Thrust reverser : প্লেনের ইঞ্জিনের বাতাসের ধাক্কা পেছন দিয়ে না দিয়ে সামনের দিকে দেয়া হয়। উল্টে। যেন ল্যন্ডিংয়ের পরে প্লেন খুব তাড়াতাড়ি থেমে যেতে পারে।
পাইলট ভুল সময়ে ভুল জায়গায় একটা পাখার thrust reverser চালু করে দিয়েছে -- ফলাফল প্লেনটা ধ্বংশ। কয়েক মিলিয়ন ডলার শেষ।