Post# 1527495298

28-May-2018 2:14 pm


দুরুদে লাখি : অর্থের দিকে খারাপ কিছু আছে কিনা?

প্রথমে ওজিফার বইগুলোর দোয়ার বিরুদ্ধে ইউটুবে সালাফি আলেমদের সাবধানতাগুলো শুনলাম। ঠিক এটার বিরুদ্ধে স্পেসিফিক কিছু চোখে পড়লো না। অন্যগুলো ব্যপারে আছে।

দ্বিতীয়তঃ এর হিস্ট্রি পড়ে plausible মনে হলে। যদিও এর দলিল নেই।

তৃতীয়তঃ অর্থ দেখলাম। অন্যান্য অতিরিক্ত সোয়াবের দোয়াগুলোর যে বৈশিষ্ঠ, এই দুরুদও একই স্টাইলে লিখা হয়েছে। বৈশিষ্ঠটা হলো : কিছু একটা পড়ে বলা "... এত সংখ্যক যে ... " এর পর বিশাল কোনো সংখ্যার কিছু উল্লেখ করা। এখানে লিখেছিলাম এই ব্যপারে

https://www.facebook.com/habib.dhaka/posts/10153478124853176

এই দুরুদটাও এই গঠনের।

চতুর্থতঃ নিজে পড়ে দেখলাম এতে আপত্তিকর কিছু পাই কিনা। কিছু পেলাম না। শুধু একটা লাইন অপরিচিত লাগলো "আলা কায়িদিল গুররি আল মুহাজজিলিন"। কনফিউশনে পড়ে গেলাম। অনেক দিন পর কংক্লুশনে আসলাম এতে আপত্তিকর কিছু নেই।

এর উপর পরের স্টেটাস ইনশাল্লাহ।

28-May-2018 2:14 pm

Published
28-May-2018