এক দেশে একাধিক কমিটি থাকা বিপদজনক। বিভাজন বাড়বে। এই বার সবাই একমত হলো। সামনের বার হয়তো হবে না। তখন কে কোনটা ফলো করবে? আর প্রতিবার সবাই যদি একমত হয় তবে একাধিক কমিটির দরকার কি?
নিচের কমিটির দায়িত্বে কে-কারা কোন মাজহাব-মানহাজ সেটা জানি না। তবে রাজারবাগীদের আলাদা চাদ দেখা কমিটি আছে সেটা জানি। এটাই সেই কমিটি কিনা নিশ্চিৎ না।
ব্যক্তিগত ভাবে আমি সরকারী ঘোষনা ফলো করবো ইনশাল্লাহ। যতদিন দেশের অধিকাংশ মানুষ সেটা অনুসরন করে।
Update : verified. এটা রাজারবাগী পীর সাহেবের সংগঠন। মূলতঃ বেরলভিদের। নিচে ঠিকানায় রাজারবাগ লিখা আছে। আল-ইহসানের [রাজারবাগের মাসিক পত্রিকা] সম্পাদকদের দ্বারা পরিচালিত।
- Comments:
- ^ সরকারের কতটুকু মানতে হবে বা মানতে হবে না, সেটা ফিকাহর বইয়ে বলে দেয়া আছে। ফেসবুকে অপরিচিত কারো কমেন্ট পড়ে সেটা অন্ধের মত অনুসরন করলে আমি দ্বিন হারাবো।