতের প্রতি আমার একটা সফট কর্নার আছে। উনি এমন একটা সময়ে হানাফিদের সমর্থনে এগিয়ে এসেছিলেন যখন নেটের সকল আলেম ছিলো সালাফি। চারিদিকে শুধু তাদের প্রচার। কেউ হানাফি পরিচয় দিতে সাহস করতো না। হানাফিদের বিদায়াতি আশারি মাতুরিদি কাফের হিসাবে পরিচিত করা হতো।

    ফেসবুকে প্রথম যে আলেমগন এর বিরুদ্ধে এগিয়ে আসে, উনি ফারাজি ভাই।


    বর্তমানে সালাফি বিরোধি আন্দোলনে যখন বাড়া বাড়ি চোখে পড়ে তখনো আমি চুপ থাকি সেই দিনগুলোর কথা মনে করে। তাদের যখন সময় ছিলো তখন তারা বাড়া বাড়ি করেছে।

    অবস্থা পরিবর্তন হওয়া আরম্ভ করে

    29-May-2018 7:37 pm

    29-May-2018 10:38 pm


    Evolution scientists are like : সত্য কথা কইতে মন চায় না। এ দিকে বানোয়াট কাহিনির দৌড়ও শেষ হয়ে আসছে।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    29-May-2018 10:38 pm

    30-May-2018 5:01 am


    বিবর্তন বাদের বিরুদ্ধে নতুন পাওয়া সমস্যাগুলো :


    বিবর্তনবাদের একেবারে প্রাথমিক থিউরি মতে যে সকল প্রানী সংখ্যায় প্রচুর, যেমন পিপড়া বা মানুষ, সেগুলোর ডিএনএ-তে ভিন্নতা বেশি হবে। কিন্তু রিসার্চ করে দেখা যায় সংখ্যায় বেশি হোক বা কম, সবার ডিএনএ কাছাকাছি। মানে : বিবর্তন নেই!


    রিসার্চ করে দেখা যায় মানুষ সহ পৃথিবীর প্রায় সব প্রানী এসেছে মাত্র ১ লক্ষ থেকে ২ লক্ষ বছর আগে। কিন্তু ঐ সময়ে দুনিয়াতে এমন কিছু হয় নি যে হুট করে এত ধরনের প্রানী দুনিয়াতে আসবে মানুষের সাথে। শেষ বড় ঘটনা ছিলো পৃথিবীতে বড় একটা উল্কাপাত কিন্তু সেটাও ৬ কোটি বছর আগে। হিসাব মিলে না। ঐ সময়ে যেন দুনিয়া নতুন করে চালু হয়েছে। বৈজ্ঞানিক বলছেন : আমি এটা ভুল প্রমানের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এর পর স্পষ্ট সত্য এটাই।


    তৃতীয় সমস্যা হলো বিবর্তন থিউরির মতে প্রানীদের ডিএনএ পরিবর্তিত হবে। যা থেকে এক প্রানী থেকে অন্য প্রানী আসবে। কিন্তু রিসার্চ করে দেখা যায় প্রানীদের ডিএনএতে এই রকম কোনো পরিবর্তন নেই -- প্রতিটা প্রানীর ডিএনএ একজায়গায় স্থির। এবং সেখান থেকে বদলায় না। যে কোনো দুই ধরনের প্রানীর ডিএনএ-তে বিশাল পার্থক্য - এত বেশি যে এক গ্যলাক্সি থেকে অন্য গ্যলাক্সির দূরত্বের মত। কিন্তু এর মাঝে ফাকা। এক প্রানির ডিএনএ বিবর্তিত হয়ে যে অন্যপ্রানী তৈরি হচ্ছে -- এমন প্রমান নেই।

    [ নিচের ইংরেজি আর্টিক্যলের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। ]

    https://www.afp.com/en/news/826/sweeping-gene-survey-reveals-new-facets-evolution-doc-15e2yc1

    30-May-2018 5:01 am

    30-May-2018 12:47 pm


    এটা বুঝতে হবে উগান্ডার সরকার যতটুকু করাপ্ট -- দেশবাসি ততটুকু করাপ্ট। কারন দেশবাসিরাই সরকার চালায়, ভিন্ন কোনো জাতি চালায় না।

    এটা ইনসাফ। বে-ইনসাফ হতো যদি আল্লাহ তায়ালা করাপ্ট একটা জাতির উপর ইনসাফপন্থি সরকার চাপিয়ে দিতেন।

    "... এগুলো সব ইহুদি-নাসারাদের চক্রান্ত"

    প্রশ্ন হলো উল্টো মুসলিমরা চক্রান্ত করে ইহুদিদের ক্ষতি করতে পারে না কেন?

    "অভিযোগ না করে আমাদের করনীয় কি সেটা চিন্তা করেন।"

    সমাধান হলো মুসলিমদের ঐক্য। কিন্তু এটা সুদূর পরাহত। আপনার প্রতি, বা আপনার দলের প্রতি বা আপনার আদর্শের শিক্ষার প্রতি অনুগত হয়ে যাওয়া দ্বারা কোনো সমস্যা সমাধান হবে না -- এটা নিশ্চিৎ।

    30-May-2018 12:47 pm

    30-May-2018 6:05 pm


    সড়ক দুর্ঘটনায় মনিরুল হক চৌধুরী আহত :

    কেউ যদি আগে খবর না পেয়ে থাকেন এবং এই পত্রিকার খবরই প্রথম, তবে হটাৎ করে দুঃসংবাদ দেবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

    আমি ডিটেলস জানি না। আত্মিয়দের সাথে যোগাযোগ করেন।

    http://www.mzamin.com/article.php?mzamin=119536

    30-May-2018 6:05 pm