Post# 1525782088

8-May-2018 6:21 pm


চীনের আলি বাবা কিনে নিয়েছে "দারাজ" কম্পানিকে। আমার খুশি হওয়ার কথা। কিন্তু উন্নয়নের পথে সরকার এরপর কিভাবে কি করে বাধা দিয়ে রাখবে সেটা দেখার অপেক্ষায়।
    Comments:
  • //এটা কেমন কথা হলো যে, চাঁদ দেখার প্রথম চেষ্টা হবে এবং ঐ দিনই দেখা যাবে?//

    ^ অনেকে এই ধরনের কথা পছন্দ করেন না। এই ধরনের কথা বলা গুনাহ মনে করেন। তাদেকে এই পোষ্ট স্কিপ করে যেতে অনুরোধ করছি। এই পোষ্টটা শুধু তাদের জন্য যারা আমার এই ধরনের পোষ্টের অপেক্ষায় থাকেন।

  • http://www.prothomalo.com/technology/article/1484756/%E0%A6%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87
  • ^ দারাজের সার্ভিস কোয়ালিটি খারাপ ছিলো না। কিন্তু প্রথমতঃ আলিবাবার মত সব প্রডাক্ট পাওয়া যেতো না। দ্বিতীয়তঃ দাম ছিলো আলি বাবার দ্বিগুন।
  • করার উপায় নেই। কারন হিউজ সেল আর তারা মেনুফেকচারার না। শুধু অর্ডারটা ফরওয়ার্ড করে দেয় ডিলারদের। যে যে প্রডাক্টের ডিলাররা নিজের খরচে শিপ করে এবং সব কাজ করে।
  • রাইট। পুরানো দালাল। অনলাইনের যে কোনো দালাল থেকে তারা পুরানো।
  • ^ যে সমস্ত জিনিস আলিবাবা থেকে অর্ডার দিয়ে আনতে হতো সেগুলো এখান থেকে কিনা যাবে তাই।
  • বড় মেশিনে খরচ একই থাকবে। কিন্তু আলি বাবা থেকে কেউ বড় মেশিন কিনে না -- আমার ধারনা।

8-May-2018 6:21 pm

Published
8-May-2018