Post# 1525197976

2-May-2018 12:06 am


শবে বরাতের দ্বিতীয় আমল ছিলো হালুয়া রুটি :


এটা কমতে কমতে পাচ বছর আগে প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো। এখন কিছু বাড়ছে, তবে ঢাকা শহরে আগের মতো আর নেই। এই বাসা থেকে ঐ বাসা কিছু দেয়া হলেও ফকিররা সেই রকম বাসায় বাসায় হালুয়া রুটি চেয়ে বেড়ায় না।


আধুনিক বাড়ির বৌদের হালুয়া রুটি করার সময় নেই। ডিশ দেখতে হবে যে। কিন্তু দোকান থেকে মিষ্টি কিনে দিলে সবাই বুঝবে এটা দোকান থেকে কেনা, ঘরে বানানো না। প্রেষ্টিজের ব্যপার। তাই আজকে এই দিন উপলক্ষে মিষ্টির দোকানগুলো স্পেশাল হালুয়া-মিষ্টি বিক্রি করে যেগুলো অন্য সময় পাওয়া যায়া।

সেগুলো কিনে দিলে কেউ বুঝবে না যে এগুলো দোকান থেকে কেনা। :-)


Truth be told,

সালাফি মতে শবে বরাত বলে কিছু নেই। এই রাতে ইবাদতের এসপেশাল কোনো মূল্য নেই। এই রাত উপলক্ষে ইবাদত করলে বরং গুনাহ হবে।

হানাফি মতে, শবে বরাত একটা বিশেষ রাত এবং এ রাতে ইবাদত করা সোয়াবের, দোয়া কবুলের, বরকতময় এবং ক্ষমার।

দুই পক্ষেরই দলিল আছে কিন্তু এক পক্ষের দলিল অন্য পক্ষের কাছে গ্রহন যোগ্য না।

    Comments:
  • আমি হানাফি মাজহাব অনুসরন করি।
  • দুটার মাঝে পার্থক্য কি?
  • প্রচলিত হানাফি। যদি "প্রকৃত হানাফি" বলতে মূলধারার বাইরের কোনো আইডোলজি বুঝায় এই দাবি সহকারে "ইমাম আবু হানিফা আসলে <এই> <এই> বিশ্বাস করতেন, কিন্তু পরবর্তি লোকেরা সে পথ থেকে বিচ্যুত হয়েছে।" <-- তবে আমি বর্তমানে প্রচলিত যেটা সেটাই অনুসরন করি।
  • well, whatever. there's always a difference in opinion.
  • generic = majority.

2-May-2018 12:06 am

Published
2-May-2018