এ-এ। বিপদ।
খবর : "Saudi Supreme Court confirmed a negative moon sighting which means Ramadan to commence on Thursday 17th May inshallah"
সমস্যা হলো বাংলাদেশে বুধবার রাতে দেখা যাবে ইনশাল্লাহ। কিন্তু আগের দিন সৌদিতে দেখা না দিলে এই দেশের চাদ দেখা ফাউন্ডেশন হেজিটেড করতে থাকে এবং অধিকাংশ সময় ডিকলেয়ার করে দেয় "দেখা যায় নি।"
এর পর খবর আসে "বরিশাল বা রাজশাহির ঐ মাদ্রাসা থেকে দেখা গিয়েছে।" আগের ইতিহাস থেকে বললাম।
এই বার কি হয় দেখার বিষয়।
Hold on to everything. এই রমজানের আরম্ভতে ইন্টারেস্টিং টুইস্ট আছে ইনশাল্লাহ।
হয় সৌদি-বাংলা এক দিনে রমজান আরম্ভ হবে। ২০% পসিবিলিটি।
নয়তো, চাদ দেখা নিয়ে এই দেশে ক্যচাল হবে। ৮০% পসিবিলিটি।
- Comments:
- সৌদিদের সাথে এই ম্যপ মিল খায় না। সৌদি অনেকটাই রেন্ডম। বিভিন্ন কারনে।