Post# 1525277394

2-May-2018 10:09 pm


একটা কাঠ অন্য কাঠের সাথে লাগানোর জন্য আগে ছিলো তারকাটা পিটানো। কিন্তু এতে হাতুড়ি দিয়ে পিটাতে কষ্ট হতো শব্দ হতো। পরবর্তিতে তারকাটা খুলতে আরো কষ্ট।

এখন স্ক্রু। লাগানো সহজ। পিটাতে হয় না। খুলতেও সহজ। কর্ডলেস রিচার্জেবেল ইলেক্ট্রিক স্ক্রুড্রাইভার লাগবে। নয়তো স্ক্রু ঘুরিয়ে কাজ করতে পারবেন না।

একটা কাঠ অন্য কাঠের উপর লাগাতে উপরের কাঠটা ড্রিল করে গর্ত করে নিতে হবে। যদিও মনে হতে পারে আগে ড্রিল না করলে জয়েন্ট শক্ত হবে, কিন্তু বাস্তবে উল্টো। উপরেরটা ড্রিল করে নিলে আরো শক্ত করে লাগাতে পারবেন। নয়তো দুই কাঠের মাঝে ফাকা রয়ে যাবে, একসাথে লাগবে না। এবং লাগাতেও অপ্রয়োজনীয় কষ্ট হবে।

#HabibWorkShop

2-May-2018 10:09 pm

Published
2-May-2018