"হুলুল" কথাটা এই ধরনের তর্কে বার বার পড়লেও এর মানে জানতাম না।
নিচে হাই লেভেলের কথা বার্তা, যেগুলো আমার মত সাধারন মুসলিমদের না বুঝলেও ক্ষতি নেই।
তবে শেয়ার করলাম কেন? কারন এখানে এন্টি-এটাক আছে। ঐ পক্ষের এটাকের এগেইন্সটে ব্যবহার করার জন্য।
সংগে কিছু এমুনিশন রাখা ভালো। সেলফ ডিফেন্স।