মাদ্রাসা আর তবলিগের অনুসারিদের মাঝে এখন বিশাল ফাটল :
১
কিছু দিন ধরে ফেসবুকে কিছু কমেন্ট চোখে পড়ছিলো "আমার সন্তানকে কওমি মাদ্রাসা থেকে সরিয়ে আনছি" "নিয়ত করেছিলাম সন্তানকে মাদ্রাসায় দেবো, কিন্তু না" "কওমি মাদ্রাসায় না দিলে কোথায় দেয় যায়?"
এখন জানি এগুলো মূলতঃ তবলিগের সাথিদের প্রশ্ন ছিলো।
২
কিছু দিন আগেও রিয়েল লাইফে মানুষ এসে আমাকে বলতো "কই দ্বন্ধ? এগুলো শুধু ফেসবুকে।" Until যখন আর ফেসবুকে না। রিয়েল লাইফের দ্বন্ধ এখন ফেসবুকের থেকে বেশি।
ভেতরে পচন ধরছে জানতাম। কিন্তু কোন সময়ে এটা আমার ধারনাকে ছাড়িয়ে গিয়েছে সেটা বুঝতে পারি নি।
৩
দুই পক্ষেরই দোষের ফিরিস্তি দিতে পারি। কিন্তু এর দরকার আছে কি?
তবে আমি কার সাপোর্টার?
উত্তর জানা নেই।