DIY [ do it yourself ] ভিডিওগুলো থেকে তিন ধরনের কাজ শিখতে পারবেন। লোহার, দালানের, আর কাঠের। কোনটা শিখবো?
১
নির্ভর করে কোন সময়ে কোনটার চাহিদা বেশি, তার উপর।
যুদ্ধের সময়ে : লোহার কাজ।
Nation rebuild : ইট দালান।
শান্তিতে : কাঠের কাজ।
তাই যে যেই যুগে আছেন সেই স্কিল শিখেন।
২
FAQ : "ভাই সাতার পারেন?"
উত্তর : মানে... :-)
- Comments:
- ^ কাঠ মিস্ত্রির হেলপারের অলটারনেট বর্তমানে হলো সারা দিন বসে বসে ইউটুব দেখা। দেশের সবচেয়ে ভালো কাঠ মিস্ত্রির থেকেও ভালো কাজ শিখতে পারবেন।
- ইউটিউবে যার ভিডিও দেখছেন, আপনি তার কাছে আছেন। কারন কাছে বসে থাকলেও ভিডিওর মতই দেখবেন, একটু হাই রেজুলেশনে। এই পার্থক্য।