Post# 1526732872

19-May-2018 6:27 pm


"এলাকার মসজিদের আজান শুনে রোজা ভাঙ্গা কি নিরাপদ?"

ঢাকা শহরে হলে নিরাপদ। এত বছরে কোনো দিন শুনি নি কোনো মসজিদে আগে আজান দিতে।

"বিটিভি দেখে?"
গত বছর এক দিন ৯ মিনিট আগে আজান দিয়ে দিয়েছিলো বিটিভি। পরে ক্ষমা চেয়েছে।

"এফ এম রেডিও?"
স্টেশনগুলো সিংক্রোনাইজড না। কোনোটা আগে দেয় কোনোটা পরে। কোন স্টেশন ঠিক মত দেয় কে জানে? প্লাস আজানের আগে হেভি গান বাজনা সহ এড দিতে থাকে ইমোশোনাল এই সময়টায়। আগে রেডিও বাংলাদেশে কোরআন তিলওয়াত খতম করতো আজানের আগে। আজানের পরে ইসলামি গান। সেটাও চলে। ইফতারির আগে গান বাজনা খারাপ লাগে।

"আপনি কি করেন?"
কম্পুটারে সেট করে রেখেছি। সময় হিসাবে করে সে মতো আজান দেয়। সেটা শুনে করি কারন ডাইনিং রুম থেকে আশে পাশের মসজিদগুলোর আজান স্পষ্ট ভাবে শুনা যায না।

19-May-2018 6:27 pm

Published
19-May-2018