Post# 1526808760

20-May-2018 3:32 pm


Gout -- কি করি?

এটা কি?
পায়ের পাতায় প্রচন্ড ব্যথা। বিন্দু মাত্র নাড়ানো যায় না। ব্যথাটা আরম্ভ হয় বৃদ্ধাঙ্গুলির জয়েন্ট বা অন্য কোনো জয়েন্ট থেকে। ২ সপ্তাহ থাকে। এর পর সেরে যায়।

কেন?
ইউরিক এসিড বলে একটা লবন আছে। এটা রক্তে বেশি হয়ে গেলে জমে লবন দানার মত হয়ে জয়েন্ট গেড়ে বসে সেই থেকে ব্যথা।

সারে কিভাবে?
কিছু না করলেও নিজে নিজে সেরে যাবে। অনেকের আর জীবনে কখনো এটাক করে না। অনেকের কিছু দিন পর পর এটাক করে।

কি করে বুঝবো আমার গাউট কিনা?
ল্যবে গিয়ে Uric Acid ট্যস্ট করেন। এটা যদি ৫ এর উপর হয় [mg/dL] তবে ডাক্তারের সাথে রিপোর্ট নিয়ে দেখা করেন। যদিও ছেলেদের জন্য নরমাল ৭ ধরা হয়।

20-May-2018 3:32 pm

Published
20-May-2018