"জমিদারের মত আমি, মজায় আছিলাম।
মাওলা তুমি জমিদারি করিলা নিলাম।"
১
বৃটিশরা এই দেশ দখল করে ট্যক্স তুলতো। বাংলায় বলতো খাজনা। নিজেরা খাজনা তুলার ঝামেলায় যেতে চাইতো না বলে দালাল নিয়োগ আরম্ভ করে। শর্ত "তুমি এই এই এলাকার খাজনা তুলে আমাকে বছরে এত টাকা দিবে, এর বেশি যা তুলবে সেটা তোমার।"
এই দালালদের ডাকা হয় "জমিদার"।
২
কোনো বছর যদি জমিদার বৃটিশদের দাবি মত "বছরে এত টাকা" দিতে না পারতো, তবে জমিদারি নিলামে তোলা হতো। আমরা যাকে বলি eBay তে লিষ্ট করা। এর পর সর্বোচ্চ দাম যে হাকতো তাকে জমিদারি বুঝিয়ে দেয়া হতো। আগের জমিদারের তখন মরন দশা। তার জমিদারি শেষ।
তাই "জমিদারি নিলামে উঠা" ছিলো একটা বিশাল ঘটনা। মাতুব্বরির শেষ।
৩
প্রথমের লাইন দুটো স্কুল জীবনে শুনা একটা গানের। এর লিংক বর্ননা দিয়ে রোজা রমজান মাসে মানুষের রোজা নষ্ট করবেন না প্লিজ।
#HabibNostalgia