Post# 1527496867

28-May-2018 2:41 pm


"আল-কায়িদিল গুররি আল মুহাজজিলিন"

অর্থ বের করতে নেটে সার্চ লাগালাম। উইকির লিংক বলছে এটা আলী রা: এর উপাধি। অর্থ মুসলিমদের নেতা বা এই রকম।

কিন্তু দুরুদে লাখিতে এটা ব্যবহার করা হয়েছে রাসুলুল্লাহ সা: এর উপাধি হিসাবে। কনফিউশন বাড়লো। এর সাথে কি শিয়াদের কোনো লিংক আছে? বা দুরুদটার ইতিহাসে? কথাটার আরবী শব্দগুলো বেশ কঠিন। মানে আমি যে শব্দগুলোর সাথে পরিচিত সেগুলো না।

এর শাব্দিক অর্থ বুঝার চেষ্টা করলাম। কিন্তু কংক্লুসিভ কিছুতে পৌছতে পারলাম না।

এর পর একদিন ইউটুবে মদিনা শরিফের জুমাহর খুতবা লাইভ দেখছিলাম। সৌদি বক্তা রাসুলুল্লাহ সা: এর উপর রওজা দেখিয়ে সালাম পড়ার সময় "...আল-কায়িদিল গুররি আল-মুহাজজিলিন" বললেন রাসুলুল্লাহ সা: এর প্রসংশা করার সময়।

কংক্লুশনে পৌছলাম এই উপাধি রাসুলুল্লাহ সা: এরও উপাধি। এবং উনার উপর পড়লে ক্ষতি নেই। যেহেতু এই সব ব্যপারে সবচেয়ে সাবধান যারা তারা পড়ছে। এবং এটা প্রতি সপ্তাহেই পড়ে-বলে।

28-May-2018 2:41 pm

Published
28-May-2018