"... কিছু হয় না কাকরাইল মসজিদে বার বার পুলিশ এসে হাজির ..."
বার বার পুলিশ আসছে বলে রক্তা রক্তি হচ্ছে না। নয়তো এতদিনে বহু রক্তা রক্তি খুনা খুনি হয়ে যেতো।
"... জানবাজ ৩০০ জন সাথি দরকার... পারবেন না দ্বিনের জন্য জীবন দিতে?"
দ্বিনের জন্য জীবন দেয়া আর দলের জন্য জীবন দেয়া দুটো ভিন্ন জিনিস। জীবন একবারই দেয়া যাবে তাই দেখতে হবে কার কথায় কার জন্য জীবন দিচ্ছি।
এলাকার ইমাম সাহেব যদি উনার জমি উদ্ধারের জন্য আমাকে চ্যলেঞ্জ ছুড়ে "পারবেন না দ্বিনের জন্য জীবন দিতে?" তবে আমি উনার কথায় জীবন দিবো না।
- Comments:
- Actually hanafi teaching isn't mostly about Imam Abu Hanifa, rather 60-80% of its rulings came after him.
To know about these, you need to read the mainstream Hanafi fiqh, masail books. These are Fatwa Shami, Fatwa Hind [also known as Fatwa Alamgiri] and Hidaya. The last two are available in Bangla.