Post# 1525909913

10-May-2018 5:51 am



কাঠ দিয়ে ঘর বানানো যায়। কিন্তু খরচ পড়বে ইট সিমেন্টের দ্বিগুন।

ইট সিমেন্ট দিয়ে বাড়ি বানালে খরচ কম কিন্তু এটা সুন্নাহর বিপরিত। রাসুলুল্লাহ ﷺ অপছন্দ করতেন।


সুন্নাহ হলো মাটির বর্তনিতে খাওয়া। এটা প্রচলিত ধারনা, কোরআন হাদিস দ্বারা প্রমানিত কিনা জানি না। এজন্য অনেকে চিনামাটির বর্তনিতে খান। কারন এটাকে মাটি বলা যায়। যদিও মেলামাইনের প্লেটের দাম এর থেকে অনেক কম।


রাসুলুল্লাহ ﷺ দুনিয়াতে সাধারন ভাবে চলতে পছন্দ করতেন।

একটা হলো law অন্যটা spirit of the law.

কোনটা অনুসরন করবো? জানা নেই।

    Comments:
  • কারো কাজের সমালোচনা করা এই পোষ্টের উদ্যেশ্য না। sprit of the question ছিলো "অন্যরা এরকম করে। আমি কি করবো?" এই প্রশ্নের উত্তর খোজা।

    Rhetorical question.

10-May-2018 5:51 am

Published
10-May-2018