Post# 1527272769

26-May-2018 12:26 am


"সকাল-সন্ধার জিকির এবং তাহাজ্জুদের তিলওয়াত কতটুকু জোরে করবো?"

আস্তে। কিন্তু একেবারে মনে মনে না। বরং অনুচ্চস্বরে। যেন আপনি একা শুনতে পান। রাতে যদি একা রুমে থাকেন তবে তাহাজ্জুদে স্বর করে তিলওয়াত করতে পারেন যেমন মসজিদের ইমামরা করে। তবে আপনার রুম ছেড়ে পাশের ঘরে যেন শব্দ না যায়। অর্থাৎ মানুষের কষ্ট যেন না হয়।

এর সাথে আসে নিজের অন্তর পরিষ্কার করার কথা। নচেৎ, আপনার মনে হতে থাকবে যারা এই রকম নামাজ পড়ে না তারা গাফেল, বিপথগামি।

এর উপর গাজ্জালির বইয়ে অনেক সাহায্য পাবেন। বা নিজে আমল করতে থাকলেও আল্লাহ তায়ালা পথ খুলে দেবে। তবে অন্তরের কোন কোন ভাবনা খারাপ, কোনগুলো ভালো এর উপর তাসাউফের কিতাব থেকে সাহায্য নিলে ভালো হয়। পথ নিদর্শন পাবেন।

এই পথ নিদর্শনের জন্য আগে মানুষ পিরের কাছে যেতো। তারা বলে দিতো তোমার অন্তরের এই চিন্তা ভালো, ঐ চিন্তা খারাপ। কিন্তু পির এখন আনুগত্যর শপথ চাওয়ার মাঝে সিমিত হয়ে গিয়েছে। তাই ঐ দিক থেকে উপকার পাওয়ার আশা ক্ষিন।

    Comments:
  • ^ এহইয়া উলুমুদ্দিন। অনেক প্রকাশনির বাংলা অনুবাদ আছে।
  • ফজরের নামাজের পরে। But trying to pin point it would be like splitting hair. Give a large flexibility to it.
  • ^ ফ্রেন্ড লিষ্টে আছে ১৩০ জন। এর মাঝে অর্ধেক ধরি ইনএকটিভ। ৬০ জনের মাঝে গ্রুপ করলে হয়তো ৬ জন পড়বে একেক গ্রুপে।

26-May-2018 12:26 am

Published
26-May-2018