জীবনে কতবছর যে ব্রুরুরুরু তারাবি পড়েছি হিসাব নেই। এখন এই ফতোয়া বলছে এই সব ইমামের পেছনে নামাজ জায়েজ নেই। তবে আমার এত বছরের কষ্টের কি হপে?
এর পরও আশা আছে। ঐ সময়ে ঢাকার সব মসজিদই ছিলো ব্রুরুরু। এখনকার মত ধীর স্থরি কোনোটাই না।
দ্বিতীয়তঃ ফতোয়া প্রদানকারী বলছেন "...যদি অর্থের বিকৃতি ঘটে"। ঐ সব ইমামদের অর্থের বিকৃতি ঘটতো কিনা জানি না, কারন কিছুই বুঝা যেতো না ব্রুরুরু ছাড়া। উনি একা বুঝতেন উনি কি পড়ছেন। তাই এই ফতোয়ার আওতায় হয়তো পড়েবে না।
হয়তো। আল্লাহ জানেন।