Truth be told,
১
আকিদা জানার ব্যপারে আমার ব্যক্তিগত আগ্রহ নেই। ভালো মতো আকিদা না শিখলে আমি আখিরাতে ধরা খাবো এই আশংকা করি না।
কিন্তু আকিদার ব্যপারে কে কি কারনে কুফরি ফতোয়া দিয়ে রেখেছে সেটাকে অনেক গুরুত্ব দেই। আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। কারন কুফরি ফতোয়া খেলে সেটা দুনিয়ায় পেরশানির কারন।
২
আমি,
দাজ্জালের ফিতনায় পড়ে যাবার আশংকা করি।
ঈমান হারিয়ে মৃত্যুর আশংকা করি।
আখিরাতে আল্লাহর শত্রু হিসাবে দাড়ানোর আশংকা করি।
চিরকাল আগুনে পুড়ার আশংকা করি।
৩
এই আশংকাগুলো আকিদার জন্য না।
আমলের জন্য।