Post# 1526288158

14-May-2018 2:55 pm


মেদ ভুড়ি কি করি?

আমেরিকার সেনাবাহিনীতে ফিটনেস টেষ্ট বলে একটা জিনিস আছে।

টেষ্টে দেখে :

[ সবগুলো টেষ্ট পর পর করতে হবে তা না ]

পুশ আপ : আমরা যাকে বলি বুক ডন। দুই হাত ফ্লোরে চাপ দিয়ে পুরো শরির উপরে তোলা। দুই মিনিটে ৮০ বার করতে হবে।

সিট আপ : উঠা বসা। দুই মিনিটে ৮০ বার।

পুল আপ : একটা রিং-কার্নিশ বা বার ধরে কাধ রিং বরা বর টেনে তুলতে হবে। ১২ বার।

দুই মাইল দৌড় : ১৩ মিনিটের কমে।

বাংলাদেশ সেনাবাহিনীতে টেষ্টে দৌড়াতে হয় ৩ কিলো। ১২ মিনিট সময়। আমেরিকার সমানই প্রায়।

এগুলোর কোনো একটা করে দেখেন। মেদ ভুড়ির সমস্যা সমাধান করার পরে। দেখেন কতটুকু ফিট।

Stay fit.

14-May-2018 2:55 pm

Published
14-May-2018