Post# 1526260271

14-May-2018 7:11 am


শায়েখ বলছেন, "...আকিদার পরে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো সালাহ..."

Time changes. ঈমান শব্দটাকে এখন রিপ্লেইস করছে আকিদা।

ইসলামের পাচ স্তম্ভ কি? ছোটবেলায় শিখেছিলাম "কালিমা, নামাজ..."
এর পর শিখেছি, "শাহাদাহ, নামাজ..."
এখন "আকিদা, নামাজ..."

Literally না। But as in practical use cases.

#HabibTrend

    Comments:
  • ^ যায়। দক্ষ ফিনিশিং দিতে পারলে হয়তো যেতে না। But, who cares?
  • ^ প্রত্যেকের আত্মিয় পরিচিতদের মাঝে অনেককে আছে যারা জাকাত নেবার মত না, কিন্তু চাকরি নেই, ঋন করে চলছে অনেক বছর ধরে, বাসা ভাড়া দিতে পারছে না -- এধরনের। তাদেরকে দেন। গরিব শ্রেনিতে লোক খুজার দরকার নেই। আর ফকির আমরা যাদের বলি, তাদের অনেকের নিজেরই জাকাত দেবার মত টাকা আছে।

    ঋনি যে কাউকে দেয়া যাবে। ব্যংকে টাকা রেখে সুদে সংসার চালায় তাদের দেয়া যাবে না।

14-May-2018 7:11 am

Published
14-May-2018