"পটকা" অর্থ জানি, ছোট বোমা। ছোট বেলায় ফুটাতাম।
"পতাকা" অর্থও জানা আছে। নিশান। ৮০র দিকের একটা জনপ্রীয় ফিলমের নাম ছিলো "নিশান" যেটা রিকশার পেছনে আর্ট হিসাবে বহু বছর ধরে চলেছিলো। সে সুত্রে জানি।
"পোকাটা"? -- The insect. এই নামে কোনো বাংলা ফিল্ম তৈরি হলে ঘোষনা হতো, "আসিতেছে পোকাটা - দা ইনসেক্ট"।
এই ধারায় এর পরের শব্দটার অর্থ জানা নেই, যদিও। :-)