১
সিরামিকের কিছু ভেঙ্গে গেলে সেটা জোড়া দেয়ার জন্য গ্লু [আঠা] হলো two part epoxy solution, অন্য নাম AB epoxy glue. দুটো টিউবে আঠা থাকে, এর দুটো মিশিয়ে জোড়া লাগালে ওয়েল্ডিংয়ের মত শক্ত।
২
কিন্তু সমস্যা হলো এটা অনলাইনের কোনো শপেই নেই। সম্ভবতঃ দেশে চলে না। "এত সব মিশিতে হবে কেন? আমাদের সুপার গ্লু আছে না?"
কিন্তু বাইরের যে কোনো সাইটে আছে ভুড়ি ভুড়ি। "AB epoxy" দিয়ে সার্চ দিলেই হলো। এ কারনেই আলি এক্সপ্রেসে থেকে জিনিস কিনতে হয়।
৩
"....মাটির বাসন ভাইঙ্গা গেলে আর কি জোড়া লয়?....."
লয়। কিন্তু সস্তা এই আঠার প্রচলন এই দেশে নাই। এটা প্রথম সমস্যা।
- Comments:
- জাজাকাল্লাহ। Shall check today, inshaAllah.