এক জেলার কারগুজারি। জেলা মারকাজ চিল্লা তিন চিল্লার জামাত এখন নিজেরাই জেলার ভেতর রোখ দিয়ে পাঠায়। কাকরাইলে বা ঢাকায় পাঠায় না।
এলাকার সাথি। বললো তিন দিনের জামাতে এসেছে। কোথায়? নিজের মসজিদে থেকে পাশের মসজিদে। দূরত্ব হবে ১০০ গজ।
আমাদের মসজিদে তিন দিনের জামাত এসে গাস্ত করছে। এলাকার সাথিরা অন্য জায়গায় তালিম করছে।
Maybe I am over thinking everything. "একটাই নিয়ম এবং এর মাঝে ব্যতিক্রম করা যাবে না" এটাই বা আমি ভাবছি কেন।
On the other hand, সব কিছু সবসময় smoothly চলবে এটা দুনিয়ার নিয়ম না।
মিলিটারি ট্রেইনিং দেখেছেন? মাঠের উপর কাটা বিছায়, টায়ারে আগুন জ্বালায়, পানি কাদা ছিটায় এর ভেতর দিয়ে দৌড়। কেন ভাই smooth রাস্তা দিয়ে চলতে পারে না?
সব কিছুর একটা কারন আছে। ভালোর মন্দর, কষ্টের আনন্দের।
Smooth রাস্তা, দুনিয়ার বৈশিষ্ঠ না।
#HabibFeels