Post# 1525874361

9-May-2018 7:59 pm



Technically speaking, মুশফিক স্যারের সময়ের দ্বন্ধে এক পক্ষ ছিলো ব্যক্তিগত ভাবে মুশফিক স্যারের ভক্ত। তাই স্যার ছাড়া দ্বন্ধটা চলার মত ছিলো না। "ব্যক্তির মৃত্যু হয় কিন্তু তার আইডলোজির মৃত্যু হয় না" এই রকম high thought এর কথা আনলে ভিন্ন বিষয়। তাই generally speaking, এক দিকে ছিলো "মুশফিক স্যারকে আমরা ছাড়তে রাজি না" অন্য দিকে ছিলো "স্যার বাকি সবার সাথে চলতে রাজি না।"


Technically speaking, আমি এই মুহুর্তে দেখছি এক পক্ষ ব্যক্তিগত ভাবে সাদ সাহেবের ভক্ত। <উপরের মুশফিক স্যারের ব্যপারে কথাগুলো হুবহু রিপিট হবে। তবে স্যারের জায়গায় সাদ সাহেব বসিয়ে>


ফিতনা আল্লাহ তায়ালা দেন। যেখানে প্রয়োজন, যখন প্রয়োজন, যতদিন প্রয়োজন। আবর্জনা পরিষ্কার করার জন্য।

কি বা কোন পক্ষ আবর্জনা, সেটা নিয়ে দ্বিমত আছে যদিও।
তাই এব্যপারে যে, যা, যে কারনে বিশ্বাস করে।

9-May-2018 7:59 pm

Published
9-May-2018