Post# 1527575167

29-May-2018 12:26 pm


মনে করেন গ্রামের পৌরসভার সরকারী লোকেরা অযোগ্য, অকর্ম, অসৎ দলিয় পার্টির কর্মিদের দিয়ে ভরা।

নিজেদের অযোগ্যতা ঢাকার জন্য এরা মাঝে মাঝে এলাকায় এসে কিছু টিউবওয়েলে লাল রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে ঘোষনা দেয় এখানে আর্সেনিক। কিন্তু অর্সেনিক মাপার মেশিন পর্যন্ত তাদের ঠিক নেই। এবং মেশিন কি করে চালাতে হয় সেটাও কেউ জানে না। কিন্তু এভাবে রেন্ডম মার্ক করে তারা তাদের কর্তৃত্ব প্রকাশ করে।

এখন পৌরসভার কথা "ঠিক হইতে পারে", "যদি লাইগা যায়" ধারনা করে টিউবওয়েলের পানি খাওয়া বন্ধ করে কষ্টে থাকা যায়। নচেৎ কোথা থেকে পানির ব্যবস্থা করবে?

অথবা পৌরসভা অযোগ্য জেনে তাদের কথা ইগনোর করা যায়।

অথবা তৃতীয় মত খুজা যায়।

বেসিক্যলি : অযোগ্য পৌরসভার কর্মিরা ক্রস দিয়েছে বলেই টিউবওয়েলের পানি আর্সেনিক যুক্ত হয়ে যাবে, তা না।

// এন্টি যুক্তি দেখালাম, যারা যুক্তি খুজছেন তাদের জন্য।

29-May-2018 12:26 pm

Published
29-May-2018