খবর :
এ দেশে আগে কখনো বজ্রপাতের জন্য এত আতঙ্ক দেখা দেয়নি। এখন আকাশ কালো হয়ে উঠতে শুরু করলেই মাঠ-ঘাট-ক্ষেত থেকে ঊর্ধ্বশ্বাসে আশ্রয়ের সন্ধানে ছুটতে শুরু করে মানুষ। গত ১০ দিনে সারা দেশে মারা গেছে ১০৬ জনের বেশি। গতকাল বুধবার এক দিনেই মারা গেছে ২৭ জন। অবস্থা এমন হয়েছে, হাওরে এখন অবশিষ্ট ফসল কাটার জন্য শ্রমিক মিলছে না। বেশি অর্থের বিনিময়েও বৃষ্টির মধ্যে কাজ করতে রাজি হচ্ছে না তারা।
10-May-2018 7:35 am