"ভাঙ্গা বাসনে খাইতে নাই। আপনি গ্লু দিয়া কিয়ের বাসন জোড়া লাইতেছেন?"
উত্তর :
প্রথমতঃ শহরের যে কোনো পরিবারের মহিলারা চিনামাটি আর দামি বাসন পত্র "ডিনার সেট" "কাটলারি সেট" এই ধরনের নাম দিয়ে, সব সময় শোকেইসে সাজিয়ে রাখে। নিজেরা খায় মেলামাইনের সস্তা বাসনে। দামি বাসনে খেলে ওগুলো নষ্ট হয়ে যাবে যে!
দ্বিতীয়তঃ শোকেইসের দামি বাসন ভেঙ্গে গেলে তাদের অন্তরে এমন লাগে যেটা কিনা প্রতিদিনের নিত্য ব্যবহার্য বাসন ভাঙ্গলেও লাগতো না। রিপেয়ার করলে ঐটাই করবে। ব্যবহারের মেলামইনের বাসন প্রথমতঃ ভাঙ্গে না, দ্বিতীয়তঃ ভাঙ্গলে ফেলে দিয়ে নতুন বাসন কিনে নেয়।
তাই এই যুগে আসল প্রশ্ন "ভাঙ্গা বাসনে খেলে দারিদ্রতা বাড়ে" কিনা সেটা না।
বরং আসল প্রশ্ন : ভাঙ্গা বাসন শোকেইসে সাজিয়ে রাখলে দারিদ্রতা বাড়ে কিনা।
কারো জানা থাকলে জানাবেন।
- Comments:
- FAQ : এই সমস্ত কু-সংস্কার বিশ্বাস করলে ....।
উত্তর : অকে।