Post# 1526839075

20-May-2018 11:57 pm


Joke

এক ভাই নিজের কাহিনি বর্ননা করছেন :

স্ত্রী এসে বলে "পাশের বাড়ির ভাবি অমুক জায়গায় খতম তারাবি পড়তে যায়। এখন থেকে আমিও যাবো।"

বললাম, "দেখো, তুমি যদি বাসায় পড়ো তাহলেই বেশি সোয়াব ..."

"দেখো! তুমি নিষেধ করতে পারবে না। কারন বলা আছে তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদে যেতে বাধা দিয়ো না। বুঝছো? তাই তোমার অনুমতি চাওয়ারও দরকার নেই।"

কহিলাম, "অ"

দু'দিন পর স্ত্রীর উৎসাহ শেষ। জিজ্ঞাসা করলাম "আজকে গেলা না যে?"

"তুমি আমাকে স্পষ্ট করে নিষেধ করলেই পারো। তাহলে আর যেতে হবে না।"

শুধু কহিলাম "অ"

তিন দিন পর। আর যায় না। জিজ্ঞাসা করলাম, "আর যাবে না?"

"না। তুমি পছন্দ করো না তাই আর যাবো না।"

কহিলাম "অ।"

20-May-2018 11:57 pm

Published
20-May-2018