Post# 1526457862

16-May-2018 2:04 pm


বিভিন্ন ক্রাইটেরিয়ায় আজকে ঢাকা থেকে চাদ দেখার সম্ভাবনা। সবগুলোর এখানে গ্রাফ করা হয়েছে। আজকে সূর্যাস্তের সময়ে ঢাকার জন্য গ্রাফের হিসাবে deltaAlt = 12.8 degree. deltaAz = 7.3.

সে হিসাবে সব ক্রাইটেরিয়াতেই চাদ দেখতে পাবার কথা। Lets see what happens. যেটাই হোক ইন্টারেস্টিং হবে।

এই গ্রাফে দেখানো হয়েছে deltaAlt & deltaAz দিয়ে যে হিসাবেগুলো আছে সেটা। দ্বিতীয় হিসাবে ARCV নেয়া হয়। যেটা পরে করবো ইনশাল্লাহ।

Sun Set: 2018-05-16 18:33:52 +06:00
Moon Alt: 11.967634269871
Moon Az: 284.16566893438
Sun Alt: -0.8329999967034
Sun Az: 291.41604186238
Delta Alt: 12.800634266574
Delta Az: 7.2503729279986

    Comments:
  • যারা কিছু কোঅর্ডিনেট জানেন তাদের জন্য। Azimuth হলো উত্তর দিক থেকে clockwise. পৃথিবির বুকে কোনো পয়েন্টে দাড়িয়ে। আর Altitude হলো দিগন্ত থেকে কত ডিগ্রি উপর। Delta হলো Azimuth আর Altitude এ সূর্যে আর চাদের পার্থক্য।
  • দক্ষিনে সম্ভাবনা আরো বাড়বে [বরিশাল পটুয়াখালি]। পশ্চিমেও বাড়বে কিন্তু দক্ষিনের থেকে কম রেটে [রাজশাহি]।
  • Corrected. জাজাকাল্লাহ।
  • গ্লোবালিষ্টদের আজকে রোজা থাকার কথা। তারা যদি না রাখে তবে তারা নিজেদের যুক্তি নিজেরা অনুসরন করে না। কারন আমেরিকার কিছু জায়গায় গতকাল রাতে চাদ দেখা গিয়েছে। Ashraful Alam
  • পুরো উম্মাহর ঐক্যর জন্য তারা রাখতেও পারে নাও রাখতে পারে। আর আমরা বাংলাদেশি উম্মাহর ঐক্যের সাথে রাখলে দোষ?

16-May-2018 2:04 pm

Published
16-May-2018