Post# 1526541043

17-May-2018 1:10 pm


ভাইয়েরা Just to be clear,

আমি গ্লোবালপন্থি না। লোকাল, যে এলাকার লোকজন যে দিন থেকে রোজা রাখে সেটাকেই ঠিক ধরে রাখি।

আজকে আমি রোজা রাখি নি। যারা রেখেছে তাদের ভুল মনে করি। কেউ যদি এটা নিয়ে অন্যদের সাথে তর্ক করতে থাকে "রোজা রাখতে হবে কারন চাদ উঠেছে..." তবে সে ফিতনা ছড়াচ্ছে বলে মনে করি।

এবং আজকে রোজা না রাখাটা "আমাদের ভুল হয়েছে" "সোয়াব থেকে বঞ্চিত হচ্ছি" "রোজা রাখা উচিৎ ছিলো" এই রকম কিছুও বিশ্বাস করি না।

"কবে আসলে রমজান আরম্ভ" সেই প্রশ্ন আমার নেই। বাংলাদেশে কালকে থেকে আরম্ভ কারন সরকার ঘোষনা দিয়েছে তাই। এটাই আসল, বাকি সব নকল।

আমার চিন্তা হলো এই নিয়মের আগা মাথা বুঝা যেন এই এক্সপেরিয়েন্স থেকে ভবিষ্যতের জন্য শিখতে পারি। এতটুকুই।

Therefore don't look at me for support. আমি আপনার দলে নেই।

জাজাকাল্লাহ।

17-May-2018 1:10 pm

Published
17-May-2018