আদি যুগে করাত দিয়ে কাঠ কাটতো। এখন কাঠ কাটার জন্য circular saw. circular saw ব্যবহার একটু অসুবিধাজনক, কারন ভারি, এবং গাইড লাগে টানতে। সমাধান হলো table saw. Circular saw থেকে table saw বানানোর নিয়ম নেটে প্রচুর আছে। কিছু চ্যলেঞ্জ ছিলো যেগুলোর সহজ সমাধান :
১। "ভালো টেবিল পাবো কই?"
যে কোনো বোর্ড নিয়ে কাজ আরম্ভ করেন। এটা টেবেলের সার্ফেস। পা নিয়ে এখনই চিন্তা করবেন না। এটা টেবেলের সাইডে ক্লেম্প দিয়ে ঝুলিয়ে কাজ করতে পারবেন।
২। "স্লট টা কাটবো কি করে?"
সার্কুলার স টা টেবিলের উপর রেখে স্টার্ট দিয়ে দিলে এটা নিজেই ব্লেডের জন্য স্লট কেটে নেবে।
৩। "পার্ফেক্ট ৯০ ডিগ্রি এলাইন করবো কি করে?"
টেবেলের সাথে পার্ফেক্ট এলাইনর দরকার নেই। পাশের কাঠের গাইডের সাথে ব্লেডের দুই প্রান্ত পেরালাল হলেই হলো। এটা করা খুবই সহজ। গাইড বসানোর আগে দুই মাথা থেকে ডিসটেন্স মেপে নিলেই হলো। টেবেল যত আন এলাইন্ড হোক না কেন।
https://www.youtube.com/watch?v=NhORUN6oCUc&t=208s