তাহাজ্জুদের ব্যপারেও আপার লোয়ার লিমিট আছে।
প্রতিদিন শেষ রাতে উঠে ওজু করে দুই রাকাত নামাজ পড়ে শুয়ে পড়লেন। এটা আপনার তাহাজ্জুদ।
এর পর এটাকে বাড়ানো যায়। এতটুকু পর্যন্ত বাড়াতে পারবেন যতটুকু হলে আপনি এটা রেগুলার করতে পারবেন। যেমন এর পর
৪ রাকাত।
বা, ৮ রাকাত প্রতি রাকাত সুরা কাফিরুন আর ইখলাস দিয়ে।
বা, ১০ রাকাত। প্রতি রাকাতে দুই পৃষ্ঠা করে ১ পারা।
এর সাথে সংশ্লিষ্ঠ হলো নামাজে তিলওয়াত। কিন্ত তাহাজ্জুদে তিলওয়াত করতে চাইলে আপনার কোরআন শরিফ কমপক্ষে এক পারা মুখস্ত থাকলে ভালো হয়। এটা রাতা রাতি হবে না। তবে চেষ্টা করতে থাকলে ১ বছরেই করে ফেলতে পারবেন ইনশাল্লাহ।
মুখস্ত করতে চাইলে, প্রথমে মোটা মুটি তিলওয়াত শুদ্ধ করে নিন। এর পর মুখস্ত করতে করতে বাকিটা শুদ্ধ করে নিন। একজন আলেমের সাহায্য লাগবে। আপনার বাচ্চাকে যে আলেম পড়ান উনার সাহায্য নিতে পারেন। মহিলাদের জন্য মহিলা ক্বারি। এখন WhatsApp, Skype এ খুজলেও সাহায্যকারী পাবেন।
৩০ তম পারা দিয়ে মুখস্ত করা আরম্ভ করেন। এর পর ২৯ পারা, ২৮ পারা করে ২৫ পারা পর্যন্ত। এর পর ১ম, ২য়, ৩য় পারা এই রকম। এটা একটা নিয়ম।